Employees’ Provident Fund Organization invites applications for the following posts.
Post: Social Security Assistant, Stenographer
Total vacancy: 2859. Social Security Assistant- 2674, Stenographer- 185
Eligibility: Social Security Assistant – Graduate , Stenographer – 12th Class
Age: 18-27 years as on 26/04/2023
Salary: Post-wise different
Application Fee: Rs. 700 (SC/ST/PwBD/Female/Ex-Servicemen are exempted)
Last Date of Online Application: 26/04/2023
……………………..
কেন্দ্রীয় শ্রম ও নিয়োগ মন্ত্রকের অধীনস্থ সংস্থা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ও স্টেনোগ্রাফার পদে ২৮৫৯ জন নিয়োগ করবে৷ বয়স হতে হবে ২৬ এপ্রিল, ২০২৩ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নির্দিষ্ট আইন অনুযায়ী বয়সের ছাড় পাবেন। অনলাইনে দরখাস্ত করতে হবে ২৬ এপ্রিল, ২০২৩-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট: যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে ও কম্পিউটারে প্রতি মিনিটে ৩৫টি ইংরেজি শব্দ বা ৩০টি হিন্দি শব্দ টাইপের গতি থাকতে হবে। শূন্যপদ: ২৬৭৪। বেতনক্রম: ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা।
(২) স্টেনোগ্রাফার: উচ্চমাধ্যমিক পাশ হতে হবে৷ ১০ মিনিট সময়সীমায় প্রতি মিনিটে ৮০টি শব্দ ডিকটেশন নিয়ে ৫০ মিনিট সময়সীমায় ইংরেজিতে বা ৬৫ মিনিট সময়সীমায় হিন্দিতে ট্রান্সক্রিপ্ট করতে হবে৷ শূন্যপদ: ১৮৫৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা।
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.epfindia.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত ফি ৭০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, মহিলা ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের কোন ফি লাগবে না। নির্দেশানুসারে দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: www.epfindia.in
Official Notification:
Stenographer– Click Here
Social Security Assistant – Click Here