Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

67 NON TEACHING STAFFS IN VPCI / বল্লভভাই প্যাটেল চেস্ট ইনস্টিটিউটে ৬৭ অশিক্ষক কর্মী

Vallabhbhai Patel Chest Institute invites applications for the following posts.

Post: Section Officer, Senior Assistant, Pharmacist, Assistant, Stenographer, Junior Assistant, Driver (Ordinary Grade), Junior Engineer (Electrical), Senior Technical Assistant, Technical Assistant, Laboratory Assistant, Laboratory Attendant, Nursing Officer, Library Attendant.

Total Vacancy: 67. Section Officer: 1, Senior Assistant: 6, Pharmacist: 1, Assistant: 6, Stenographer: 10, Junior Assistant: 13, Driver (Ordinary Grade): 2, Junior Engineer (Electrical): 1, Senior Technical Assistant: 4, Technical Assistant: 8, Laboratory Assistant: 1, Laboratory Attendant: 8, Nursing Officer: 5, Library Attendant: 1.

Eligibility: post wise different.

Age Limit: post wise different.

Pay Scale: post wise different.

Last Date for Submit Application: 26th June, 2023 till 1 pm.

……………………………………….

দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বল্লভভাই প্যাটেল চেস্ট ইনস্টিটিউট সেকশন অফিসার, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট, অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, ড্রাইভার, জুনিয়র ইঞ্জিনিয়ার, সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি অ্যাটেন্ড্যান্ট, নার্সিং অফিসার, লাইব্রেরি অ্যাটেন্ড্যান্ট পদে ৬৭ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত পাঠাতে হবে ২৬ জুন, ২০২৩ দুপুর ১টার মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) সেকশন অফিসার : যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ কম্পিউটার অ্যাপ্লিকেশন / অফিস ম্যানেজমেন্ট / সেক্রেটারিয়েল প্র্যাকটিস / ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট / অ্যাকাউন্টস-এ ৬ মাসের ডিপ্লোমা / সার্টিফিকেট কোর্স পাশ হলে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ২৬ জুন, ২০২৩ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (তঃউঃজাঃ)৷ বেতনক্রম: পে লেভেল ৭ অনুযায়ী৷

(২) সিনিয়র অ্যাসিস্ট্যান্ট : যে কোনো শাখায় গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স: ২৬ জুন, ২০২৩ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ১, তঃউঃজাঃ ২, ওবিসি ১, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ২)৷ বেতনক্রম: পে লেভেল ৬ অনুযায়ী৷

(৩) ফার্মাসিস্ট: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর ফার্মাসিতে ২ বছরের ডিপ্লোমা পাশ বা ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ স্টেট ফার্মাসি কাউন্সিলের বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে৷ বয়স: ২৬ জুন, ২০২৩ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: পে লেভেল ৫ অনুযায়ী৷

(৪) অ্যাসিস্ট্যান্ট: যে কোনা শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স: ২৬ জুন, ২০২৩ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ২)৷ বেতনক্রম: পে লেভেল ৪ অনুযায়ী৷

(৫) স্টেনোগ্রাফার: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ইংরেজি / হিন্দি স্টেনোগ্রাফিতে প্রতি মিনিটে ৮০টি / ৬০টি শব্দ লেখার গতি এবং ইংরেজি / হিন্দি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩৫টি / ৩০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷ বয়স: ২৬ জুন, ২০২৩ এর হিসেবে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১০ (জেনাঃ ৪, তঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ১)৷ বেতনক্রম: পে লেভেল ৪ অনুযায়ী৷

(৬) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কম্পিউটারে ইংরেজি / হিন্দি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩৫টি / ৩০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ বয়স: ২৬ জুন, ২০২৩ এর হিসেবে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৩ (জেনাঃ ৪, তঃউঃজাঃ ২, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ৩)৷ বেতনক্রম: পে লেভেল ২ অনুযায়ী৷

