No. AIIMS/NGP/Rect./Tutor/2022/01
AIIMS, Nagpur invites application for recruitment to the following post.
Post: Tutor / Clinical Instructor, College of Nursing
Total Vacancy: 17 (UR: 9, SC: 2, ST: 1, OBC:4, EWS:1)
Eligibility: B.Sc. Nursing Degree or Registered Nurse and Midwife with Sister Tutors Diploma, 3 years’ experience.
Age limit: 35 years
Pay scale: Rs. 56,100 – Rs. 1,77,500
Last Date of Receipt of Online Application: 7th February, 2022 upto 5pm.
……………………………………………………………………………………………………
কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস, নাগপুর টিউটর / ক্লিনিক্যাল ইন্সট্রাক্টর, কলেজ অফ নার্সিং পদে ১৭ জন নিয়োগ করবে৷ বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৬ ফেব্রুয়ারি, ২০২২ বিকেল ৫টার মধ্যে৷
যোগ্যতা: বিএসসি নার্সিং ডিগ্রি পাশ হতে হবে বা সিস্টার টিউটরস ডিপ্লোমা পাশ সহ রেজিস্টার্ড নার্স ও মিডওয়াইফ হতে হবে৷ কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ১৭ (জেনা: ৯, ত:জা: ২, ত:উ:জা: ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা পর্যন্ত৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে https://aiimsnagpur.edu.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্টআউট নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যর জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://aiimsnagpur.edu.in
Get Details: Click Here