Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

6 PHARMACISTS IN WEST BENGAL / রাজ্যে ৬ ফার্মাসিস্ট

Advt. No. R/Pharmacist Grade III/10/2023

Online applications are invited from Indian Citizen for recruitment to the Post of Pharmacist Grade III under Health & Family Welfare Department, Government of West Bengal.

Post: Pharmacist Grade III.

Total vacancy: 6 (UR: 3, SC: 2, ST: 1).

Eligibility: Must have Passed Higher Secondary Examination (10+2) from West Bengal Council of Higher Secondary Examination or its equivalent with Physics, Chemistry, Mathematics or Biology; and Two years’ Diploma course in Pharmacy recognized by the Government of West Bengal or Bachelor degree in Pharmacy recognized by the Government of West Bengal. Registered as “A” category Pharmacist under West Bengal Pharmacy Council. Registration as  Dental Surgeon in West Bengal State Dental Council or the D.C.I.

Age: 18 to 39 years (as on 24/03/2023).

Pay Scale: 28,900/- and other allowances.

Last Date of Online Application: 10th April, 2023 till 2 pm.

………………………………….

ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ৬ জন ‘ফার্মাসিস্ট’ নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১০ এপ্রিল, ২০২৩ দুপুর ২টোর মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স / বায়োলজি নিয়ে উচ্চমাধ্যমি বা সমতুল পাশের পর ফার্মাসিতে ব্যাচেলর ডিগ্রি বা ২ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলের অধীন এ গ্রেড ফার্মাসিস্ট হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে৷ বয়স: ২৪ মার্চ, ২০২৩ এর হিসেবে ১৮ থেকে ৩৯ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ৩, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১)৷ বেতনক্রম: ২৮,৯০০ টাকা ও অন্যান্য ভাতা৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.wbhrb.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সাদা কাগজে কালো বা নীল কালিতে প্রার্থীর পুরো নামের সই জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ২১০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ রাজ্যের তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত  পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত  তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official website: https://www.wbhrb.in/

Get details: Click Here

Share it :