Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

WESTERN COALFIELDS TO HIRE 316 APPRENTICE/ ওয়েস্টার্ন কোলফিল্ডসে ৩১৬ অ্যাপ্রেন্টিস

Advt. No. WCD/HRD/Noti./Gr.Tech.Appr/2021-22/69

Western Coalfields Limited (WCL) is inviting applications for recruitment to 316 posts of Graduate & Technician Apprentice.

Post: Graduate & Technician Apprentice

Total vacancy: 316 (Technician Apprentice: 215, Graduate Apprentice: 101 Posts)

Eligibility: Graduate Apprentice – BE/B.Tech/AMIE in Mining Engineering, Technician Apprentice – Full Time Diploma in Mining/Mining and Mine Surveying. Candidates must get registered at the National Apprentice Training Scheme Web Portal http://www.mhrdnats.gov.in.

Age limit: 18 years minimum

Stipend:  Technician Apprentice- Rs. 8000, Graduate Apprentice- Rs. 9000

Last date of online application: 21 September, 2021 (by 5 pm)

……………………………

ওয়েস্টার্ন কোলফিল্ডস লিমিটেড ৩১৬ জন গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে৷ প্রার্থীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২১ সেপ্টেম্বর, ২০২১, বিকেল ৫টার মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা : (১) গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস : যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ফুল টাইম ডিগ্রি কোর্স (বিই / বিটেক / এএমআইই) পাশ হতে হবে, সাথে  ন্যাশনাল অ্যাপ্রেন্টিস ট্রেনিং স্কিম ওয়েব পোর্টালে রেজিস্ট্রেশন করা থাকতে হবে৷ শূন্যপদ : ১০১৷

(২) টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস : যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাইনিং / মাইনিং অ্যান্ড মাইন সার্ভেয়িং বিষয়ে ফুল টাইম ডিপ্লোমা পাশ হতে হবে, সাথে ন্যাশনাল অ্যাপ্রেন্টিস ট্রেনিং স্কিম ওয়েব পোর্টালে রেজিস্ট্রেশন করা থাকতে হবে৷ শূন্যপদ : ২১৫৷

স্টাইপেন্ড : অ্যাপ্রেন্টিস ট্রেনিং হবে ১ বছরের৷ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসরা প্রতিমাসে ৯,০০০ টাকা ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসরা প্রতি মাসে ৮,০০০ টাকা স্টাইপেন্ড পাবেন৷

আবেদন করার পদ্ধতি : অনলাইনে আবেদনের জন্য প্রার্থীর নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ প্রার্থীকে প্রথমে ন্যাশনাল অ্যাপ্রেন্টশিপ ট্রেনিং স্কিম ওয়েব পোর্টালে (http://www.mhrdnats.gov.in)  গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে৷ এরপর অ্যাপ্রেন্টিস পদে আবেদনের জন্য http://www.westcrncoal.in  ওয়েবসাইটে গিয়ে নির্দেশানুসারে ওয়েব অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি : শিক্ষাগত যোগ্যতা, নথিপত্র যাচাই ও ডাক্তারী পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official website: www.westerncoal.in

Click here to download the official notification: https://skyblue-whale-177127.hostingersite.com/wp-content/uploads/2021/09/Notification-Western-Coalfields-Ltd-Graduate-Technician-Apprentice-Posts.pdf

Share it :