Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

All India Institute of Medical Sciences, Bhopal – 727 / কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকে ৭২৭ গ্রুপ-বি ও গ্রুপ-সি কর্মী

VACANCY ADVERTISEMENT NO. 38

Applications are invited for recruitment/empanelment of following manpower purely on contract basis for deployment in Office of All India Institute of Medical Sciences, Bhopal.

Post : (i) NON-FACULTY GROUP ‘C’ POSTS: Sanitary Inspector Grade II, Manifold Technician (Gas Steward), Cashier, Electrician, Stenographer, Assistant Laundry Supervisor, Security Cum Fire Jamadar, Modellar (Artist), Jr Scale Steno (Hindi), Junior Warden House Keepers), Operator (E&Ml /Lift Operator), Plumber, Wireman, Upper Division Clerk , Social worker, Gas/Pump Mechanic , Library Attendant Grade II, Store Keeper-cum-Clerk , Lower Division Clerk, Dissection Hall Attendant , Mechanic (Air Conditioning & Refrigeration), Mechanic {E&M), Lineman (Electrical), Manifold Room Attendant, Driver (Ordinary Grade), Tailor Grade III, Data Entry Operator Grade A equivalent, Office/Stores Attendant (Multi-Tasking), Hospital Attendant Grade III (Nursing Orderly).

(ii) NON-FACULTY GROUP ‘B’ POSTS: Public health Nurse, Ass. Admin. Officer, Asstt. Engineer (A/C & R), Assistant Engineer Civil, Asstt. Store Officer, Dietician, Legal Assistant , Librarian Gr.1 (Document list), Manager/Supervisor/Gas Officer, Medical Social Service officer Gr.1 , Medico Social Worker , PACS Administrator, Private Secretary (PS), Technical Officer (Technical Supervisor), Transport Supervisor , Warden (Hostel Warden), Assistant Security Officer. , Audiologist, Junior Reception Officer, Junior Accounts Officer (Accountant), Junior Hindi Translator, Laundry Manager , Librarian Gr. III, Medical Record Officer, Multi Rehabilitation Worker(Physiotherapist), Occupational Therapist , Office Assistant (NS), Office Superintendent , Personal Assistant (PA) , Psychiatric social worker, Radiographic Technician Grade-I, Store Keeper , Speech Pathologist , Technical Assistant/ Technician

Online application closing date : 26 December 2020.

