Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

AIRFORCE SCHOOL KANPUR REQUIRED 14 TEACHERS AND STAFFS

Offline applications are invited from eligible candidates for the following posts.

Post: PGT, TGT, NTT, Clerk, Helpers, Watchman.

Total vacancy: 14.

Eligibility: post wise different.

Age: post wise different.

Last Date for Submit Application: 20th January, 2025.

……………………………………..

এয়ারফোর্স স্কুল কানপুরে শিক্ষক অশিক্ষক কর্মী

এয়ারফোর্স স্কুল কানপুর পিজিটি ইকোনমিক্স, পিজিটি ফিজিক্যাল এডুকেশন, পিজিটি কম্পিউটার, টিজিটি ম্যাথস, টিজিটি সংস্কৃত, টিজিটি কম্পিউটার, এনটিটি, ক্লার্ক, হেল্পারস, ওয়াচম্যান পদে ১৪ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ দরখাস্ত পাঠাতে হবে ২০ জানুয়ারি, ২০২৫ এর মধ্যে৷

যোগ্যতা: কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ ও বি.এড পাশ হতে হবে৷ অথবা এমসিএ / এম.এসসি (কম্পিউটার সায়েন্স) পাশ অথবা কম্পিউটার সায়েন্স বিষয়ে বি.ই / বি.টেক / বি.এসসি বা বিসিএ পাশ অথবা ডোয়েক থেকে ‘এ’ লেভেল পাশ ও যেকোনো বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট অথবা ডোয়েক থেকে ‘বি’ / ‘সি’ লেভেল পাশ  হতে হবে৷ বি.এড পাশ বাধ্যতামূলক নয়৷ ইংরেজি ভাষায় সাবলীল হওয়া আবশ্যক৷ অথবা কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েট বা মাস্টার ডিগ্রি পাশ হতে হবে এবং বি.এড পাশ হতে হবে৷ অথবা পিজিডিসিএ / এমসিএ / বিই পাশ হতে হবে৷ বি.এড পাশ বাধ্যতামূলক নয়৷ ইংরেজি ভাষায় সাবলীল হওয়া আবশ্যক৷ অথবা উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ নার্সারি টিচার্স ট্রেনিং এর ডিপ্লোমা বা নার্সারি / মন্টেসরি / প্রি-প্রাইমারি টিচার্স ট্রেনিং এ ডিপ্লোমা বা এলিমেন্টারি এডুকেশনে ডিপ্লোমা পাশ হতে হবে৷ ইংরেজি ভাষায় সাবলীল হওয়া আবশ্যক৷ অথবা গ্র্যাজুয়েট হতে হবে৷ ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৪০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ অথবা কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই৷ সংশ্লিষ্ট ট্রেডে কাজের দক্ষতা দেখে প্রার্থী বাছাই করা হবে (পদ অনুযায়ী বিভিন্ন)৷

বয়স: পদ অনুযায়ী বিভিন্ন৷ বেতনক্রম: পদ অনুযায়ী বিভিন্ন৷

আবেদন : দরখাস্ত করতে হবে www.afschoolkanpurcantt.com ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ নথিপত্রসহ দরখাস্ত অপর একটি মুখবন্ধ করা খামে ভরে স্পিড পোস্টোর মাধ্যমে এই ঠিকানায় পাঠাতে হবে -To The Principal, Air Force School, Kanpur Cantt, Nathu Singh Road, Kanpur Cantt, Pin – 208004৷ অতিরিক্ত  তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: https://afschoolkanpurcantt.com/

Official Notification: CLICK HERE

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১৫/১/২০২৫)

Share it :

Leave a Reply