AGNIVEERVAYU INTAKE 02/2023
Indian Air Force invites application for the following post.
Post: Agniveer Vayu
Eligibility: Matriculation
Age limit: 21 years (born between 28 December 2002 and 28 June 2006)
Monthly Salary: Rs 30,000 – Rs. 40,000
Last Date of Online Application: Will be notified soon
……………………….
বিমানবাহিনীতে কয়েকশো অগ্নিবীরবায়ু
কেন্দ্রীয় সরকারের ‘অগ্নিপথ’ প্রকল্পের মাধ্যমে ভারতীয় বিমানবাহিনীর হসপিটালিটি ও হাউজকিপিং শাখায় অগ্নিবীরবায়ু নন-কমব্যাট্যান্ট পদে (AGNIVEERVAYU INTAKE 02/2023) কয়েকশো অবিবাহিত পুরুষ চার বছরের জন্য নিয়োগ করা হবে। দরখাস্ত গ্রহণ শুরু হবে। দরখাস্ত করার শেষ দিন পরে জানানো হবে।
যোগ্যতা: মাধ্যমিক / সমতুল পরীক্ষা পাশ হতে হবে। শারীরিক মাপজোক: উচ্চতা হতে হবে কমপক্ষে ১৫২.৫ সেমি। বুকের ছাতি কমপক্ষে ৫ সেমি প্রসারণক্ষম হতে হবে। উচ্চতা ও বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ ওজন হতে হবে। প্রতিটি চোখের দৃষ্টিশক্তি চশমা ছাড়া ৬/১২ ও চশমা-সহ ৬/৬ হতে হবে। বয়স: ২৮ ডিসেম্বর, ২০০২ থেকে ২৮ জুন, ২০০৬-এর মধ্যে জন্মতারিখ হতে হবে। নিয়োগের সময় বয়সের ঊর্ধ্বসীমা ২১ বছর ধার্য করা হয়েছে। বেতন: মাসিক বেতন হবে প্রথম বছরে ৩০,০০০ টাকা, দ্বিতীয় বছরে ৩৩,০০০ টাকা, তৃতীয় বছরে ৩৬,৫০০ টাকা, চতুর্থ বছরে ৪০,০০০ টাকা৷ মাসিক বেতনের ৭০ শতাংশ হাতে পাওয়া যাবে আর বাকি ৩০ শতাংশ কেটে নেওয়া হবে মেয়াদ শেষে প্রাপ্ত সুবিধার জন্য৷ চার বছর পরে চুক্তির মেয়াদ শেষে ঐ অর্থ এবং সমহারে সরকারি অনুদান মিলিয়ে পাওয়া যাবে ১০ লক্ষ ৪ হাজার টাকার ‘সেবা নিধি’ প্যাকেজ৷ এই প্যাকেজের সাথে সুদের টাকাও অতিরিক্ত পাওয়া যাবে।
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে https://agnipathvayu.cdac.in ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ানে৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্ত নির্দিষ্ট কেন্দ্রের ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে বা সংশ্লিষ্ট কেন্দ্রে গিয়ে সরাসরি ড্রপবক্সে জমা দিতে হবে। দরখাস্ত পাঠানো বা সরাসরি জমা করা যাবে সারা ভারতের বিভিন্ন এয়ার অফিসার কমান্ডিং কেন্দ্রে। পশ্চিমবঙ্গের কেন্দ্র অনুযায়ী ঠিকানা হল- (১) কলকাতা কেন্দ্রের ঠিকানা (হাউজকিপিং শাখা)- AIR OFFICER COMMANDING, ADV HQ EAC, FORT WILLIAM, KOLKATA, STATE – WEST BENGAL PIN – 700 021; ড্রপবক্সের স্থান- GUARD ROOM, AIR FORCE CAMP, BALLYGUNGE, IN FRONT OF DAVID HARE TRAINING COLLEGE, KOLKATA – 700019 বা DSO OFFICE, ADV HQ EAC, FORT WILLIAM, KOLKATA – 700021। (২) হাসিমারা কেন্দ্রের ঠিকানা (হসপিটালিটি শাখা)- AIR OFFICER COMMANDING, AIR FORCE STATION, HASIMARA, DIST – ALIPURDUAR, STATE – WEST BENGAL PIN – 735 215; ড্রপবক্সের স্থান- MES CHOWPATI GATE, AIR FORCE STATION, HASIMARA, DIST – ALIPURDUAR, WEST BENGAL – 735 215। (৩) কার্শিয়াং কেন্দ্রের ঠিকানা (হাউজকিপিং শাখা)- STATION COMMANDER, AIR FORCE STATION KURSEONG, NEAR BAGORA VILLAGE, PO – TUNG, DIST – DARJEELING, STATE – WEST BENGAL, PIN – 734 224; ড্রপবক্সের স্থান- MAIN GUARD ROOM, AIR FORCE STATION KURSEONG, NEAR BAGORA VILLAGE, PO – TUNG, DIST – DARJEELING, STATE – WEST BENGAL, PIN – 734 224। (৪) কলাইকুণ্ডা কেন্দ্রের ঠিকানা (হাউজকিপিং শাখা)- AIR OFFICER COMMANDING, AIR FORCE STATION KALAIKUNDA, DIST – WEST MEDINIPUR, WEST BENGAL PIN – 721 303; ড্রপবক্সের স্থান- MAIN GATE, AIR FORCE STATION KALAIKUNDA, DIST – WEST MEDINIPUR, WEST BENGAL, PIN – 721 303। (৫) ব্যারাকপুর কেন্দ্রের ঠিকানা (হসপিটালিটি শাখা)- STATION COMMANDER, AIR FORCE STATION BARRACKPORE, PALTA GATE, PO – BENGAL ENAMEL, DIST – 24 PGS (N) WEST BENGAL – 743 122; ড্রপবক্সের স্থান- VISITORS ROOM, PALTA GATE, MAIN GUARD ROOM, AIR FORCE STATION BARRACKPORE, PALTA GATE, PO – BENGAL ENAMEL, DIST – 24 PGS (N), WEST BENGAL – 743 122। (৬) বাগডোগরা কেন্দ্রের ঠিকানা (হাউজকিপিং শাখা)- AIR OFFICER COMMANDING, AIR FORCE STATION BAGDOGRA, DIST – DARJEELING, STATE – WEST BENGAL, PIN – 734 421; ড্রপবক্সের স্থান- ARJAN GATE, AIR FORCE STATION BAGDOGRA, DIST – DARJEELING, STATE – WEST BENGAL, PIN – 734 421। (৭) পানাগড় কেন্দ্রের ঠিকানা (হাউজকিপিং শাখা)- AIR OFFICER COMMANDING, AIR FORCE STATION, ARJAN SINGH PANAGARH, STATE – WEST BENGAL, PIN – 713 148; ড্রপবক্সের স্থান- MAIN GUARD ROOM, AIR FORCE STATION ARJAN SINGH, PANAGARH, STATE – WEST BENGAL, PIN – 713 148। (৮) সালুয়া কেন্দ্রের ঠিকানা (হাউজকিপিং শাখা)- STATION COMMANDER, AIR FORCE STATION SALUA, DIST – WEST MIDINIPORE, STATE – WEST BENGAL, PIN – 721 145; ড্রপবক্সের স্থান- SUB GUARD ROOM, AIR FORCE STATION SALUA, DIST – WEST MIDINIPORE, STATE – WEST BENGAL, PIN – 721 145। দেশের অন্যান্য কেন্দ্রের ঠিকানা জানতে দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
প্রার্থী বাছাই পদ্ধতি: ফেজ-I, ফেজ-II, ফেজ-III ও ফেজ-IV পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ ফেজ-I পরীক্ষায় থাকবে অনলাইন লিখিত পরীক্ষা৷ অনলাইন লিখিত পরীক্ষা হবে এইসব বিষয়ে- (ক) জেনারেল ইংলিশ- ১০ নম্বরের সিবিএসই বোর্ডের দশম শ্রেণি মানের প্রশ্ন। (খ) জেনারেল নলেজ- ১০ নম্বরের দশম শ্রেণির মানের প্রশ্ন। ফেজ-II-তে হবে শারীরিক মাপজোকের পরীক্ষা ও শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে। শারীরিক সক্ষমতার পরীক্ষা দুই ধাপে হবে। প্রথম ধাপে ৬ মিনিত ৩০ সেকেন্ডে ১.৬ কিমি দৌড়তে হবে। ৫০০০ থেকে ৯০০০ ফুট উচ্চতার কেন্দ্রে অতিরিক্ত ৩০ সেকেন্ড ও ৯০০১ থেকে ১২০০০ ফুট উচ্চতার কেন্দ্রে অতিরিক্ত ১২০ সেকেন্ড সময় দেওয়া হবে। দ্বিতীয় ধাপে ১ মিনিটে ১০ বার পুশ-আপ, ১ মিনিটে ১০ বার সিট-আপ ও ১ মিনিটে ২০ বার স্কোয়াট করতে হবে। ফেজ-III-তে হসপিটালিটি ও হাউজকিপিং শাখায় অন্তর্ভুক্তির জন্য স্ট্রিম স্যুটেবল টেস্ট অর্থাৎ প্রার্থীর উপযোগিতা যাচাইয়ের পরীক্ষা হবে। সবশেষে ফেজ-IV-এ হবে ডাক্তারি পরীক্ষা। চার বছরের মেয়াদ শেষে অগ্নিবীরবায়ু নন-কমব্যাট্যান্ট পদাধিকারীদের স্কিল সার্টিফিকেট প্রদান করা হবে এবং সর্বাধিক ২৫ শতাংশ অগ্নিবীরকে এয়ারফোর্সের রেগুলার ক্যাডারে নিযুক্ত করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://agnipathvayu.cdac.in
Official Notification: Click Here