Advertisement No. 1239-FS/O/Sectt./IT-15/2011
Department of Food & Supply, Government of West Bengal invites online application for the following post.
Post: Senior Software Developer, Database Administrator, Software Developer, Technical Support Personnel, Project Manager & Deputy project Manager.
Total vacancy: Senior Software Developer 3, Database Administrator 1, Software Developer 2, Technical Support Personnel 28, Project Manager & Deputy project Manager 1.
Eligibility: Post wise different.
Age limit: Post wise different.
Remunaration: Post wise different.
Last date of online application: 17 September, 2021
………………………………………….
রাজ্য সরকারের খাদ্য ও বন্টন বিভাগে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, সফটওয়্যার ডেভেলপার, টেকনিক্যাল সাপোর্ট পার্সোনেল, প্রোজেক্ট ম্যানেজার পদে ৩৫ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ ১২ মাসের চুক্তিতে এই নিয়োগ হবে যা পরে কাজের দক্ষতার উপর বিবেচনা করে বাড়তে পারে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৭ সেপ্টেম্বর, ২০২১ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) সিনিয়র সফটওয়্যার ডেভেলপার: আইটি / কম্পিউটার সায়েন্স বিষয়ে প্রথমশ্রেণির বি.ই / বি.টেক / আইটি বা কম্পিউটার সায়েন্সে এম.এসসি বা এমসিএ পাশ হতে হবে৷ সফটওয়্যার ডেভেলপার হিসেবে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৮ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩২,০০০ টাকা পাবেন৷
(২) ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর: আইটি / কম্পিউটার সায়েন্স বিষয়ে প্রথম শ্রেণির বি.ই / বি.টেক / আইটি বা কম্পিউটার সায়েন্সে এম.এসসি বা এমসিএ পাশ হতে হবে৷ মাইক্রোসফট টেকনোলজি / এসকিউএল / ইউনিক্স / লিনাক্সে দক্ষতা থাকলে ভালো হয়৷ সফটওয়্যার ডেভেলপার হিসেবে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৮ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩২,০০০ টাকা পাবেন৷
(৩) সফটওয়্যার ডেভেলপার: আইটি / কম্পিউটার সায়েন্স বিষয়ে প্রথম শ্রেণির বি.ই / বি.টেক / আইটি বা কম্পিউটার সায়েন্সে এম.এসসি বা এমসিএ পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট কাজে দক্ষতা থাকতে হবে৷ বয়স: ১৮ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৭,০০০ টাকা পাবেন৷
(৪) টেকনিক্যাল সাপোর্ট পার্সোনেল-আইএমপিডিএস: আইটি / কম্পিউটার সায়েন্স বিষয়ে প্রথম শ্রেণির বি.ই / বি.টেক / আইটি বা কম্পিউটার সায়েন্সে এম.এসসি বা এমসিএ পাশ হতে হবে৷ সফটওয়্যার ডেভেলপার হিসেবে ৬ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৮ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৮৷ এককালীন বেতন: প্রতি মাসে ৪০,০০০ টাকা পাবেন৷
(৫) প্রোজেক্ট ম্যানেজার-আইএমপিডিএস অ্যান্ড ডেপুটি প্রোজেক্ট ম্যানেজার-আইটি অ্যান্ড রিফর্ম সেল: আইটি / কম্পিউটার সায়েন্স বিষয়ে প্রথম শ্রেণির বি.ই / বি.টেক / আইটি বা কম্পিউটার সায়েন্সে এম.এসসি বা এমসিএ পাশ হতে হবে৷ সফটওয়্যার ডেভেলপার হিসেবে ৮ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ১,০০,০০০ টাকা পাবেন৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনেhttps://food.wb.gov.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা দরকার৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করা পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে শর্টলিস্ট করা প্রার্থীদের লাইভ কোডিং টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে বাছা হবে৷ পার্সোনালিটি টেস্টের দিন প্রার্থীদের আনুষঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি সহ মূল কপি সঙ্গে করে আনতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://food.wb.gov.in
GetDetails:
https://food.wb.gov.in/HomePage/pdf/Employment%20Notice.pdf





