Ref. no. AIC/Rect/MT & Hindi Officer – 2021-22/
Agriculture Insurance of Company of India Limited invites online applications for the following post.
Post: Management Trainee, Hindi Officer.
Total vacancy: 31. Management Trainee 30, Hindi Officer 31.
Eligibility: post wise different.
Age limit: 21 to 30 Years old (as on 01/11/2021).
Salary: post wise different.
Last Date of Online Application: 13 December, 2021till 8 pm.
…………………………………………………………………….
কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রকের অধীনস্থ সংস্থা এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনি ও হিন্দি অফিসার পদে ৩১ জন (জেনাঃ ১৪, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ২, ওবিসি ৮, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২) ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ বয়স হতে হবে ১ নভেম্বর, ২০২১ এর হিসেবে২১ থেকে ৩০ বছরের মধ্যে (জন্ম তারিখ হতে হবে ১ নভেম্বর, ১৯৯১ থেকে ৩১ অক্টোবর, ২০০০-এর মধ্যে)৷ তপশিলি জাতি, তপশিলি উপজাতি প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৩ ডিসেম্বর, ২০২১ রাত ৮টার মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা : (১) ম্যানেজমেন্ট ট্রেনি: (ক) এগ্রিকালচার সায়েন্স, গ্রুপ এ, কোড নং ০১ – কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬০% নম্বর সহ (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ৫৫% নম্বর) এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই / বি.টেক বা এগ্রিকালচার/ হর্টিকালচার বিষয়ে বি.এসসি বা এম.এসসি (এগ্রিকালচার) পাশ হতে হবে৷ (খ) ইনফরমেশন টেকনোলজি, গ্রুপ বি, কোড নং ০২ – কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬০% নম্বর সহ (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ৫৫% নম্বর) কম্পিউটার সায়েন্স / আইটি-তে বি.ই / বি.টেক বা এমসিএ পাশ হতে হবে৷ (গ) লিগ্যাল, গ্রুপ সি, কোড নং ০৩ – কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ড/ প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬০% নম্বর সহ (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ৫৫% নম্বর) আইন বিষয়ে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে৷ (ঘ) অ্যাকাউন্টস, গ্রুপ ডি, কোড নং ০৪ – কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ড/ প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬০% নম্বর সহ (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ৫৫% নম্বর) বি.কম বা এম.কম পাশ অথবা চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট বা কোম্পানি সেক্রেটারি বা কস্ট বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট বা ২ বছরের এমবিএ (ফিন্যান্স) পাশ হতে হবে৷ সব শাখার ক্ষেত্রেই প্রার্থীদের অবশ্যই কম্পিউটার জানতে হবে৷ শূন্যপদ: ৩০৷ বেতন: নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং হবে ২ বছরের৷ ট্রেনিং চলাকালীন প্রথম বছর প্রতি মাসে ৪০,০০০ টাকা ও দ্বিতীয় বছর প্রতি মাসে ৪২,০০০ টাকা বেতন পাওয়া য়াবে৷ সফলভাবে ২ বছরের ট্রেনিং শেষে প্রার্থীদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (স্কেল ১) পদে নিয়োগ করা হবে৷
(২) হিন্দি অফিসার: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬০% নম্বর সহ (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ৫৫% নম্বর) হিন্দি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ সঙ্গে গ্র্যাজুয়েশনে ইংরেজি বিষয় পড়ে থাকতে হবে অথবা কমপক্ষে ৬০% নম্বর সহ (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ৫৫% নম্বর) ইংরেজি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ সঙ্গে গ্র্যাজুয়েশনে হিন্দি বিষয় পড়ে থাকতে হবে অথবা কমপক্ষে ৬০% নম্বর সহ (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ৫৫% নম্বর) সংসৃকত বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ সঙ্গে গ্র্যাজুয়েশনে ইংরেজি ও হিন্দি বিষয় পড়ে থাকতে হবে৷ শূন্যপদ: ১৷ বেতনক্রম: ৩২,৭৯৫ টাকা থেকে ৬২,৩১৫ টাকা ও অন্যান্য ভাতা৷ নির্বাচিত প্রার্থীদের ১ বছর প্রবেশন পিরিয়ডে থাকতে হবে৷
