Damodar Valley Corporation invites application for the following posts.
Posts: Assistant Engineer, Assistant Director, Assistant Manager
Total Vacancy: 52
Eligibility: BE / BTech / PG /PG Diploma in relevant streams
Age limit: 45 years as on 21/05/2023
Salary: Rs. 56,100
Last date of Receipt of Application: 21/05/2023
……………………………
কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের অধীনস্থ সংস্থা দামোদর ভ্যালি কর্পোরেশনের পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে অবস্থিত বিভিন্ন ইউনিটে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে ৫২ জন নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে৷ প্রাথমিকভাবে ৩ বছরের ভিত্তিতে চুক্তি করা হলেও পরবর্তীতে চুক্তির মেয়াদ আরও ২ বছর বাড়তে পারে। বয়স হতে হবে ১৮ মে, ২০২৩ অনুযায়ী ৪৫ বছরের মধ্যে। এককালীন বেতন হবে প্রতি মাসে ৫৬, ১০০ টাকা। অনলাইনে দরখাস্ত করতে হবে ২১ মে, ২০২৩-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আইটি) (Post No. 2023/C04): কমপক্ষে ৬৫ শতাংশ নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৬০ শতাংশ) ইনফরমেশন টেকনোলজি / কম্পিউটার সায়েন্স বিষয়ে বিই / বিটেক / এএমআইই পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ২৫ (জেনাঃ ১২, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ১, ওবিসি ৬, আর্থিকভাবে অনগ্রসর ২)৷
(২) অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (এইচ আর) (Post No. 2023/C06): কমপক্ষে ৬৫ শতাংশ নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৬০ শতাংশ) হিউম্যান রিসোর্স / পার্সোনেল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস / সোশ্যাল ওয়ার্ক (পার্সোনেল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস বিষয়ে স্পেশালাইজেশন-সহ) / হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড লেবার রিলেশনস / লেবার অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার বিষয়ে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাশ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শূন্যপদ: ১৫ (জেনাঃ ৮, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর ১)৷
(৩) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (কমিউনিকেশন) (Post No. 2023/C05): কমপক্ষে ৬৫ শতাংশ নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৬০ শতাংশ) ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড পাওয়ার / পাওয়ার ইলেকট্রনিক্স / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং শাখায় বিই / বিটেক / এএমআইই পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ৪, ওবিসি ১)৷
(৪) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিএসআর) (Post No. 2023/C07): কমপক্ষে ৬৫ শতাংশ নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৬০ শতাংশ) রুরাল ম্যানেজমেন্ট / কমিউনিটি ডেভেলপমেন্ট / রুরাল ডেভেলপমেন্ট / কমিউনিটি অর্গানাইজেশন অ্যান্ড ডেভেলপমেন্ট প্র্যাকটিস / আর্বান অ্যান্ড রুরাল কমিউনিটি ডেভেলপমেন্ট / রুরাল অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট / ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট / রুরাল ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট বিষয়ে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাশ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শূন্যপদ: ৪ (জেনাঃ ৩, ওবিসি ১)৷
(৫) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (পিআর) (Post No. 2023/C08): কমপক্ষে ৬৫ শতাংশ নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৬০ শতাংশ) জার্নালিজম / মাস কমিউনিকেশন / পাবলিক রিলেশনস বিষয়ে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাশ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শূন্যপদ: ৩ (অসংরক্ষিত)।
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.dvc.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন। দরখাস্ত পূরণের সময় সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট ছবি (৩.৫ সেমি × ৩.৫ সেমি, ১০ কেবি থেকে ২৫০ কেবি সাইজের মধ্যে) ও সই (১০ কেবি থেকে ১০০ কেবি সাইজের মধ্যে) এবং অন্যান্য জরুরী নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। নির্দেশানুসারে দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশনে ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: দরখাস্তের ভিত্তিতে শর্টলিস্ট করা প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট।
Official Website: www.dvc.gov.in
Official Notification: Click Here