Advt. No. 02/2021
Uranium Corporation of India Limited is inviting applications for recruitment to posts of Assistant Superintendent (Civil) and Supervisor (Civil) on contractual basis.
Posts: Assistant Superintendent (Civil), Supervisor (Civil)
Total Vacancy: 6
Assistant Superintendent (Civil)- 2 (UR:1, OBC-NCL:1)
Supervisor (Civil)- 4 (UR:3, OBC-NCL:1)
Eligibility: Assistant Superintendent (Civil)- Degree in Civil Engineering, Supervisor (Civil)- Diploma in Civil Engineering.
Age limit: Assistant Superintendent (Civil)- 30 years, Supervisor (Civil)- 35 years as on 25.10.2021.
Pay scale: Assistant Superintendent (Civil): Rs. 61,360; Supervisor (Civil): Rs. 46,020.
Last date for receipt of the application: 25th October, 2021.
………………………….
কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে ১ বছর চুক্তির ভিত্তিতে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনড্যান্ট (সিভিল) ও সুপারভাইজার (সিভিল) পদে ৬ জনকে নিয়োগ করা হবে৷ দরখাস্ত পাঠাতে হবে ২৫ অক্টোবর, ২০২১-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা : (১) অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনড্যান্ট (সিভিল) : সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি পাশ হতে হবে, সঙ্গে কন্ট্রাক্ট অ্যান্ড এক্সিকিউশন অফ সিভিল ওয়ার্কস, এস্টিমেশন অফ সিভিল ওয়ার্কস (বিল্ডিং / ড্যাম / ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাকচার / রোড), সিভিল / স্ট্রাকচারাল ডিজাইন অফ ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংস / স্ট্রাকচার, ড্যাম, রোড বিষয়ক ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা আবশ্যক৷ সংশ্লিষ্ট কোড, স্ট্যান্ডার্ডস ও গাইডলাইনস এবং এসটিএএডি সফটওয়্যার বিষয়ে জ্ঞান থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ বয়স : ২৫ অক্টোবর, ২০২১-এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২ (জেনাঃ ১, ওবিসি-এনসিএল ১)৷ এককালীন বেতন : ৬১,৩৬০ টাকা৷
(২) সুপারভাইজার (সিভিল) : সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে, সঙ্গে এস্টিমেশন অফ সিভিল ওয়ার্কস (বিল্ডিং / ড্যাম / ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাকচার / রোড) ও কন্ট্রাক্ট অ্যান্ড সুপারভিশন অফ সিভিল ওয়ার্কস বিষয়ক ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা আবশ্যক এবং মেটেরিয়াল টেস্টিং ও অ্যানালিসিস বিষয়ে দক্ষ হতে হবে৷ সংশ্লিষ্ট কোড, স্ট্যান্ডার্ডস ও গাইডলাইনস এবং ক্যাড সফটওয়্যার বিষয়ে জ্ঞান থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ বয়স : ২৫ অক্টোবর, ২০২১-এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৪ (জেনাঃ ৩, ওবিসি-এনসিএল ১)৷ এককালীন বেতন : ৪৬,০২০ টাকা৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে সাদা ফুল স্কেপ কাগজের একদিকে www.uraniumcorp.in ওয়েবসাইটে প্রদত্ত বয়ানে৷ পূরণ করা দরখাস্তের সঙ্গে প্রার্থীর সাম্প্রতিককালে তোলা একটি পাসপোর্ট ছবি এবং মাধ্যমিক শংসাপত্র (জন্ম তারিখের প্রমাণ), শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্র, অভিজ্ঞতার প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে) ও শারীরিক প্রতিবন্ধকতার প্রমাণপত্রের (যদি থাকে) স্বপ্রত্যয়িত প্রতিলিপি একত্রে একটি খামে ভরে তার উপর “Advt. No. 02/2021, Name of the Post” লিখে পাঠাতে হবে এই ঠিকানায় -To Gen. Manager (Inst./Pers.&IRs./CP), Uranium Corporation of India Limited, (A Government of India Enterprise), P.O. Jaduguda Mines, Dist.-Singhbhum East, JHARKHAND-832102৷
প্রার্থী বাছাই পদ্ধতি : দরখাস্তের ভিত্তিতে শর্টলিস্ট করা প্রার্থীদের পরীক্ষা, ইন্টারভিউ ও নথিপত্র যাচাইয়ের জন্য ডাকা হবে৷ অতিরিক্ত তথ্যের জন দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official website: www.uraniumcorp.in
Official notification: https://skyblue-whale-177127.hostingersite.com/wp-content/uploads/2021/10/uranium-corporation-of-india-limited.pdf