AGNIVEERVAYU INTAKE 01/2026
Indian Air Force has released a notification to recruit Agniveer Vayu.
Post: Agniveer Vayu
Eligibility:
Science Subjects- Candidates should have passed Intermediate/10+2/ Equivalent examination with Mathematics, Physics and English from an Education Board listed as COBSE member with minimum 50% marks in aggregate and 50% marks in English.
OR
Passed Three years Diploma Course in Engineering (Mechanical/ Electrical/ Electronics/ Automobile/ Computer Science/ Instrumentation Technology/ Information Technology) from a Government recognized Polytechnic institute with 50% marks in aggregate and 50% marks in English in diploma course (or in Intermediate/Matriculation, if English is not a subject in Diploma Course).
OR
Passed Two years Vocational Course with non-vocational subject viz. Physics and Maths from State Education Boards/Councils which are listed in COBSE with 50% marks in aggregate and 50% marks in English in vocational course (or in Intermediate/ Matriculation, if English is not a subject in Vocational Course).
(b) Other Than Science Subjects-
Passed Intermediate / 10+2 / Equivalent Examination in any subject approved by Central / State Education Boards listed as COBSE member with minimum 50% marks in aggregate and 50% marks in English.
OR
Passed two years vocational course from Education Boards listed as COBSE member with minimum 50% marks in aggregate and 50% marks in English in vocational course or in Intermediate/Matriculation if English is not a subject in Vocational Course.
Age limit: 21 years (born between 01 January 2005 and 01 July 2008)
Monthly Salary: Rs 30,000 – Rs. 40,000
Application Fee: Rs. 550.
Last Date of Online Application: 27/1/2025 till 11pm.
এয়ারফোর্সে কয়েকশো অগ্নিবীরবায়ু
কেন্দ্রীয় সরকারের ‘অগ্নিপথ’ প্রকল্পের মাধ্যমে ভারতীয় বিমানবাহিনীতে অগ্নিবীরবায়ু পদে (AGNIVEERVAYU INTAKE 01/2026) কয়েকশো অবিবাহিত পুরুষ ও মহিলাদের চার বছরের জন্য নিয়োগ করা হবে। অনলাইনে দরখাস্ত করতে হবে ৭ জানুয়ারি, ২০২৫ সকাল ১১টা থেকে ২৭ জানুয়ারি, ২০২৫ রাত ১১টা-র মধ্যে।
যোগ্যতা: বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে কমপক্ষে মোট ৫০ শতাংশ নম্বর-সহ ম্যাথেমেটিক্স, ফিজিক্স ও ইংরেজি (৫০ শতাংশ নম্বর) বিষয় নিয়ে ইন্টারমিডিয়েট / উচ্চমাধ্যমিক / সমতুল পরীক্ষা পাশ হতে হবে অথবা মোট ৫০ শতাংশ নম্বর-সহ মেকানিক্যাল / ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স / অটোমোবাইল / কম্পিউটার সায়েন্স / ইনস্ট্রুমেনটেশন টেকনোলজি / ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ারিং শাখায় ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে, সঙ্গে ডিপ্লোমা কোর্সের ইংরেজি বিষয়ে ৫০ শতাংশ নম্বর পেতে হবে বা ডিপ্লোমা কোর্সে ইংরেজি বিষয় না থাকলে ইন্টারমিডিয়েট / মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি বিষয়ে ৫০ শতাংশ নম্বর পেতে হবে অথবা মোট ৫০ শতাংশ নম্বর-সহ নন-ভোকেশনাল ফিজিক্স ও ম্যাথেমেটিক্স বিষয় নিয়ে ২ বছরের ভোকেশনাল কোর্স পাশ হতে হবে, সঙ্গে ভোকেশনাল কোর্সের ইংরেজি বিষয়ে ৫০ শতাংশ নম্বর পেতে হবে বা ভোকেশনাল কোর্সে ইংরেজি বিষয় না থাকলে ইন্টারমিডিয়েট / মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি বিষয়ে ৫০ শতাংশ নম্বর পেতে হবে। বিজ্ঞান বিভাগ বাদে অন্যান্য বিভাগের ক্ষেত্রে কমপক্ষে মোট ৫০ শতাংশ নম্বর-সহ যে কোনো বিষয় নিয়ে ইন্টারমিডিয়েট / উচ্চমাধ্যমিক / সমতুল পরীক্ষা পাশ হতে হবে, সঙ্গে ইংরেজি বিষয়ে ৫০ শতাংশ নম্বর পেতে হবে অথবা মোট ৫০ শতাংশ নম্বর-সহ ২ বছরের ভোকেশনাল কোর্স পাশ হতে হবে, সঙ্গে ভোকেশনাল কোর্সের ইংরেজি বিষয়ে ৫০ শতাংশ নম্বর পেতে হবে বা ভোকেশনাল কোর্সে ইংরেজি বিষয় না থাকলে ইন্টারমিডিয়েট / মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি বিষয়ে ৫০ শতাংশ নম্বর পেতে হবে।
বয়স: ১ জানুয়ারি, ২০০৫ থেকে ১ জুলাই, ২০০৮-এর মধ্যে জন্মতারিখ হতে হবে। নিয়োগের সময় বয়সের ঊর্ধ্বসীমা ২১ বছর ধার্য করা হয়েছে।
বেতন: মাসিক বেতন হবে প্রথম বছরে ৩০,০০০ টাকা, দ্বিতীয় বছরে ৩৩,০০০ টাকা, তৃতীয় বছরে ৩৬,৫০০ টাকা, চতুর্থ বছরে ৪০,০০০ টাকা৷ মাসিক বেতনের ৭০ শতাংশ হাতে পাওয়া যাবে আর বাকি ৩০ শতাংশ কেটে নেওয়া হবে মেয়াদ শেষে প্রাপ্ত সুবিধার জন্য৷ চার বছর পরে চুক্তির মেয়াদ শেষে ঐ অর্থ এবং সমহারে সরকারি অনুদান মিলিয়ে পাওয়া যাবে ১০ লক্ষ ৪ হাজার টাকার ‘সেবা নিধি’ প্যাকেজ৷ এই প্যাকেজের সাথে সুদের টাকাও অতিরিক্ত পাওয়া যাবে।
আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে https://agnipathvayu.cdac.in ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্ত ফি ৫৫০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷
Official Website: https://agnipathvayu.cdac.in
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (২৫/১২/২০২৪)।