Website : https://www.becil.com/

 ……………………………………………………………………………………………………………

কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ সংস্থা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড ভোপালের এইমসে  গ্রুপ-‘সি’ হিসেবে স্যানিটারি ইন্সপেক্টর, ম্যানিফোল্ড টেকনিশিয়ান, ক্যাশিয়ার, ইলেক্ট্রিশিয়ান, স্টেনোগ্রাফার, অ্যাসিস্ট্যান্ট লন্ড্রি সুপারভাইজর, সিকিউরিটি কাম ফায়ার জমাদার, মডেলার, জুনিয়র স্কেল স্টেনো, জুনিয়র ওয়ার্ডেন, অপারেটর, প্লাম্বার, ওয়্যারম্যান, আপার ডিভিশন ক্লার্ক, সোশ্যাল ওয়ার্কার,গ্যাস / পাম্প মেকানিক, লাইব্রেরি অ্যাটেন্ঢ্যান্ট গ্রেড টু,  স্টোর কিপার কাম ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, ডিসেকশন হল অ্যাটেন্ঢ্যান্ট, মেকানিক (এসি অ্যান্ড রেফ্রিজারেশন), মেকানিক (ই অ্যান্ড এম), লাইনম্যান (ইলেক্ট্রিক্যাল), ম্যানিফোল্ড রুম অ্যাটেন্ড্যান্ট, ড্রাইভার (অর্ডিনারি গ্রেড), টেইলর গ্রেড থ্রি, ডেটা এন্ট্রি অপারেটর, অফিস স্টোর অ্যাটেন্ড্যান্ড, হসপিটাল অ্যাটেন্ড্যান্ড গ্রেড থ্রি (নার্সিং অর্ডার্লি), গ্রুপ-‘বি’ হিসেবে পাবলিক হেলথ নার্স, অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিন অফিসার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট স্টোর অফিসার, ডায়াটেশিয়ান, লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি গ্রেড ওয়ান, ম্যানেজার/ সুপারভাইজর / গ্যাস অফিসার, মেডিক্যাল সোশ্যাল সার্ভিস অফিসার গ্রেড ওয়ান, মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কার, প্যাকস অ্যাডমিনিস্ট্রেটর, প্রাইভেট সেক্রেটারি, টেকনিক্যাল অফিসার, ট্রান্সপোর্ট সুপারভাইজর, ওয়ার্ডেন, অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার, অডিয়োজডিস্ট, জুনিয়র রিসেপশন অফিসার, জুনিয়র অ্যাকাউন্টস অফিসার, লাইব্রেরিয়ান গ্রেড থ্রি, মেডিক্যাল রেকর্ড অফিসার, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, অক্যুপেশনাল থেরাপিস্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট, অফিস সুপারিনটেন্ডেন্ট, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার, রেডিয়োগ্রাফিক টেকনিশিয়ান গ্রেড ওয়ান, স্টোর কিপার, স্পিচ প্যাথোলজিস্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট / টেকনিশিয়ান পদে ৭২৭ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২৬ ডিসেম্বর, ২০২০ এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা:(ক) গ্রুপ-সি পোস্ট: (১) হসপিটাল অ্যাটেন্ড্যান্ট গ্রেড থ্রি (নার্সিং অর্ডার্লি): মাধ্যমিক বা সমতুল পাশ৷ হসপিটাল সার্ভিসে সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১০৬ (জেনাঃ ৪৬, তঃজাঃ ১৫, তঃউঃজাঃ ৭, ওবিসি ২৮, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১০)৷ বেতনক্রম: ১৮,০০০ টাকা৷

(২) স্টোর কিপার কাম ক্লার্ক : গ্র্যাজুয়েট ও সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷  মেটিরিয়াল ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা থাকলে ভালো হয়৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৮৫ (জেনাঃ ৩৭, তঃজাঃ ১২, তঃউঃজাঃ ৬, ওবিসি ২২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৮)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা৷

(৩) অফিস / স্টোর অ্যাটেন্ড্যান্ট (মাল্টি টাস্কিং): মাধ্যমিক বা আইটিআই পাশ৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪০ (জেনাঃ ১৯, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ৩, ওবিসি ১০, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷ বেতনক্রম: ১৮,০০০ টাকা৷

(৪) লোয়ার ডিভিশন ক্লার্ক : উচ্চমাধ্যমিক পাশ হতে হবে অথবা মাধ্যমিক পাশের পর কোনো সরকারি সংস্থায ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩৫ টি শব্দ বা হিন্দি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০ টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩৭ (জেনাঃ ১৮, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ২, ওবিসি ৯, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা৷

(৫) স্টেনোগ্রাফার: উচ্চমাধ্যমিক পাশ হতে হবে অথবা মাধ্যমিক পাশের পর স্টেনোগ্রাফার হিসেবে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ স্কিল টেস্টে প্রতি মিনিটে ৮০টি শব্দ লোখার গতিতে ১০ মিনিটের ডিকটেশন নিতে হবে ও কম্পিউটারে সেই ম্যাটার ইংরেজিতে ৫০ মিনিটের মধ্যে বা হিন্দিতে ৬৫ মিনিটের মধ্যে ট্রান্সক্রিপ্ঢ করতে হবে৷ বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩৪ (জেনাঃ ১৬, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ওবিসি ৯, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা৷

(৬) ওয়্যারম্যান: সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ ইলেক্ট্রিক্যাল ওয়ার্কম্যান পারমিট / ওয়ার্কম্যানস কম্পিটেন্সি সার্টিফিকেট / লাইন্সম্যান সার্টিফিকেট থাকতে হবে ও ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২০ (জেনাঃ ১০, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা৷

(৭) স্যানিটারি ইন্সপেক্টর গ্রেড টু: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর ১ বছরের হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স পাশ হতে হবে৷ কমপক্ষে ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৮ (জেনাঃ ১০, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ২৯,২০০ টাকা৷

