Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

36 LIBRARIANS IN MURSHIDABAD / গ্রামীণ গ্রন্থাগারে ৩৬ লাইব্রেরিয়ান

Memo No. 175/DLO-MSD/23

Applications are being invited from the eligible candidates for engagement of following post in Murshidabad.

Post: Librarian

Total Vacancy: 36

Eligibility: 12th pass, Certificate in Library & Information Science.

Age limit: 18-40 years as on 1/1/2023

Pay-scale: Rs. 22,700 – Rs. 58,500

Last Date of Online Application: 15/06/2023.

………………………

মুর্শিদাবাদ জেলা প্রশাসন সংশ্লিষ্ট জেলার সরকার পোষিত বিভিন্ন গ্রামীণ গ্রন্থাগারে লাইব্রেরিয়ান পদে ৩৬ জন নিয়োগ করবে। অনলাইনে দরখাস্ত করতে হবে ১৫ জুন, ২০২৩-এর মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক পাশ ও সরকার স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে লাইব্রেরি ও ইনফরমেশন সায়েন্স বিষয়ে সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ক জ্ঞান ও বাংলা ভাষা জানতে হবে। বয়স:  ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছরের মধ্যে৷ রাজ্যের ওবিসি প্রার্থীরা ৩ বছর ও তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন৷  শূন্যপদ: ৩৬ [জেনাঃ ৫, জেনাঃ (ইসি) ৩, জেনাঃ (প্রাক্তন সমরকর্মী) ২, জেনাঃ (মেধাবী ক্রীড়াবিদ) ১, জেনাঃ (শারীরিক প্রতিবন্ধী) ১, তঃজাঃ ৮, তঃজাঃ (ইসি) ৪, তঃউঃজাঃ ২, তঃউঃজাঃ (ইসি) ১, ওবিসি-এ ২, ওবিসি-এ (ইসি) ১, ওবিসি-বি ২, ওবিসি-বি (ইসি) ১, আর্থিকভাবে অনগ্রসর ১, আর্থিকভাবে অনগ্রসর (ইসি) ১, আর্থিকভাবে অনগ্রসর (প্রাক্তন সমরকর্মী) ১]।বেতনক্রম: ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা ও অন্যান্য ভাতা৷

আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে https://lib.recruitmentmurshidabad.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, অভিজ্ঞতার প্রমাণপত্র ও অন্যান্য নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি স্ক্যান করে আপলোড করতে হবে। নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ লিখিত পরীক্ষার তারিখ ৩০ জুলাই, ২০২৩। অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Website: https://lib.recruitmentmurshidabad.in

Official Notification: Click Here

Share it :