(৭) ড্রাইভার (অর্ডিনারি গ্রেড): উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ অথবা গ্র্যাজুয়েট হতে হবে৷ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ও ৩ বছর ড্রাইভিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে৷ মোটর মেকানিজমের জ্ঞান থাকা আবশ্যক৷ বয়স: ২৬ জুন, ২০২৩ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: পে লেভেল ২ অনুযায়ী৷

(৮) জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল): ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ২৬ জুন, ২০২৩ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: পে লেভেল ৬ অনুযায়ী৷

(৯) সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট: সংশ্লিষ্ট শাখায় পোস্ট গ্র্যাজুয়েট বা বি.ই / বি.টেক পাশ হতে হবে অথবা সংশ্লিষ্ট শাখায় ব্যাচেলর ডিগ্রি পাশের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা সংশ্লিষ্ট শাখায় ডিপ্লোমা পাশের পর ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২৬ জুন, ২০২৩ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ১)৷ বেতনক্রম: পে লেভেল ৬ অনুযায়ী৷

(১০) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট: সংশ্লিষ্ট শাখায় পোস্ট গ্র্যাজুয়েট বা বি.ই / বি.টেক পাশ হতে হবে অথবা সংশ্লিষ্ট শাখায় ব্যাচেলর ডিগ্রি পাশের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা সংশ্লিষ্ট শাখায় ডিপ্লোমা পাশের পর ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২৬ জুন, ২০২৩ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৮ (জেনাঃ ৭, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ১)৷ বেতনক্রম: পে লেভেল ৫ অনুযায়ী৷

(১১) ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট: সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে অথবা সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ বয়স: ২৬ জুন, ২০২৩ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: পে লেভেল ৪ অনুযায়ী৷

(১২) ল্যাবরেটরি অ্যাটেন্ড্যান্ট: বিজ্ঞান বিষয় নিয়ে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ বয়স: ২৬ জুন, ২০২৩ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৮ (জেনাঃ ৪, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: পে লেভেল ১ অনুযায়ী৷

(১৩) নার্সিং অফিসার: নার্সিং বিষয়ে বি.এসসি (অনার্স) / বি.এসসি / পোস্ট বেসিক নার্সিং পাশ হতে হবে অথবা জিএনএম পাশের পর ৫০ শয্যাবিশিষ্ট কোনো হাসপাতালে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ নার্সিং কাউন্সিলে নার্স বা নার্স অ্যান্ড মিডওয়াইফ হিসেবে বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে৷ বয়স: ২৬ জুন, ২০২৩ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ১, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: পে লেভেল ৭ অনুযায়ী৷

(১৪) লাইব্রেরি অ্যাটেন্ড্যান্ট : মাধ্যমিক বা সমতুল পাশ সঙ্গে লাইব্রেরি সায়েন্স / লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে সার্টিফিকেট কোর্স পাস হতে হবে৷ কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷ বয়স: ২৬ জুন, ২০২৩ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: পে লেভেল ১ অনুযায়ী৷

উল্লিখিত সব পদের বেলায় সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে www.vpci.org.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর রঙিন পাসপোর্ট ছবি আঠা দিয়ে লাগাতে হবে৷ দরখাস্ত ফি ৫০০ টাকা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে৷ ডিমান্ড ড্রাফট হবে ‘Director, VPCI (payable at Delhi)’-এর অনুকূলে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে আনুষঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি জমা দিতে হবে৷ নথিপত্রসহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে যে কোনো কাজের দিন সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে নিজে গিয়ে বা রেজিস্টার্ড / স্পিডপোস্টের মাধ্যমে এই ঠিকানায় পাঠাতে হবে -To The Deputy Registrar, V. P. Chest Institute, University of Delhi, North Campus, Delhi – 110007৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত  ওয়েবসাইট৷

Official Website: https://www.vpci.org.in/

Official Notification:  Click Here

Share it :