(৮) ম্যানিফোল্ড টেকনিশিয়ান (গ্যাস স্টুয়ার্ড): বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর ২০০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে মেডিক্যাল গ্যাস পাইপ লাইন সিস্টেমের কাজে ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ট্রেড সার্টিফিকেট বা আইটিআই ডিপ্লোমা পাশ করার পর ২০০ শয্যাবিশিষ্ট  হাসপাতালে মেডিক্যাল গ্যাস পাইপ লাইন সিস্টেমের কাজে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৮ (জেনাঃ ৫, তঃজাঃ ১, ওবিসি২)৷ বেতনক্রম: ২৯,২০০ টাকা৷

(৯) ক্যাশিয়ার: বি.কম পাশ হতে হবে৷ কোনো সরকারি সংস্থায় অ্যাকাউন্টসের কাজে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ও কম্পিউটার জানতে হবে৷ বয়স: ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৩ (জেনাঃ ৮, তঃজাঃ ১, ওবিসি৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা৷

(১০) ইলেক্ট্রিশিয়ান: মাধ্যমিক বা সমতুল পাশের পর ইলেক্ট্রিশিয়ান ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ ইলেক্ট্রিক্যাল সুপারভাইজরির কম্পিটেন্সি সার্টিফিকেট ও ৫ বছর হাতে কলমে কাজের অভজ্ঞতা থাকতে হবে৷  বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ৫, ওবিসি ১)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা৷

(১১) অ্যাসিস্ট্যান্ট লন্ড্রি সুপারভাইজর: উচ্চমাধ্যমিক পাশ হতে হবে৷ ড্রাই ক্লিনিং / লন্ড্রি টেকনোলজিতে ডিপ্লোমা / সার্টিফিকেট পাশ হতে হবে৷ কোনো মেকানাইজড লন্ড্রিতে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ৩, ওবিসি ১)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা৷

(১২) সিকিউরিটি কাম ফায়ার জমাদার: উচ্চমাধ্যমিক পাশ হতে হবে (প্রাক্তন সমরকর্মী প্রার্থীরা মাধ্যমিক পাশ হলেই দরখাস্ত করতে পারবেন)৷ শারীরিক মাপজোক: উচ্চতা হতে হবে কমপক্ষে ১৬৭ সেমি (পার্বত্য অঞ্চলের প্রার্থীদের বেলায় ১৬২ সেমি), বুকের ছাতি ৮০ সেমি (পার্বত্য অঞ্চলের প্রার্থীদের বেলায় ৭৬ সেমি) যা ৫ সেমি পর্যন্ত প্রসারনক্ষম হতে হবে৷ দৃষ্টিশক্তি উভয় চোখে চশমা ছাড়া ৬/১২৷ বর্ণান্ধতা থাকলে আবেদন করা যাবে না৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা৷

(১৩) মডেলার (আর্টিস্ট): ফাইন আর্টস / কমার্শিয়াল আর্টস / মডেলিংয়ে ডিপ্লোমা / সার্টিফিকেট পাশ হতে হবে সঙ্গে ইলাস্ট্রেশন ও মডেলিংয়ের কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা মাধ্যমিক পাশের পর মেডিক্যাল কলেজের সংশ্লিষ্ট বিভাগে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২১ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৪ (জেনাঃ ৮, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ২৯,২০০ টাকা৷

(১৪) জুনিয়র স্কেল স্টেনো (হিন্দি): উচ্চমাধ্যমিক পাশ হতে হবে৷ হিন্দি শর্টহ্যান্ডে প্রতি মিনিটে ৬৪টি শব্দ লেখার গতি ও প্রতি মিনিটে ১১টি শব্দ ট্রান্সক্রিপ্ঢ করার গতি থাকতে হবে৷ বয়স: ২১ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা৷

(১৫) জুনিয়র ওয়ার্ডেন (হাউজ কিপার): গ্র্যাজুয়েট হতে হবে ও সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১০ (জেনাঃ ৬, তঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা৷

(১৬) অপারেটর (ইএন্ডএমআই/লিফট অপারেটর): মাধ্যমিক পাশের পর সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১২ (জেনাঃ ৭, তঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা৷

