Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

AGNIVEERVAYU IN INDIAN AIR FORCE

AGNIVEERVAYU INTAKE 02/2025

Indian Air Force invites application for the following post.

Post: Agniveer Vayu (Non-Combatant)

Eligibility: Matriculation

Age limit: 21 years

Monthly Salary: Rs 30,000 – Rs. 40,000

Last Date of Receipt of Application: 24/02/2025

বিমানবাহিনীতে কয়েকশো অগ্নিবীরবায়ু

কেন্দ্রীয় সরকারের ‘অগ্নিপথ’ প্রকল্পের মাধ্যমে ভারতীয় বিমানবাহিনীর বিভিন্ন কেন্দ্রে হসপিটালিটি ও হাউজকিপিং শাখায় অগ্নিবীরবায়ু নন-কমব্যাট্যান্ট পদে (AGNIVEERVAYU INTAKE 02/2025) কয়েকশো অবিবাহিত পুরুষ চার বছরের জন্য নিয়োগ করা হবে। দরখাস্ত পাঠাতে হবে ২৪ ফেব্রুয়ারি, ২০২৫-এর মধ্যে।

যোগ্যতা: মাধ্যমিক / সমতুল পরীক্ষা পাশ হতে হবে। 

বয়স: ৩ জুলাই, ২০০৪ থেকে ৩ জানুয়ারি, ২০০৮-এর মধ্যে জন্মতারিখ হতে হবে। নিয়োগের সময় বয়সের ঊর্ধ্বসীমা ২১ বছর ধার্য করা হয়েছে। 

বেতন: মাসিক বেতন হবে প্রথম বছরে ৩০,০০০ টাকা, দ্বিতীয় বছরে ৩৩,০০০ টাকা, তৃতীয় বছরে ৩৬,৫০০ টাকা, চতুর্থ বছরে ৪০,০০০ টাকা৷ মাসিক বেতনের ৭০ শতাংশ হাতে পাওয়া যাবে আর বাকি ৩০ শতাংশ কেটে নেওয়া হবে মেয়াদ শেষে প্রাপ্ত সুবিধার জন্য৷ চার বছর পরে চুক্তির মেয়াদ শেষে ঐ অর্থ এবং সমহারে সরকারি অনুদান মিলিয়ে পাওয়া যাবে ১০ লক্ষ ৪ হাজার টাকার ‘সেবা নিধি’ প্যাকেজ৷ এই প্যাকেজের সাথে সুদের টাকাও অতিরিক্ত পাওয়া যাবে।

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে https://agnipathvayu.cdac.in ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ানে৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্তের সঙ্গে মাধ্যমিক পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট এবং সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট মাপের ছবি (বড় হরফে প্রার্থীর নাম ও ছবি তোলার তারিখ লেখা স্লেট প্রার্থীর বুকের সামনে থাকবে) একত্রে একটি খামে ভরে নির্দিষ্ট কেন্দ্রের ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে বা সংশ্লিষ্ট কেন্দ্রে গিয়ে সরাসরি ড্রপবক্সে জমা দিতে হবে।

Official Website: https://agnipathvayu.cdac.in

Official Notification: CLICK HERE

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১২/২/২০২৫)

Share it :

Leave a Reply