Punjab National Bank invites applications for the following post.
Post: Officer, Manager, Manager.
Total Vacancy: 240
Eligibility: Post wise different
Age Limit: Post wise different
Pay Scale: Post wise different
Last Date of Online Application: 11th June, 2023
…………………………………………..
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অফিসার, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার পদে ২৪০ জন কর্মী নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১১ জুন, ২০২৩-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: পোস্ট কোড (১) অফিসার (ক্রেডিট) (JMGS-I): সিএ / সিএমএ (আইসিডবলুএ) বা সিএফএ বা কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ ফিন্যান্স বিষয়ে পূর্ণ সময়ের এমবিএ / পিজিডিএম বা ফিন্যান্স বিষয়ে স্পেশালাইজেশন সহ সমতুল পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে৷ বয়স: ১ মার্চ, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২০০ (জেনাঃ ৭৮, তঃজাঃ ৩০, তঃউঃজাঃ ১৬, ওবিসি ৫৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২২)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধীদের জন্য ৮ টি পদ সংরক্ষিত৷ বেতনক্রম: ৩৬,০০০ টাকা থেকে ৬৩,৮৪০ টাকা৷
পোস্ট কোড (২) অফিসার (ইন্ডাস্ট্রি) (JMGS-I): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ ইলেকট্রিক্যাল / কেমিক্যাল / মেকানিক্যাল / সিভিল / টেক্সটাইল / মাইনিং / মেটালার্জি শাখায় পূর্ণ সময়ের বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ বয়স: ১ মার্চ, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৮ (জেনাঃ ৪, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ২)৷ বেতনক্রম: ৩৬,০০০ টাকা থেকে ৬৩,৮৪০ টাকা৷
পোস্ট কোড (৩) অফিসার (সিভিল ইঞ্জিনিয়ার) (JMGS-I): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ সিভিল শাখায় পূর্ণ সময়ের বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ১ মার্চ, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ৩৬,০০০ টাকা থেকে ৬৩,৮৪০ টাকা৷
পোস্ট কোড (৪) অফিসার (ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার) (JMGS-I): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ ইলেকট্রিক্যাল শাখায় পূর্ণ সময়ের বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ১ মার্চ, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ৩৬,০০০ টাকা থেকে ৬৩,৮৪০ টাকা৷
পোস্ট কোড (৫) অফিসার (আর্কিটেক্ট) (JMGS-I): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ বি.আর্ক পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ১ মার্চ, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৩৬,০০০ টাকা থেকে ৬৩,৮৪০ টাকা৷
পোস্ট কোড (৬) অফিসার (ইকোনমিক্স) (JMGS-I): ইকোনমিক্স বিষয়ে পূর্ণ সময়ের গ্র্যাজুয়েট হতে হবে সঙ্গে কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ ইকোনমিক্স / ইকোনমেট্রিক্স / বিজনেস ইকোনমিক্স / অ্যাপ্লায়েড ইকোনমিক্স / ফিন্যান্সিয়াল ইকোনমিক্স / ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্স / মানিটারি ইকোনমিক্স বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে৷ বয়স: ১ মার্চ, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ৪, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ৩৬,০০০ টাকা থেকে ৬৩,৮৪০ টাকা৷
পোস্ট কোড (৭) ম্যানেজার (ইকোনমিক্স) (MMGS-II): ইকোনমিক্স বিষয়ে পূর্ণ সময়ের গ্র্যাজুয়েট হতে হবে সঙ্গে কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ ইকোনমিক্স / ইকোনমেট্রিক্স / বিজনেস ইকোনমিক্স / অ্যাপ্লায়েড ইকোনমিক্স / ফিন্যান্সিয়াল ইকোনমিক্স / ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্স / মানিটারি ইকোনমিক্স বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ মার্চ, ২০২৩ এর হিসেবে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা৷
