Advt.No. IPRC/RMT/2023/01
ISRO Propulsion Complex invites online applications for the following posts.
Post: Technical Assistant, Technician B, Draughtsman B, Heavy Vehicle Driver A, Light Vehicle Driver A, Fireman A.
Total vacancy: 62.
Eligibility: post wise different.
Age: post wise different.
Pay Scale: post wise different.
Last Date of Online Application: 24th April, 2023 till 4 pm.
……………………………….
কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ইসরো প্রোপালসন কমপ্লেক্সে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান ‘বি’, ড্রাফটসম্যান ‘বি’, হেভি ভেহিকেল ড্রাইভার ‘এ’, লাইট ভেহিকেল ড্রাইভার ‘এ’ ও ফায়ারম্যান ‘এ’ পদে ৬২ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৭ মার্চ থেকে ২৪ এপ্রিল, ২০২৩ বিকেল ৪ টের মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (ক) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট: (১) মেকানিক্যাল শাখা, পোস্ট কোড ০১৩: প্রথম শ্রেণির নম্বরসহ মেকানিক্যাল / প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ: ১৫ (জেনাঃ ৯, তঃজাঃ ৩, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ (২) ইলেকট্রনিক্স শাখা, পোস্ট কোড ০১৮: প্রথম শ্রেণির নম্বরসহ ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি ২)৷ (৩) ইলেকটিক্যাল শাখা, পোস্ট কোড ০০১: প্রথম শ্রেণির নম্বরসহ ইলেকট্রিক্যাল / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ (৪) কম্পিউটার সায়েন্স শাখা, পোস্ট কোড ০১৯: প্রথম শ্রেণির নম্বরসহ কম্পিউটার সায়েন্স / কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার টেকনোলজিতে ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (তঃজাঃ)৷ (৫) সিভিল শাখা, পোস্ট কোড ০২৬: প্রথম শ্রেণির নম্বরসহ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ: ৩ (ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷
(খ) টেকনিশিয়ান ‘বি’: (১) ফিটার শাখা, পোস্ট কোড ০০৩: মাধ্যমিক বা সমতুল পাশের পর ফিটার ট্রেডে আইটিআই পাশ হতে হবে সঙ্গে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট / ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকতে হবে৷ শূন্যপদ: ১৯ (জেনাঃ ৬, তঃজাঃ ৪, ওবিসি ৮, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ (২) ইলেকট্রনিক মেকানিক শাখা, পোস্ট কোড ০১৫: মাধ্যমিক বা সমতুল পাশের পর ইলেকট্রনিক মেকানিক ট্রেডে আইটিআই পাশ হতে হবে সঙ্গে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট / ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকতে হবে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ (৩) ওয়েল্ডার শাখা, পোস্ট কোড ০২০: মাধ্যমিক বা সমতুল পাশের পর ওয়েল্ডার ট্রেডে আইটিআই পাশ হতে হবে সঙ্গে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট / ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকতে হবে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি ১)৷ (৪) রেফ্রিজারেশন অ্যান্ড এসি শাখা, পোস্ট কোড ০১৪: মাধ্যমিক বা সমতুল পাশের পর মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এসি ট্রেডে আইটিআই পাশ হতে হবে সঙ্গে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট / ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকতে হবে৷ শূন্যপদ: ১ (তঃজাঃ)৷ (৫) ইলেকট্রিশিয়ান শাখা, পোস্ট কোড ০০৭: মাধ্যমিক বা সমতুল পাশের পর ইলেকট্রিশিয়ান ট্রেডে আইটিআই পাশ হতে হবে সঙ্গে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট / ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকতে হবে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ (৬) প্লাম্বার শাখা, পোস্ট কোড ০০৫: মাধ্যমিক বা সমতুল পাশের পর প্লাম্বার ট্রেডে আইটিআই পাশ হতে হবে সঙ্গে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট / ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা৷
(গ) ড্রাফটসম্যান ‘বি’: (১) সিভিল শাখা, পোস্ট কোড ০২৭: মাধ্যমিক বা সমতুল পাশের পর ড্রাফটসম্যান সিভিল ট্রেডে আইটিআই পাশ হতে হবে সঙ্গে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট / ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা৷
(ঘ) হেভি ভেহিকেল ড্রাইভার ‘এ’, পোস্ট কোড ০১০: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ভারি যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স ও পাবলিক সার্ভিস ব্যাজ থাকতে হবে৷ ভারি যান চালানোর কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ২)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷
(ঙ) লাইট ভেহিকেল ড্রাইভার ‘এ’, পোস্ট কোড ০৩০: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ হালকা যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স ও পাবলিক সার্ভিস ব্যাজ থাকতে হবে৷ হালকা যান চালানোর কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷
(চ) ফায়ারম্যান ‘এ’, পোস্ট কোড ০০৮: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ নির্দিষ্ট শারীরিক মাপজোক থাকতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷
আবেদন : অনলাইনে দরখাস্ত করতে হবে http://www.iprc.gov.in Göয়বসাইটে৷ প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: http://www.iprc.gov.in
Get details: Click Here