(১৭) প্লাম্বার: সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ  ও ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৫ (জেনাঃ ৮, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা৷

(১৮) আপার ডিভিশন ক্লার্ক: গ্র্যাজুয়েট ও কম্পিউটার জানতে হবে৷ বয়স: ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ৫, ওবিসি ১)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা৷

(১৯) সোশ্যাল ওয়ার্কার: উচ্চমাধ্যমিক পাশ ও সংশ্লিষ্ট কাজে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা৷

(২০) গ্যাস / পাম্প মেকানিক: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর ২০০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে মেডিক্যাল গ্যাস পাইপ লাইন সিস্টেমের কাজে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ট্রেড সার্টিফিকেট বা আইটিআই ডিপ্লোমা পাশ করার পর ২০০ শয্যাবিশিষ্ট  হাসপাতালে মেডিক্যাল গ্যাস পাইপ লাইন সিস্টেমের কাজে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা৷

(২১) লাইব্রেরি অ্যাটেন্ড্যান্ট গ্রেড টু: উচ্মাধ্যমিক বা সমতুল পাশ৷ লাইব্রেরির কাজে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা লাইব্রেরি সায়েন্স / লাইব্রেরিয়ানশিপে সার্টিফিকেট পাশ হতে হবে৷ টাইপ জানা থাকলে ভালো হয়৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২১,৭০০ টাকা৷

(২২) ডিসেকশন হল অ্যাটেন্ড্যান্ট : উচ্চমাধ্যমিক পাশের পর সংশ্লিষ্ট কাজে ১ বছর অথবা মাধ্যমিক পাশের পর সংশ্লিষ্ট কাজে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৮ (জেনাঃ ৫, তঃজাঃ ১, ওবিসি ২)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা৷

(২৩) মেকানিক (এসি অ্যান্ড রেফ্রিজারেশন) : মাধ্যমিক পাশ হতে হবে৷ রেফ্রিজারেশন মেকানিকের ১২ মাসের কোর্স করে থাকতে হবে ও ১ বছরের এসি অ্যান্ড রেফ্রিজারেশন অ্যাপ্রেন্টিসশিপ করে থাকতে হবে অথবা ২ বছরের এসি অ্যান্ড রেফ্রিজারেশন অ্যাপ্রেন্টিসশিপ করে থাকতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷  বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ৫, ওবিসি ১)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা৷

(২৪) মেকানিক (ই অ্যান্ড এম) : সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ ৩ বছর হাতে কলমে কাজ করার অভিজ্ঞতা থাকা আবশ্যক৷  বয়স: ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ৩, ওবিসি ১)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা৷

(২৫) লাইনম্যান (ইলেক্ট্রিক্যাল) : মাধ্যমিক পাশ হতে হবে৷ ২ বছর হাতে কলমে কাজ করার অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা৷

(২৬) ম্যানিফোল্ড রুম অ্যাটেন্ড্যান্ট : বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে মেডিক্যাল গ্যাস পাইপ লাইন সিস্টেমের কাজে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা৷

(২৭) ড্রাইভার (অর্ডিনারি গ্রেড): ভারি যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷ মোটর মেকানিজমে জ্ঞান থাকতে হবে ও ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অষ্টম শ্রেণি পাশ ও হোম গার্ড / সিভিল ভলান্টিয়ার হিসেবে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৬ (জেনাঃ ৮, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১,ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা৷

(২৮) টেইলর গ্রেড থ্রি: মাধ্যমিক বা সমতুল পাশের পর সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৮,০০০ টাকা৷

(২৯) ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ৷ ডেটা এন্ট্রি কাজে প্রতি ঘণ্টায় ৮০০০ কি ডিপ্রেসনের গতি থাকতে হবে৷ বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা৷