পোস্ট কোড (৮) ম্যানেজার (ডেটা সায়েন্স) (MMGS-II): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ কম্পিউটার সায়েন্স বিষয়ে বি.ই / বি.টেক / এম.ই / এম.টেক ডিগ্রি পাশ হতে হবে ও ডেটা অ্যানালিসিস / ডেটা সায়েন্স / আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিংয়ে ৬ মাসের সার্টিফিকেট কোর্স করতে হবে অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ স্ট্যাটিসটিক্স বিষয়ে পূর্ণ সময়ের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ ডেটা অ্যানালিসিস / ডেটা সায়েন্স / আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং বিষয়ে বি.ই / বি.টেক / এম.ই / এম.টেক ডিগ্রি পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ মার্চ, ২০২৩ এর হিসেবে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা৷
পোস্ট কোড (৯) সিনিয়র ম্যানেজার (ডেটা সায়েন্টিস্ট) (MMGS-III): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ কম্পিউটার সায়েন্স বিষয়ে বি.ই / বি.টেক / এম.ই / এম.টেক ডিগ্রি পাশ হতে হবে ও ডেটা অ্যানালিসিস / ডেটা সায়েন্স / আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিংয়ে ৬ মাসের সার্টিফিকেট কোর্স করতে হবে অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ স্ট্যাটিসটিক্স বিষয়ে পূর্ণ সময়ের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ ডেটা অ্যানালিসিস / ডেটা সায়েন্স / আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং বিষয়ে বি.ই / বি.টেক / এম.ই / এম.টেক ডিগ্রি পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ মার্চ, ২০২৩ এর হিসেবে ২৭ থেকে ৩৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৬৩,৮৪০ টাকা থেকে ৭৮,২৩০ টাকা৷
পোস্ট কোড (১০) ম্যানেজার (সাইবার সিকিউরিটি) (MMGS-II): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ কম্পিউটার সায়েন্স / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.ই / বি.টেক বা এমসিএ পাশ হতে হবে ও নিম্নলিখিত যে কোনো একটি সার্টিফিকেট থাকতে হবে — সিসকো সার্টিফায়েড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট, সিসকো সার্টিফায়েড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট (সিকিউরিটি), চেকপয়েন্ট সার্টিফায়েড সিকিউরিটি এক্সপার্ট, পালো অল্টো নেটওয়ার্ক সার্টিফায়েড নেটওয়ার্ক সিকিউরিটি ইঞ্জিনিয়ার এক্সপার্ট৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ মার্চ, ২০২৩ এর হিসেবে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা৷
পোস্ট কোড (১১) সিনিয়র ম্যানেজার (সাইবার সিকিউরিটি) (MMGS-III): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ কম্পিউটার সায়েন্স / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.ই / বি.টেক বা এমসিএ পাশ হতে হবে ও নিম্নলিখিত যে কোনো একটি সার্টিফিকেট থাকতে হবে – সিসকো সার্টিফায়েড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট, সিসকো সার্টিফায়েড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট (সিকিউরিটি), চেকপয়েন্ট সার্টিফায়েড সিকিউরিটি এক্সপার্ট, পালো অল্টো নেটওয়ার্ক সার্টিফায়েড নেটওয়ার্ক সিকিউরিটি ইঞ্জিনিয়ার এক্সপার্ট৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ মার্চ, ২০২৩ এর হিসেবে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ২, ওবিসি ১)৷ বেতনক্রম: ৬৩৮৪০ টাকা থেকে ৭৮,২৩০ টাকা৷
উল্লিখিত প্রতিটি পদে ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায় ৫ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.pnbindia.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর ৪.৫ সেমি× ৩.৫ সেমি মাপের রঙিন পাসপোর্ট ছবি (২০০× ২৩০ পিক্সেল, ২০ থেকে ৫০ কেবি সাইজের মধ্যে), সাদা কাগজে কালো কালিতে করা প্রার্থীর সই (১৪০× ৬০ পিক্সেল, ১০ থেকে ২০ কেবি সাইজের মধ্যে), সাদা কাগজে কালো/নীল কালিতে বাম হাতের বুড়ো আঙুলের ছাপ (২৪০× ২৪০ পিক্সেল/ ৩ সেমি× ৩ সেমি মাপের, ২০ থেকে ৫০ কেবি সাইজের মধ্যে) জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি ১১৮০ টাকা (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৯ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ ২ জুলাই, ২০২৩৷ পশ্চিমবঙ্গের পরীক্ষাকেন্দ্রগুলি হল- কলকাতা, দুর্গাপুর, হুগলি, বর্ধমান, শিলিগুড়ি৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: www.pnbindia.in
Official Notification: Click Here==