ADVERTISEMENT No. 05/2020
Airports Authority of India (AAI), a Government of India Public Sector Enterprise, constituted by an Act of Parliament invites applications from eligible candidates to apply online for some vacant posts.
Post : Manager (Fire Services), Manager (Technical) , Junior Executive (Air Traffic Control), Junior Executive (Airport Operations), Junior Executive (Technical).
Eligibility : (i) Manager (Fire Services)(Post Code :1) : B.E / B. Tech Degree in Fire Engg./ Mechanical Engg./ Automobile Engg. Experience : 5 years’ work experience in executive cadre in the field of Fire Services.
(ii) Manager (Technical) (Post Code :2) : B.E / B. Tech Degree in Mechanical or Automobile. . Experience : 5 years’ work experience in executive cadre in the field of Government Procurement Procedures for Goods, Services, Equipment and Vehicles etc.
(iii) Junior Executive (Air Traffic Control)(Post Code :3) : Bachelor’s Degree of Three Years in Science (B. Sc.) with Physics and Mathematics OR Bachelor’s Degree in Engineering in any discipline (Physics and Mathematics should be subjects in any one of the semester curriculum).
(iv)Junior Executive (Airport Operations)(Post Code :4) : Graduate in Science and MBA of 2 years duration. OR Bachelor’s degree in Engineering.
(v) Junior Executive (Technical)(Post Code :5) : B.E / B. Tech Degree in Mechanical or Automobile.
Age (As on 30/11/2020) : (i)Manager: Maximum age 32 years .
(ii) Junior Executive: Maximum age 27 years.
Total Vacancy: 368 . (i) Manager (Fire Services)(Post Code :1) : 11 (UR-6, SC-1, OBC NCL-3, EWS- 1).
(ii) Manager (Technical) (Post Code :2) : 2 (Unreserved).
(iii) Junior Executive (Air Traffic Control)(Post Code :3) : 264 (UR-107, SC-40, ST-19, OBC NCL-72, EWS- 26).
(iv)Junior Executive (Airport Operations)(Post Code :4) : 83 (UR-35, SC-14, ST-5, OBC NCL-21, EWS-8).
(v) Junior Executive (Technical)(Post Code :5) : 8 (UR-5, SC-1, OBC NCL-2).
Salary : (i)Manager (E-3) :- Rs.60000-3%-180000
(ii) Junior Executive (E-1) :- Rs.40000-3%-140000
Online application closing date : 14 January 2021
Website : https://www.aai.aero/
…………………………………………………………………………………………………………….
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় ‘জুনিয়র এক্সিকিউটিভ’ ও ‘ম্যানেজার’ পদে ৩৬৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১৪ জানুয়ারি, ২০২১ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) জুনিয়র এক্সিকিউটিভ (এয়ার ট্রাফিক কন্ট্রোল): ফিজিক্স ও ম্যাথমেটিক্স নিয়ে বি.এসসি পাশ অথবা ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সেমিস্টারে ফিজিক্স ও ম্যাথমেটিক্স বিষয় অবশ্যই থাকতে হবে৷ বয়স: ৩০ নভেম্বর, ২০২০ এর হিসেবে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৬৪ (জেনাঃ ১০৭, তঃজাঃ ৪০, তঃউঃজাঃ ১৯, ওবিসি-এনসিএল ৭২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২৬)৷ বেতনক্রম: ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা৷
(২) জুনিয়র এক্সিকিউটিভ (এয়ারপোর্ট অপারেশন): বি.এসসি ও এমবিএ পাশ অথবা ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ বয়স: ৩০ নভেম্বর, ২০২০ এর হিসেবে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৮৩ (জেনাঃ ৩৫, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ১৪, ওবিসি-এনসিএল ২১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৮)৷ বেতনক্রম: ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা৷
(৩) জুনিয়র এক্সিকিউটিভ (টেকনিক্যাল): মেকানিক্যাল / অটোমোবাইল শাখায় বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ বয়স: ৩০ নভেম্বর, ২০২০ এর হিসেবে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৮ (জেনাঃ ৫, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ২)৷ বেতনক্রম: ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা৷
(৪) ম্যানেজার (ফায়ার সার্ভিস): ফায়ার ইঞ্জিনিয়ারিং / মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং / অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে এক্সিকিউটিভ ক্যাডারে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩০ নভেম্বর, ২০২০ এর হিসেবে ৩২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১১ (জেনাঃ ৬, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৬০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা৷
(৫) ম্যানেজার (টেকনিক্যাল): মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং / অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে এক্সিকিউটিভ ক্যাডারে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩০ নভেম্বর, ২০২০ এর হিসেবে ৩২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৬০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা৷
সব পদের বেলায় ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইে www.aai.aero ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি (২০ থেকে ৫০ কেবি সাইজ) ও সাদা কাগজে কালো কালিতে করা প্রার্থীর সই (১০ থেকে ২০ কেবি সাইজ) স্ক্যান করে আপলোড করতে হবে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ প্রার্থী বাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ / নথিপত্র যাচাইয়ের মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লিখিত ওয়েবসাইট দেখুন৷
Click Here To Download The Official Notification : Get Details