(খ) গ্রুপ-বি পোস্ট: (১) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট / টেকনিশিয়ান : মেডিক্যাল ল্যাব টেকনোলজি বিষয়ে বি.এসসি বা সমতুল পাশ সঙ্গে সমতুল ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে / মেডিক্যাল ল্যাব টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা সঙ্গে ৮ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অ্যানিস্থিসিয়া / অপারেশন থিয়েটারে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের ওটি টেকনিক্স বিষয়ে বি.এসসি বা সমতুল পাশ সঙ্গে সমতুল ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশের পর ওটি টেকনিক বিষয়ে ডিপ্লোমা সঙ্গে সমতুল ক্ষেত্রে ৮ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৮১ (জেনাঃ ৩৫, তঃজাঃ ১২, তঃউঃজাঃ ৬, ওবিসি ২১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৭)৷ বেতনক্রম : ৩৫,৪০০ টাকা৷

(২) অফিস অ্যাসিস্ট্যান্ট (এনএস) : গ্র্যাজুয়েট হতে হবে৷ বয়স : ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৫৮ (জেনাঃ ২৬, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ৪, ওবিসি ১৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৫)৷ বেতনক্রম : ৩৫,৪০০ টাকা৷

(৩) স্টোর কিপার : গ্র্যাজুয়েট  সঙ্গে মেটেরিয়াল ম্যানেজমেন্ট  বিষয়ে পোস্টগ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে অথবা মেটেরিয়াল ম্যানেজমেন্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রি সঙ্গে স্টোর দেখাশোনার ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১৪ (জেনাঃ ৮, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম : ৩৫,৪০০ টাকা৷

(৪) পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট (পিএ) : গ্র্যাজুয়েট হতে হবে৷ প্রতি মিনিটে ১০০টি শব্দ লেখার গতিতে ১০ মিনিটে ডিকটেশন নিতে হবে ও কম্পিউটারে ওই ম্যাটার ইংরেজিতে ৪০ মিনিট বা, হিন্দিতে ৫৫ মিনিটের মধ্যে ট্রান্সক্রিপ্ঢ করতে হবে৷ সেক্রিটারিয়াল প্র্যাক্টিস বিষয়ে ডিপ্লোমা / সার্টিফিকেট এবং ইরেজি ও হিন্দি ভাষার উপর দক্ষতা থাকলে ভালো হয়৷ বয়স : ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১৩ (জেনাঃ ৮, তঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম : ৩৫,৪০০ টাকা৷

(৫) পাবলিক হেলথ নার্স: বি.এসসি অনার্স গ্র্যাজুয়েট ও ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২১ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৪৭,৬০০ টাকা৷

(৬) অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিন অফিসার: গ্র্যাজুয়েট হতে হবে৷ এমবিএ / পিজি ডিপ্লোমা থাকলে ভালো হয়৷ বয়স: ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ৩, ওবিসি ১)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা৷

(৭) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (এসি অ্যান্ড আর): মেকানিক্যাল / ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট হতে হবে ও ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (জেনাঃ ৩, ওবিসি ১)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা৷

(৮) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল): সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট হতে হবে ও ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা৷

(৯) অ্যাসিস্ট্যান্ট স্টোর অফিসার: গ্র্যাজুয়েট ও মেটিরিয়াল ম্যানেজমেন্টে পিজি ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে অথবা  মেটিরিয়াল ম্যানেজমেন্টে ডিগ্রি পাশ ও ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ৩, ওবিসি ১)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা৷

(১০) ডায়াটেশিয়ান: হোম সায়েন্স ফুড অ্যান্ড নিউট্রিশন / ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড ডায়াটেটিক্স / ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন / ফুড অ্যান্ড নিউট্রিশন ডায়াটেটিক্সে এম.এসসি পাশ হতে হবে৷ বয়স: ২১ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ২, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা৷

(১১) লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট: গ্র্যাজুয়েট ও ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩০ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (াসংরক্ষত)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা৷

(১২) লাইব্রেরিয়ান গ্রেড ওয়ান: লাইব্রেরি সায়েন্স / লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে গ্র্যাজুয়েট বা পিজি ডিপ্লোমা পাশ হতে হবে ও ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২১ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা৷

(১৩) ম্যানেজার / সুপারভাইজর / গ্যাস অফিসার: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি পাশ ও ৫ বছর কাজের অভিজ্ঞতা অথবা  মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ ও ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩০ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা৷

