National Council of Science Museums, Kolkata invites applications for the following posts.
Post: Jr. Stenographer, Artist-A
Total vacancy: 4
Eligibility: Jr. Stenographer- 12th, Artist-A- Diploma / Certificate
Age: Jr. Stenographer- 25 years, Artist-A- 35 years as on 9/6/2023
Pay Scale: Jr. Stenographer- Rs. 25,500 – Rs. 81,100, Artist-A- Rs. 19,900 – Rs. 63,200.
Last Date of Online Application: 9/6/2023
……………………………
কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামস, কলকাতা জুনিয়র স্টেনোগ্রাফার ও আর্টিস্ট পদে ৪ জন নিয়োগ করবে। অনলাইনে দরখাস্ত করতে হবে ৯ জুন, ২০২৩-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) জুনিয়র স্টেনোগ্রাফার: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে এবং এনসিভিটি / ইউজিসি স্বীকৃত প্রতিষ্ঠান বা সরকারি আইআইটি / ডিপ্লোমা কলেজ থেকে শর্টহ্যান্ডে প্রতি মিনিটে কমপক্ষে ৮০টি শব্দ লেখার গতির সার্টিফিকেট থাকতে হবে। বয়স: ৯ জুন, ২০২৩ অনুযায়ী ২৫ বছরের মধ্যে। শূন্যপদ: ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামস, কলকাতা – ৩ (জেনাঃ ২, ওবিসি ১)। বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা।
(২) আর্টিস্ট-এ: উচ্চমাধ্যমিক পাশের পরে ফাইন / কমার্শিয়াল আর্ট বিষয়ে কমপক্ষে ২ বছরের ডিপ্লোমা / সার্টিফিকেট পাশ হতে হবে। ১ বছরের ডিপ্লোমা / সার্টিফিকেট পাশদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা ও ২ বছরের ডিপ্লোমা / সার্টিফিকেট পাশদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। বয়স: ৯ জুন, ২০২৩ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে। শূন্যপদ: রিজিয়নাল সায়েন্স সেন্টার, গুয়াহাটি- ১ (ওবিসি)। বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা।
আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে https://ncsm.gov.in/notice/career ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি (১০০ কেবি সাইজের মধ্যে), সই (১০০ কেবি সাইজের মধ্যে) এবং অন্যান্য জরুরী নথিপত্রের স্ব-প্রত্যয়িত প্রতিলিপি (১০০ কেবি সাইজের মধ্যে) জেপিইজি / জেপিজি ফরম্যাটে মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি ৮৮৫ টাকা (জিএসটি-সহ) অনলাইনে জমা দিতে হবে। তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, মহিলা ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট আউট নিতে হবে, পরে এর প্রয়োজন হবে।
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা / টাইপ টেস্ট / অ্যাপ্টিটিউড টেস্ট / ট্রেড টেস্টের মাধ্যমে। অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://ncsm.gov.in/notice/career
Official Notification: Click Here