ADVERTISEMENT NO.03 /2023-24
IDBI Bank invites online applications from eligible candidates for the following posts.
Post: Executive
Total vacancy: 1036
Eligibility: Graduate.
Age: 20-25 years as on 1.5.2023
Salary: Rs.29,000/- per month in the first year, Rs.31,000/- per month in the second year and Rs.34,000/- per month in the third year of service.
Application Fee: Rs. 1000 (Rs. 200 for SC/ST/PWD candidates)
Last Date of Online Application: 7/6/2023
……………………………………..
আইডিবিআই ব্যাঙ্কে এক্সিকিউটিভ পদে ১০৩৬ জন কর্মী নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। প্রাথমিকভাবে ১ বছরের চুক্তিতে নিয়োগ করা হলেও পরবর্তীতে দক্ষতা বিচার করে তা আরও ২ বছর বাড়তে পারে৷ ৩ বছর সফলভাবে কাজ করার পরে প্রার্থীরা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড-‘এ’ পদে নিয়োগের সুযোগ পাবেন৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৭ জুন, ২০২৩-এর মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ বয়স: ১ মে, ২০২৩ অনুযায়ী ২০ থেকে ২৫ বছরের মধ্যে৷ জন্মতারিখ হতে হবে ২ মে, ১৯৯৮ থেকে ১ মে, ২০০৩-এর মধ্যে। ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷ শূন্যপদ: ১০৩৬ (জেনাঃ ৪৫১, তঃজাঃ ১৬০, তঃউঃজাঃ ৬৭, ওবিসি ২৫৫, আর্থিকভাবে অনগ্রসর ১০৩)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৫০টি আসন সংরক্ষিত রয়েছে। বেতন: প্রথম বছর প্রতি মাসে ২৯,০০০ টাকা, দ্বিতীয় বছর প্রতি মাসে ৩১,০০০ টাকা, তৃতীয় বছর প্রতি মাসে ৩৪,০০০ টাকা বেতন পাওয়া যাবে৷
আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.idbibank.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর ৪.৫ সেমি × ৩.৫ সেমি মাপের রঙিন পাসপোর্ট ছবি (২০০× ২৩০ পিক্সেল, ২০ থেকে ৫০ কেবি সাইজের মধ্যে), সাদা কাগজে কালো কালিতে করা প্রার্থীর সই (১৪০× ৬০ পিক্সেল, ১০ থেকে ২০ কেবি সাইজের মধ্যে), সাদা কাগজে কালো/নীল কালিতে বাম হাতের বুড়ো আঙুলের ছাপ (৩ সেমি × ৩ সেমি, ২৪০× ২৪০ পিক্সেল, ২০ থেকে ৫০ কেবি সাইজের মধ্যে), সাদা কাগজে কালো কালিতে লেখা ‘I, …………………… (Name of the candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required’ বয়ান (১০ সেমি × ৫ সেমি, ৮০০× ৪০০ পিক্সেল, ৫০ থেকে ১০০ কেবি সাইজের মধ্যে) জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে। দরখাস্ত ফি ১০০০ টাকা (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ২০০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট-আউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: এক্সিকিউটিভ পদের প্রার্থী বাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা, নথিপত্র যাচাই ও প্রি-রিক্রুটমেন্ট মেডিক্যাল টেস্টের মাধ্যমে। অনলাইন লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ ২ জুলাই, ২০২৩। ২ ঘণ্টা সময়সীমার ২০০ নম্বরের পরীক্ষা হবে এই সমস্ত বিষয়ে – লজিক্যাল রিজনিং, ডেটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন (৬০টি প্রশ্ন, ৬০ নম্বর), ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৪০টি প্রশ্ন, ৪০ নম্বর), কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড (৪০টি প্রশ্ন,, ৪০ নম্বর), জেনারেল / ইকোনমি / ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস / কম্পিউটার / আইটি (৬০টি প্রশ্ন, ৬০ নম্বর)৷ নেগেটিভ মার্কিং থাকবে৷ ৪টি ভুল উত্তরের জন্য অতিরিক্ত ১ নম্বর কাটা যাবে৷ পশ্চিমবঙ্গের পরীক্ষাকেন্দ্রগুলি হল– গ্রেটার কলকাতা, আসানসোল, দুর্গাপুর, হুগলী, কল্যাণী, শিলিগুড়ি৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official website: www.idbibank.in
Official Notification: Click Here