Advt. No. RKMVP/REC/22/010
Advt. No. RKMVP/REC/22/011
Ramakrishna Mission Vidyapith, Purulia invites applications from the male Indian citizen for the following posts.
Post: Assistant Teacher, Lab Attendant.
Eligibility: post wise different.
Age: post wise different.
Pay Scale: as per Govt. Rules.
Last Date for Submit Application : 16th and 17th November, 2022.
……………………………..
রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া তাদের বাংলা ও ইংরেজি মাধ্যম স্কুলে দু’টি আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে ‘অ্যাসিস্ট্যান্ট টিচার’ ও ‘ল্যাব-অ্যাটেন্ড্যান্ট’ পদে বেশ কিছু ছেলে নিয়োগ করবে৷ ১৫ নভেম্বর, ২০২২ এর মধ্যে স্কুলের ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করতে হবে এবং ওই দরখাস্ত পূরণ করে বাংলা মাধ্যম স্কুলের বেলায় ১৬ নভেম্বর ও ইংরেজি মাধ্যম স্কুলের বেলায় ১৭ নভেম্বর, ২০২২ এর মধ্যে যে কোনো কাজের দিন বেলা ১১টা থেকে বিকেল ৪টের মধ্যে দরখাস্ত নিজে গিয়ে জমা দিতে হবে৷
বিষয় অনুযায়ী যোগ্যতা: (১) অ্যাসিস্ট্যান্ট টিচার – পিওর সায়েন্স (ভ্যাকেন্সি কোডBM/CS, সেকেন্ডারি সেকশন): গ্র্যাজুয়েট হতে হবে৷ গ্র্যাজুয়েশনে ৩০০ নম্বরের কম্পিউটার সায়েন্স পড়ে থাকতে হবে৷ বি.এড বা সমতুল পাশ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে ৷ এই পদের জন্য অসংরক্ষিত প্রার্থীরা আবেদন করবেন৷ নিয়োগ হবে বাংলা মাধ্যম স্কুলে৷
(২) অ্যাসিস্ট্যান্ট টিচার – ওয়ার্ক এডুকেশন (ভ্যাকেন্সি কোডBM/WE, আপার প্রাইমারি সেকশন): গ্র্যাজুয়েট হতে হবে৷ এডুকেশনে ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে ৷ এই পদের জন্য ওবিসি-বি প্রার্থীরা আবেদন করবেন৷ নিয়োগ হবে বাংলা মাধ্যম স্কুলে৷
(৩) অ্যাসিস্ট্যান্ট টিচার – ফিজিক্যাল সায়েন্স (ভ্যাকেন্সি কোডBM/PS, সেকেন্ডারি সেকশন): বি.এসসি (পিওর সায়েন্স) পাশ হতে হবে৷ বি.এড বা সমতুল পাশ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ এই পদের জন্য অসংরক্ষিত প্রার্থীরা আবেদন করবেন৷ নিয়োগ হবে বাংলা মাধ্যম স্কুলে৷
(৪) অ্যাসিস্ট্যান্ট টিচার – জিয়োগ্রাফি (ভ্যাকেন্সি কোডEM/G, সেকেন্ডারি সেকশন): গ্র্যাজুয়েট হতে হবে৷ গ্র্যাজুয়েশনে ৩০০ নম্বরের জিয়োগ্রাফি পড়ে থাকতে হবে৷ বি.এড বা সমতুল পাশ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ এই পদের জন্য অসংরক্ষিত প্রার্থীরা আবেদন করবেন৷ নিয়োগ হবে ইংরেজি মাধ্যম স্কুলে৷
(৫) অ্যাসিস্ট্যান্ট টিচার – হিন্দি (ভ্যাকেন্সি কোডEM/H, সেকেন্ডারি সেকশন): গ্র্যাজুয়েট হতে হবে৷ গ্র্যাজুয়েশনে ৩০০ নম্বরের হিন্দি পড়ে থাকতে হবে৷ বি.এড বা সমতুল পাশ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ এই পদের জন্য অসংরক্ষিত প্রার্থীরা আবেদন করবেন৷ নিয়োগ হবে ইংরেজি মাধ্যম স্কুলে৷
(৬) ল্যাব অ্যাটেন্ড্যান্ট, গ্রুপ-ডি (ভ্যাকেন্সি কোডBM/LA, হায়ার সেকেন্ডারি সেকশন): অষ্টম শ্রেণি পাশ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে৷ এই পদের জন্য অসংরক্ষিত প্রাক্তন সমরকর্মী প্রার্থীরা আবেদন করবেন৷ নিয়োগ হবে বাংলা মাধ্যম স্কুলে৷
বেতনক্রম: সরকারি স্কেল অনুযায়ী৷
উল্লিখিত সব পদের বেলায় ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ৮ বছর বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.rkmvpurulia.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ কালো কালিতে দরখাস্ত পূরণ করতে হবে৷ প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা প্রয়োজন৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি আঠা দিয়ে লাগাতে হবে৷ দরখাস্তের ফি ৫০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / ওবিসি প্রার্থীদের বেলায় ৪০০ টাকা, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৩০০ টাকা) দরখাস্তের সঙ্গে নিজে গিয়ে নগদে বা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে৷ ডিমান্ড ড্রাফট হবে ‘RAMKRISHNA MISSION VIDYAPITH’-এর অনুকূলে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে নিম্নলিখিত নথিগুলির প্রতিলিপি জমা দিতে হবে — মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড, সকল শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট, আধার কার্ড / ভোটার কার্ড, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে), ২ কপি পাসপোর্ট মাপের ছবি৷ নথিপত্রসহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে নিজে গিয়ে এই ঠিকানায় জমা দিতে হবে -Ramkrishna Mission Vidyapith, P.O. – Vivekananda Nagar, Dist. – Purulia, West Bengal – 723147৷অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: http://www.rkmasansol.org/index.php
Get details: Notification 1: Click Here
Notification 2: Click Here