Memo No. STM/DT/01/312/2021
Calcutta School of Tropical Medicine is inviting applications for 5 posts of Project Scientist, Research Assistant, Lab Technician & Multi Tasking Staff in the National Health Mission (NHM) funded research project entitled “Prevention of resurgence of Leishmaniasis during post-elimination period in erstwhile endemic pockets of West Bengal”.
Post: Project Scientist, Research Assistant, Lab Technician & Multi Tasking Staff
Total vacancy: 5 (Project Scientist:1, Research Assistant:1, Lab Technician:1 & Multi Tasking Staff:2)
Eligibility: M.Sc./PhD (relevant discipline) with research experience / B.Sc. in MLT/DLT/DMLT, 12th.
Age limit: Project Scientist: 40 years, Research Assistant & Lab Technician: 35 years & Multi Tasking Staff: 30 years
Pay scale: Project Scientist: Rs. 15000; Research Assistant: Rs. 31,000; Lab Technician: Rs. 18,000 & Multi Tasking Staff: Rs. 15,000.
Last date for receipt of the application: 31 August, 2021
…………………………………….
ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ল্যাব টেকনিশিয়ান, মাল্টি টাস্কিং স্টাফ পদে ৫ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ ‘প্রিভেনশন অফ রিসারজেন্স অফ লেসম্যানিয়াসিস ডিউরিং পোস্ট এলিমিনেশন এরিয়া ইন আরস্টহোয়াইল এনডেমিক পকেটস অফ ওয়েস্ট বেঙ্গল’ নামক প্রকল্পে ১ বছরের চুক্তিতে নিয়োগ করা হবে৷ দরখাস্ত পাঠাতে হবে ৩১ আগস্ট, ২০২১ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) মাল্টি টাস্কিং স্টাফ: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ লেশম্যানিয়াসিস বা ওই জাতীয় কোনো স্বাস্থ্য প্রকল্পে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ ২৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৫,০০০ টাকা৷
(২) ল্যাবরেটরি টেকনিশিয়ান: বি.এসসি (এমএলটি) বা ডিএলটি / ডিএমএলটি পাশ হতে হবে৷ বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৮,০০০ টাকা৷
(৩) রিসার্চ অ্যাসিস্ট্যান্ট: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জুলজি / মাইক্রোবায়োলজি / লাইফ সায়েন্স বিষয়ে প্রথম শ্রেণির মাস্টার ডিগ্রি পাশের পর ২ বছর গবেষণা করার অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩১,০০০ টাকা৷
(৪) প্রোজেক্ট সায়েন্টিস্ট: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জুলজি / মাইক্রোবায়োলজি / লাইফ সায়েন্স বিষয়ে প্রথম শ্রেণির মাস্টার ডিগ্রি পাশের পর ৪ বছর গবেষণা করার অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জুলজি / মাইক্রোবায়োলজি / লাইফ সায়েন্স বিষয়ে দ্বিতীয় শ্রেণির মাস্টার ডিগ্রি পাশের পর পিএইচ.ডি ডিগ্রি থাকতে হবে৷ বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ৬০,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে http://www.wbhealth.gov.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ প্রার্থীর একটি বৈধ ই–মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি সই করে আঠা দিয়ে লাগাতে হবে৷যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে আনুষঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি জমা দিতে হবে৷ নথিপত্র সহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে নিজে গিয়ে অথবা স্পিডপোস্ট বা ক্যুরিয়ারের মাধ্যমে এই ঠিকানায় পাঠাতে হবে —To The Director, School of Tropical Medicine, Kolkata – 108, C. R. Avenue, Kolkata – 700073৷ দরখাস্ত ই–মেলও করে দিতে পারেন এই মেল আইডি’তে stmrecruitment2021@gmail.com৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://www.wbhealth.gov.in/
Click here to download the official notification: https://skyblue-whale-177127.hostingersite.com/wp-content/uploads/2021/09/STM.pdf