Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

CSIR-NATIONAL INSTITUTE OF OCEANOGRAPHY TO HIRE 15 JUNIOR SECRETARIAT ASSISTANTS / কেন্দ্রীয় সংস্থায় জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট

Advt. No. REC-01/2021

CSIR- National Institute of Oceanography is inviting applications for recruitment to 15 posts of Junior Secretariat Assistants.

Post: Junior Secretariat Assistant (General) (Post Code: A-21101), Junior Secretariat Assistant (Finance & Accounts) (Post Code: A-21102), Junior Secretariat Assistant (Stores & Purchase) (Post Code: A-21103)

Total vacancy: 15. Junior Secretariat Assistant (General): 7 (UR-4, OBC-2, ST-1), Junior Secretariat Assistant (Finance & Accounts): 3 (UR-2, OBC-1), Junior Secretariat Assistant (Stores & Purchase): 5 (UR-3, OBC-2)

Eligibility: 12th, Proficiency in computer typing, Certificate courses in Computer Operations.

Age limit: 28 years (as on 13 September, 2021)

Pay scale:  Rs. 19,900 – Rs. 63,200

Last date of online application: 13 September, 2021 upto 5:30 pm

Last date for receipt of hard copy application:  27 September, 2021

Application fee: Rs. 100 (SC/ST/Female/PWD category candidates are exempted)

……………………………………………………………………..

কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ সংস্থা সিএসআইআর-ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশেনোগ্রাফি-তে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (জেনারেল), জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস), জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (স্টোরস / পারচেস) পদে ১৫ জন নিয়োগ করা হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১৩ সেপ্টেম্বর, ২০২১, বিকেল সাড়ে ৫টার মধ্যে৷ ১৩ সেপ্টেম্বর, ২০২১-এর হিসেবে বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি ৩ বছর, শারীরিকভাবে প্রতিবন্ধী ১০ বছর, শারীরিকভাবে প্রতিবন্ধী তপশিলি ১৫ বছর, শারীরিকভাবে প্রতিবন্ধী ওবিসি ১৩ বছর বয়সের ছাড় পাবেন৷ বেতনক্রম : ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷

পদ অনুযায়ী যোগ্যতা : (১) জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (জেনারেল) পোস্ট কোড :A-21101 : উচ্চমাধ্যমিক বা সমতুল যোগ্যতা থাকতে হবে৷ কম্পিউটারে প্রতি মিনিটে ইংরিজিতে ৩৫টি শব্দ বা হিন্দিতে ৩০টি শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে৷ কম্পিউটারে কাজ করার দক্ষতা ও কম্পিউটার অপারেশনস-এ সার্টিফিকেট কোর্স করা থাকলে ভালো হয়৷ শূন্যপদ : ৭ (জেনাঃ ৪, তঃউঃজাঃ ১, ওবিসি ২)৷

(২) জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) :A-21102 : অ্যাকাউন্টেন্সি বিষয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কম্পিউটারে প্রতি মিনিটে ইংরিজিতে ৩৫টি শব্দ বা হিন্দিতে ৩০টি শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে৷ কম্পিউটারে কাজ করার দক্ষতা ও কম্পিউটার অপারেশনস-এ সার্টিফিকেট কোর্স করা থাকলে ভালো হয়৷ শূন্যপদ : ৩ (জেনাঃ ২, ওবিসি ১)৷

(৩) জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (স্টোরস / পারচেস) :A-21103 : উচ্চমাধ্যমিক বা সমতুল যোগ্যতা থাকতে হবে৷ কম্পিউটারে প্রতি মিনিটে ইংরিজিতে ৩৫টি শব্দ বা হিন্দিতে ৩০টি শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে৷ কম্পিউটারে কাজ করার দক্ষতা ও কম্পিউটার অপারেশনস-এ সার্টিফিকেট কোর্স করা থাকলে ভালো হয়৷ শূন্যপদ : ৫ (জেনাঃ ৩, ওবিসি ২)৷

সব পদের ক্ষেত্রেই সংস্থার প্রধান কার্যালয় গোয়া বা আঞ্চলিক কার্যালয় কোচি / মুম্বাই / বিশাখাপত্তমনে পোস্টিং হবে৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.nio.org ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ একাধিক পদের জন্য আবেদন করতে হলে প্রতিটি পদের জন্য পৃথক দরখাস্ত করতে হবে৷ দরখাস্ত পূরণের সময় সাম্প্রতিককালে তোলা প্রার্থীর স্বপ্রত্যায়িত রঙিন ছবি, নূন্যতম শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে), কাস্ট সার্টিফিকেট (যদি থাকে) ও জন্ম প্রমাণপত্র স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্ত সাবমিট করার আগেই অনলাইনে দরখাস্ত ফি ১০০ টাকা জমা  দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিকভাবে প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো ফি লাগবে না৷ দরখাস্ত ফি-এর রসিদটি দরখাস্ত পূরণের সময় আপলোড করতে হবে৷ নির্দেশানুসারে ধাপে-ধাপে দরখাস্ত পূরণ করে তা সাবমিট করতে হবে৷ এরপর দরখাস্ত প্রিন্ট করে নিয়ে তাতে সই করে তার সাথে দরখাস্ত ফি-এর রসিদ এবং জন্ম প্রমাণপত্র, উচ্চমাধ্যমিকের রেজাল্ট, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে) ও অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে) স্বপ্রত্যায়িত প্রতিলিপি একত্রে একটি খামে ভরতে হবে৷ খামের উপর –“Application for the post of Junior Secretariat Assistant [GEN/F&A/S&P]”৷ লিখে ২৭ সেপ্ঢেম্বর, ২০২১-এর মধ্যে পাঠাতে হবে এই ঠিকানায় —‘The Administrative Office, CSIR-National Institute of Oceanography, Dona Paula, Goa-403004৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট দেখুন৷

Official website: www.nio.org

Click here to download the official notification :  https://skyblue-whale-177127.hostingersite.com/wp-content/uploads/2021/09/National-Institute-of-Oceanography-15-JUNIOR-SECRETARIAT-ASSISTANT.pdf

 

Share it :