আবেদন করার পদ্ধতি : অনলাইনে দরখাস্ত করতে হবেwww.aicofindia.com ওয়েবসাইটের মাধ্যমে৷ ওয়েবসাইটের হোম পেজে গিয়ে“CLICK HERE FOR NEW REGISTRATION”-এ ক্লিক করতে হবে৷এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা একটি ৪.৫ সেমি× ৩.৫ সেমি মাপের রঙিন পাসপোর্টছবি ২০ কেবি থেকে ৫০ কেবি (ডাইমেনসন ২০×২৩০ পিক্সেলস) ফাইল সাইজের মধ্যে, সাদা কাগজে কালো কালি দিয়ে করা সই ১০ কেবি থেকে ২০ কেবি (ডাইমেনসন ১৪×৬০ পিক্সেলস) ফাইল সাইজের মধ্যে, সাদা কাগজে কালো বা নীল কালিতে বাম হাতের বুড়ো আঙুলের ছাপ ২০ কেবি থেকে ৫০ কেবি (ডাইমেনসন ২৪০× ২৪০ পিক্সেলস) ফাইল সাইজের মধ্যে ও সাদা কাগজে কালো কালি দিয়ে“I, ………………………. (Name of the candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required.” বয়ানটি নিজ হাতে লিখে ৫০ থেকে ১০০ কেবি(ডাইমেনসন ৮০×৪০০ পিক্সেলস) ফাইল সাইজের মধ্যে জেপিজি / জেপিইজি ফর্ম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ অললাইনে দরখাস্ত ফি জিএসটি-সহ ১০০০ টাকা (তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ২০০ টাকা) জমা করতে হবে৷ নির্দেশ অনুসারে দরখাস্ত পূরণ করে তা সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম ও ই-রিসিপ্ঢ ১ কপি প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি : প্রার্থী বাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ লিখিত পরীক্ষা হবে আড়াই ঘণ্টা সময় সীমার ১৫০ নম্বরের৷ ম্যানেজমেন্ট ট্রেনি পদের জন্য অবজেক্টিভ টাইপ প্রশ্ন হবে এই সব বিষয়ে – টেস্ট অফ রিজনিং (২৫টি প্রশ্ন, ২৫ নম্বর), টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ (২০টি প্রশ্ন, ২০ নম্বর), টেস্ট অফ জেনারেল অ্যাওয়ারনেস (২০ টি প্রশ্ন, ২০ নম্বর), টেস্ট অফ কোয়ান্টিটেটিভ অ্যাপ্ঢিটিউড অ্যান্ড কম্পিউটার লিটারেসি (২৫ টি প্রশ্ন, ২৫ নম্বর), প্রফেশনাল নলেজ ইন দ্য রেলিভ্যান্ট ডিসাইপ্লিন (৩৫ টি প্রশ্ন, ৩৫ নম্বর) ও ডেসক্রিপটিভ পেপারে থাকবে ডেসক্রিপটিভ ইংলিশ – এসে, প্রেসি, কম্প্রিহেনসন (৩ টি প্রশ্ন, ২৫ নম্বর)৷ হিন্দি অফিসার পদের জন্য অবজেক্টিভ টাইপ প্রশ্নহবে এই সব বিষয়ে- টেস্ট অফ রিজনিং (২০টি প্রশ্ন, ২০ নম্বর), টেস্ট অফ জেনারেল অ্যাওয়ারনেস (২০টি প্রশ্ন, ২০ নম্বর), টেস্ট অফ ট্রান্সলেশন – ইংলিশ টু হিন্দি অ্যান্ড হিন্দি টু ইংলিশ (২০ টি প্রশ্ন, ২০ নম্বর), টেস্ট অফ হিন্দি অ্যান্ড ইংলিশ গ্রামার, ভোকাবুলারি ও অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ ইমপ্লিমেন্টেশন সংক্রান্ত অ্যাক্ট ও রুলস বিষয়ের জ্ঞান (৪০ টি প্রশ্ন, ৪০ নম্বর) ও ডেসক্রিপটিভ পেপারে থাকবে হিন্দি ল্যাঙগুয়েজ – এসে, প্রেসি, কম্প্রিহেনসন, হিন্দি ও ইংরেজি গ্রামার, ইংরেজি থেকে হিন্দি ও হিন্দি থেকে ইংরেজিতে অনুবাদ (৫ টি প্রশ্ন, ৫০ নম্বর)৷ লিখিত পরীক্ষা হবে ২০২২ সালের জানুয়ারি৷ এই পরীক্ষায় সফল হলে ইন্টারভিউ দিতে হবে৷ ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং থাকবে৷ প্রতিটি ভুল উত্তরের জন্য অতিরিক্ত ০.২৫ নম্বর কাটা যাবে৷ পরীক্ষা হবে ভারতের বিভিন্ন শহরে৷ পশ্চিমবঙ্গের প্রিলিমিনারি পরীক্ষা কেন্দ্রগুলি হল- আসানসোল, কলকাতা / বৃহত্তর কলকাতা, শিলিগুড়ি৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://www.aicofindia.com/AICHindi/Pages/default.aspx
Get details: https://www.aicofindia.com/AICEng/General_Documents/Advertisements/Advertisement_Eng.pdf