(১৪) মেডিক্যাল সোশ্যাল সার্ভিস অফিসার: মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কে স্পেশালাইজেশন সহ সোশ্যাল ওয়ার্কে এম.এ বা এমএসডব্লু পাশ ও ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতেলে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২১ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা৷

(১৫) মেডিকো সোশ্যাল ওর্য়াকার: মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কে স্পেশালাইজেশন সহ সোশ্যাল ওয়ার্কে এম.এ বা এমএসডব্লু পাশ ও ৫০০ শয়্যাবিশিষ্ট হাসপাতেলে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা৷

(১৬) প্যাকস অ্যাডমিনিস্ট্রেটর: বি.ই / বি.টেক / এমসিএ পাশের পর মেডিক্যাল আইটি সিস্টেম প্যাকসে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২১ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা৷

(১৭) প্রাইভেট সেক্রেটারি: গ্র্যাজুয়েট হতে হবে৷ প্রতি মিনিটে ১২০টি শব্দ লেখার গতিতে ৭ মিনিটের ডিকটেশন নিতে হবে ও কম্পিউটারে ওই ম্যাটার ইংরেজিতে ৪৫ মিনিট বা হিন্দিতে ৬০ মিনিটের মধ্যে ট্রান্সক্রিপ্ঢ করতে হবে৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১০ (জেনাঃ ৬, তঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা৷

(১৮) টেকনিক্যাল অফিসার (টেকনিক্যাল সুপারভাইজর): মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে বি.এসসি পাশ ও ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১২ (জেনাঃ ৭, তঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা৷

(১৯) ট্রান্সপোর্ট সুপারভাইজর : গ্র্যাজুয়েট সঙ্গে সরকারি সংস্থায় গাড়ি দেখাশোনার ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ সরকারি নিয়মনীতি ও কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকলে ভালো হয়৷ বয়স : ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ৪৪,৯০০ টাকা৷

(২০) ওয়ার্ডেন (হস্টেল ওয়ার্ডেন) : গ্র্যাজুয়েট হতে হবে৷ হাউসকিপিং  / মেটেরিয়াল ম্যানেজমেন্ট / পাবলিক রিলেশন / এস্টেট ম্যানেজমেন্ট বিষয়ে ডিপ্লোমা বা সার্টিফিকেট সঙ্গে হস্টেল দেখাশোনার ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৪ (জেনাঃ ৩, ওবিসি ১)৷ বেতনক্রম : ৩৫,৪০০ টাকা৷

(২১) অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার : গ্র্যাজুয়েট হতে হবে৷ উচ্চতা হতে হবে ১৭০ সেমি (পাহাড়ি এলাকার বাসিন্দারা ৫ সেমি ছাড় পাবেন), বুকের ছাতি হতে হবে ৮১ সেমি (৫ সেমি বর্ধিত করা যাবে ও  পাহাড়ি এলাকার বাসিন্দারা ৫ সেমি ছাড় পাবেন), চশমা ছাড়া দৃষ্টি শক্তি হতে হবে ১৬/১২৷ সমতুল ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷  বয়স : ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ৩৫,৪০০ টাকা৷

(২২) অডিয়োলজিস্ট : অডিয়োলজিস্ট অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথলজি বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ বয়স : ২১ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ৩৫,৪০০ টাকা৷

(২৩) জুনিয়র রিসেপশন অফিসার : গ্র্যাজুয়েট হতে হবে৷ জার্নালিজম / পাবলিক রিলেশন বিষয়ে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ও পাবলিক রিলেশন / পাবলিকেশন / প্রিন্টিং / পাবলিশিং বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স : ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ৩৫,৪০০ টাকা৷

(২৪) জুনিয়র অ্যাকাউন্টস অফিসার (অ্যাকাউন্ট্যান্ট) : কমার্স শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে সরকারি প্রতিষ্ঠানে ২ বছরের অ্যাকাউন্টসে কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৪ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ৩৫,৪০০ টাকা৷

(২৫) লাইব্রেরিয়ান গ্রেড থ্রি : লাইব্রেরি সায়েন্স বা লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সার্ভিস শাখায় গ্র্যাজুয়েট / বিএসসি পাশ সঙ্গে লাইব্রেরি সায়েন্সে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা বা ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ সমতুল ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৪ (জেনাঃ ৩, ওবিসি ১)৷ বেতনক্রম : ৩৫,৪০০ টাকা৷

