Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

6160 APPRENTICES IN SBI

ADVERTISEMENT NO: CRPD/APPR/2023-24/17

State Bank of India invites online application for the following post.

Post: Apprentice.

Total vacancy:6160.

Eligibility: Graduation from a recognized University/ Institute.

Age Limit: 20 to 28 years (as on 01/09/2023).

Stipend: 15000/- per month.

Last Date of Online Application: 21st September, 2023.

……………………….

স্টেট ব্যাঙ্কে ৬১৬০ অ্যাপ্রেন্টিস

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৬১৬০ জন ‘অ্যাপ্রেন্টিস’ নিয়োগ করবে৷ প্রার্থীরা যে কোনো একটি রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলের জন্যই আবেদন করতে পারবেন৷ বয়স: ১ আগস্ট, ২০২৩ এর হিসেবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে (সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন)৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২১ সেপ্টেম্বর, ২০২৩ এর মধ্যে৷ শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ প্রার্থী যে রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য আবেদন করবেন তাকে সেই রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলের যে কোনো একটি স্থানীয় ভাষায় লিখতে, পড়তে ও বলতে জানতে হবে৷

রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল অনুযায়ী শূন্যপদ: পশ্চিমবঙ্গ: ৩২৮ (জেনাঃ ১৩৩, তঃজাঃ ৭৫, তঃউঃজাঃ ১৬, ওবিসি ৭২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১৩৩)৷ পশ্চিমবঙ্গের জেলা অনুযায়ী শূন্যপদ: উত্তর ২৪ পরগনা – ৩৯, দক্ষিণ ২৪ পরগনা- ২২, আলিপুরদুয়ার – ৪, বাঁকুড়া – ১১, বীরভূম – ১১, কলকাতা – ৪৬, কোচবিহার – ৭, দক্ষিণ দিনাজপুর – ৪, দার্জিলিং – ১০, হুগলি – ২০, হাওড়া – ১৬, জলপাইগুড়ি – ৭, ঝাড়গ্রাম – ৫, কালিম্পং – ২, মালদা – ১০, মুর্শিদাবাদ – ১৯, নদীয়া – ১৬, পশ্চিম বর্ধমান – ১৭, পশ্চিম মেদিনীপুর – ১৪, পূর্ব বর্ধমান – ২০, পূর্ব মেদিনীপুর – ১৪, পুরুলিয়া – ৮, উত্তর দিনাজপুর – ৬)৷ পশ্চিমবঙ্গের স্থানীয় ভাষা বাংলা, নেপালি৷

অন্যান্য রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলের শূন্যপদ: গুজরাত: ২৯১৷ অন্ধ্রপ্রদেশ: ৩৯০, কর্ণাটক: ১৭৫, মধ্যপ্রদেশ: ২৯৮, ছত্তিশগড়: ৯৯, ওড়িশা : ২০৫, হরিয়ানা: ১৫০, হিমাচল প্রদেশ : ২০০, জম্মু ও কাশ্মীর : ১০০, লাদাখ : ১০, পঞ্জাব: ৩৬৫, চণ্ডীগড় : ২৫, তামিলনাড়ু: ৬৪৮, পণ্ডিচেরি: ২৬, অরুণাচল প্রদেশ: ২০, অসম: ১২১, মণিপুর: ২০, মেঘালয়: ৩১, মিজোরাম: ১৭, নাগাল্যান্ড: ২১, ত্রিপুরা: ২২, তেলেঙ্গানা: ১২৫, রাজস্থান: ৯২৫, সিকিম: ১০, আন্দামান ও নিকোবর: ৮, উত্তরপ্রদেশ : ৪১২, মহারাষ্ট্র: ৪৬৬, গোয়া: ২৬, উত্তরাখণ্ড: ১২৫, বিহার: ৫০, ঝাড়খণ্ড: ২৭, কেরালা: ৪২৪৷

স্টাইপেন্ড : নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং হবে ১ বছরের৷ ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ১৫,০০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে নিম্নলিখিত যে কোনো একটি ওয়েবসাইটে প্রদত্ত লিঙ্কের মাধ্যমে https://nsdcindia.org/apprenticeship, https://apprenticeshipindia.org, http://bfsissc.com, https://bank.sbi/careers, https://www.sbi.co.in/careers৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷  দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি (২০ থেকে ৫০ কেবি সাইজ), সাদা কাগজে কালো কালিতে করা প্রার্থীর সই (১০ থেকে ২০ কেবি সাইজ), সাদা কাগজে কালো / নীল কালিতে করা প্রার্থীর বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ (২০ থেকে ৫০ কেবি সাইজ), সাদা কাগজে কালো কালিতে প্রার্থীর নিজহাতে লেখা নিম্নলিখিত বয়ানটি (৫০ থেকে ১০০ কেবি সাইজ) জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে -“I, ___ (name of the candidate), Date of Birth ___ hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I wiil present the supporting documents as and when required.The signature, photograph and left thumb impression is of mine.’৷ দরখাস্তের ফি ৩০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইটগুলি৷

Official Website: https://www.sbi.co.in/web/careers#lattest

Official Notification: Click Here 

Final Result : Click Here

Share it :