Advt. No 10/23
NTPC Limited invites online applications for the following post.
Post: Assistant Manager.
Total Vacancy: 300.
Eligibility: B.E / B.Tech in relevant discipline with 7 years post-qualification experience.
Age Limit: within 35 years
Pay Scale: 60,000/- to 1,80,000/-
Last Date of Online Application: 2nd June, 2023
……………………………………..
এনটিপিসি লিমিটেড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে ৩০০ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২ জুন, ২০২৩-এর মধ্যে৷
শাখা অনুযায়ী যোগ্যতা: (১) ইলেকট্রিক্যাল : কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ ইলেকট্রিক্যাল / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স / ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল / পাওয়ার সিস্টেম অ্যান্ড হাই ভোল্টেজ / পাওয়ার ইলেকট্রনিক্স / পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.ই /বি.টেক পাশ হতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় পাশ নম্বর পেলেই আবেদনের যোগ্য৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ১২০ (জেনাঃ ৫১, তঃজাঃ ১৭, তঃউঃজাঃ ৯, ওবিসি ৩২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১১)৷
(২) মেকানিক্যাল : কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ মেকানিক্যাল / প্রোডাকশন / ইন্ডাস্ট্রিয়াল / প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল / থার্মাল / মেকানিক্যাল অ্যান্ড অটোমেশন / পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.ই /বি.টেক পাশ হতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় পাশ নম্বর পেলেই আবেদনের যোগ্য৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ১২০ (জেনাঃ ৫১, তঃজাঃ ১৭, তঃউঃজাঃ ৯, ওবিসি ৩২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১১)৷
(৩) ইলেকট্রনিক / ইনস্ট্রুমেন্টেশন : কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ ইলেকট্রনিক্স/ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড পাওয়ার / পাওয়ার ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন / ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল / ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.ই /বি.টেক পাশ হতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় পাশ নম্বর পেলেই আবেদনের যোগ্য৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ৬০ (জেনাঃ ২৭, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ৪, ওবিসি ১৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৫)৷
বেতনক্রম: ৬০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা৷
উল্লিখিত প্রতিটি পদে ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায় ৫ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে careers.ntpc.co.in বা www.ntpc.co.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর রঙিন পাসপোর্ট ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি ৩০০ টাকা অফলাইনে বা অনলাইনে জমা দিতে হবে৷ অফলাইনে প্রিন্টআউট করা পে-ইন স্লিপের মাধ্যমে এসবিআইয়ের যে কোনো শাখায় নিম্নলিখিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিতে হবে – A/c No. 30987919993, at CAG Branch, New Delhi (Code 09996)৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত দু’টি ওয়েবসাইট৷
Official Website: https://www.ntpc.co.in/
Official Notification: Click Here