Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

40 NON TEACHING STAFFS IN IIT, DHANBAD / আইআইটি ধানবাদে ৪০ অশিক্ষক কর্মী

Advt. No. Mission Mode (DR) (4) / 2023 Dated March 25, 2023

Indian Institute of Technology, Dhanbad invites online applications for the following posts.

Post: Assistant Security Inspector, Junior Technician, Junior Technician (Library), Junior Assistant (Hospitality).

Total Vacancy: 40. Assistant Security Inspector: 2, Junior Technician: 20, Junior Technician (Library): 4, Junior Assistant (Hospitality): 14.

Eligibility:  post-wise different.

Age-limit: post-wise different

Pay Scale: Post-wise different

Last Date of Online Application: 12th June, 2023.

…………………………………………………………

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, ধানবাদ অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি ইন্সপেক্টর, জুনিয়র টেকনিশিয়ান, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে ৪০ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত পাঠাতে হবে ১২ জুন, ২০২৩ এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি ইন্সপেক্টর :  কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ গ্র্যাজুয়েট হতে হবে৷ প্রার্থীদের অবশ্যই আর্মড ফোর্স / প্যারামিলিটারি ফোর্স / সেন্ট্রাল বা স্টেট পুলিশ অর্গানাইজেশনে ১৯০০ টাকা গ্রেড পে বেতনক্রম স্তরে ৪ বছর বা ১৮০০ টাকা গ্রেড পে বেতনক্রম স্তরে ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি-এনসিএল ১)৷ বেতনক্রম: পে লেভেল ৩ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷

(২) জুনিয়র টেকনিশিয়ান: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে  কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ সংশ্লিষ্ট শাখায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে বা বি.এসসি পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বা সংশ্লিষ্ঠ ট্রেডে আইটিআই / এনসিভিটি ট্রেড সার্টিফিকেটপাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা চাই৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২০ (জেনাঃ ৪, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ৩, ওবিসি এনসিএল ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ কেমিক্যাল – ৩, সিভিল – ১, ইলেকট্রনিক্স – ৪, মেকানিক্যাল – ৬, কম্পিউটার – ৩, মাইনিং – ৩৷ বেতনক্রম: পে লেভেল ৩ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷

(৩) জুনিয়র টেকনিশিয়ান (লাইব্রেরি): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ লাইব্রেরি সায়েন্সে ব্যাচেলর বা মাস্টার ডিগ্রি পাশ হতে হবে অথবা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: পে লেভেল ৩ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷

(৪) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (হসপিটালিটি): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ হোটেল ম্যানেজমেন্টে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে বা ৩ বছরের ডিপ্লোমা পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৪ (জেনাঃ ৬, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি এনসিএল ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: সপ্তম পে কমিশনের পে লেভেল ৩ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে নিম্নলিখিত লিঙ্কের মাধ্যমে https://nfr.iitism.ac.in/index.php/recruitment/User_login৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৫০০ টাকা অনলাইনে এসবিআই কালেক্টের মাধ্যমে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কফি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হতে পারে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন www.iitism.ac.in ওয়েবসাইট৷

Official website: https://www.iitism.ac.in/

Official Notification: Click Here

 

 

Share it :