Applications are being invited from women candidates (married / divorced / widow) to fill up the following vacancies in several blocks of Murshidabad district.
Post: ASHA Workers
Total Vacancy: 304
Eligibility: Appeared/Passed in Madhyamik Exam. Must be a permanent resident of the concerned village.
Age limit: 30 years to 40 years (22 years to 40 years for SC/ST candidates) as on 20/03/2023.
Last Date of Online Application: 04/04/2023
……………………………..
মুর্শিদাবাদ জেলার একাধিক মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকে ৩০৪ জন আশা কর্মী নিয়োগ করা হবে৷ দরখাস্ত জমা করতে হবে ৪ এপ্রিল, ২০২৩-এর মধ্যে৷
যোগ্যতা: বিবাহিতা / বিধবা / আইনগতভাবে বিবাহ বিচ্ছিনা মহিলারা আবেদনের যোগ্য৷ প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট আশা এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে ও মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় অবতীর্ণ হতে হবে৷ বয়স: ২০ মার্চ, ২০২৩ অনুযায়ী ৩০ থেকে ৪০ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের বয়সসীমা হতে হবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে৷
মহকুমা ও ব্লক অনুযায়ী শূন্যপদ: (ক) কান্দি মহকুমা: বড়ঞা ব্লক- ১২, ভরতপুর-১ ব্লক- ১১, খড়গ্রাম ব্লক- ১৫, কান্দি ব্লক- ১১, ভরতপুর-২ ব্লক- ৯। (খ) জঙ্গিপুর মহকুমা: সুতী-২ ব্লক- ৩৬, সামশরগঞ্জ ব্লক- ২৪, ফরাক্কা ব্লক- ১৬, সুতী-১ ব্লক- ১৩, রঘুনাথগঞ্জ-২ ব্লক- ৯, সাগরদীঘি ব্লক- ৭, রঘুনাথগঞ্জ-১ ব্লক- ১। (গ) ডোমকল মহকুমা: রানীনগর-১ ব্লক- ১১, জলঙ্গী ব্লক- ১২, রানীনগর-২ ব্লক- ৫, ডোমকল ব্লক- ৩। (ঘ) বহরমপুর সদর মহকুমা: বহরমপুর ব্লক- ২২, হরিহরপাড়া ব্লক- ১২, নওদা ব্লক- ৯, বেলডাঙা-১ ব্লক- ৩, বেলডাঙা-২ ব্লক- ১। (ঙ) লালবাগ মহকুমা: ভগবানগোলা-১ ব্লক- ২১, লালগোলা ব্লক- ১৭, ভগবানগোলা-২ ব্লক- ১২, মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লক- ৮, নবগ্রাম ব্লক- ৪। যে নির্ধারিত আশা এলাকায় ৫০ শতাংশের বেশী তপশিলি সম্প্রদায়ের মানুষের বসবাস, সেই নির্ধারিত আশা এলাকায় তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে৷ https://asha.recruitmentmurshidabad.in ওয়েবসাইটের মাধ্যমে। এর জন্য প্রার্থীর নিজস্ব বৈধ ই– মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক। দরখাস্ত পূরণের সময় স্বাক্ষর ও ছবি আপলোড করতে হবে। নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: শিক্ষাগত যোগ্যতা, নথিপত্র যাচাই ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ ব্লক অনুযায়ী গ্রামপঞ্চায়েত, উপস্বাস্থ্যকেন্দ্র, গ্রামের তালিকা এবং অতিরিক্ত তথ্যের জন্য দেখুন ওয়েবসাইট https://murshidabad.gov.in৷
Official Website: https://murshidabad.gov.in/
Check Official Notifications: Click Here