(২৬) মেডিক্যাল রেকর্ড অফিসার : বিজ্ঞান শাখায় ব্যাচেলর ডিগ্রি পাশ সঙ্গে মেডিক্যাল রেকর্ড বিষয়ে ১ বছরের কোর্স করা থাকতে হবে৷ ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল / প্রতিষ্ঠানে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ২১ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৫  (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ৩৫,৪০০ টাকা৷

(২৭) মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার (ফিজিওথেরাপিস্ট) :  ফিজিওথেরাপি বিষয়ে ব্যাচেলর ডিগ্রি সঙ্গে ২ বছর কাজের অভিজ্ঞতা / রিহ্যাবিলিটেশন বিষয়ে ডিপ্লোমা সঙ্গে সমতুল ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা ও ফিজিওথেরাপি কাউন্সিলে নাম রেজিস্ট্রাড থাকতে হবে৷ বয়স : ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ৩৫,৪০০ টাকা৷

(২৮) অক্যুপেশনাল থেরাপিস্ট : বিজ্ঞান শাখায় (ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি) উচ্চমাধ্যমিক পাশ এবং অক্যুপেশনাল থেরাপি শাখায় ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ সমতুল ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা ও অক্যুপেশনাল থেরাপি কাউন্সিলে নাম রেজিস্ট্রাড থাকতে হবে৷ বয়স : ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ৩৫,৪০০ টাকা৷

(২৯) অফিস সুপারিনটেন্ডেন্ট : গ্র্যাজুয়েট হতে হবে৷ কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকতে হবে সঙ্গে ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩৫টি শব্দ ও হিন্দি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ বয়স : ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ৩৫,৪০০ টাকা৷

(৩০) সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার : সাইকোলজি / সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্ক বিষয়ে এমএ / এম.এসসি পাশ সঙ্গে সাইকিয়াট্রিক সেন্টারে লোকেশনাল গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিংয়ের ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ সোশ্যাল সাইকোলজি বিষয়ে স্পেশালাইজেশন সহ পড়ে থাকলে ভালো হয়৷ বয়স : ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৩ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ৩৫,৪০০ টাকা৷

(৩১) রেডিয়োগ্রাফিক টেকনিশিয়ান গ্রেড ওয়ান : রেডিয়োগ্রাফি  শাখায় ৩ বছরের বি.এসসি অনার্স পাশ অথবা রেডিয়োগ্রাফি বিষয়ে ডিপ্লোমা সঙ্গে সমতুল ক্ষেত্রে ২ কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকলে ভালো হয়৷ বয়স : ২১ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৪ (জেনাঃ ৩, ওবিসি ১)৷ বেতনক্রম : ৩৫,৪০০ টাকা৷

(৩২) স্পিচ প্যাথোলজিস্ট : স্পিচ অ্যান্ড হেয়ারিং বিষয়ে বি.এসসি ডিগ্রি পাশ হতে হবে৷ স্পিচ অ্যান্ড হেয়ারিং বিষয়ে এম.এসসি ও হসপিটালে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স : ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ৩৫,৪০০ টাকা৷

উল্লিখিত পদগুলির ক্ষেত্রে তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন৷

অবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অলাইনে www.becil.com  বা https://becilaiimsbhopal.cbtexam.in  ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীকে তার সাম্প্রতিক কালে তোলা ছবি (১০০ কেবি সাইজের মধ্যে) ও সই (১০০ কেবি সাইজের মধ্যে) স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৮৩০ টাকা (তঃজাঃ/ তঃউঃজাঃ/ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ৬০০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্টআউট নিজের কাছে রেখে দেখেন, পরে প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি : প্রার্থী বাছাই হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (৯০টি প্রশ্ণ, ৯০ নম্বর, ৯০ মিনিট সময়সীমা) ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ সম্ভাব্য পরীক্ষা কেন্দ্র হবে কলকাতা সহ সারা ভারতে৷ অতিরিক্ত তথ্যর জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Click Here To Download The Official Notification : Get Details

Share it :