Balmer Lawrie & Co. Ltd. invites applications for the following posts.
Post: Jr. Officer
Total vacancy: 10
Eligibility: Diploma, Graduate in relevant disciplines.
Age-limit: 25 years as on 06/01/2023.
Pay scale: Rs. 21,750 – Rs. 65,000
Application Fee: Rs. 300 (SC/ST/PWD candidates are exempted)
Last Date of Online Application: 06/01/2023.
……………..
রাষ্ট্রায়ত্ত সংস্থা বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটিড, কলকাতা জুনিয়র অফিসার পদে ১০ জন নিয়োগ করবে৷ নিয়োগ হবে কলকাতা-সহ বিভিন্ন কেন্দ্রে৷ বয়স হতে হবে ৬ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (তপশিলি সম্প্রদায় ১৫ বছর ও ওবিসি ১৩ বছর) বয়সের ছাড় পাবেন৷ বেতনক্রম হবে ২১,৭৫০ টাকা থেকে ৬৫,০০০ টাকা৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৬ জানুয়ারি, ২০২৩-এর মধ্যে ও প্রিন্ট করা দরখাস্ত করতে হবে ১৩ জানুয়ারি, ২০২৩-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) জুনিয়র অফিসার (স্টোরস অ্যান্ড পারচেজ): বিকম পাশ হতে হবে ও কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা আবশ্যক৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ শূন্যপদ: ২৷ নিয়োগ হবে কলকাতা ও মানালি-তে৷
(২) জুনিয়র অফিসার (অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স): বিকম পাশ হতে হবে ও কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা আবশ্যক৷ শূন্যপদ: ১৷ নিয়োগ হবে কলকাতায়৷
(৩) জুনিয়র অফিসার (অ্যানালিটিক্যাল): কেমিস্ট্রি বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে ও কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা আবশ্যক৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ১৷ নিয়োগ হবে কলকাতায়৷
(৪) জুনিয়র অফিসার (এইচআর): যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে ও কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা আবশ্যক৷ শূন্যপদ: ২৷ নিয়োগ হবে পাতালগঙ্গা ও হায়দরাবাদে৷
(৫) জুনিয়র অফিসার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স): কেমিস্ট্রি বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে ও কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা আবশ্যক৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ১৷ নিয়োগ হবে সিলভাসা-তে৷
(৬) জুনিয়র অফিসার (প্ল্যান্ট অপারেশনস): সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে ও কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা আবশ্যক৷ মেকানিক্যাল / রেফ্রিজারেশন বিষয়ে ডিপ্লোমা পাশ হলে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ১৷ নিয়োগ হবে মুম্বই-তে৷
(৭) জুনিয়র অফিসার (প্রোডাকশন): মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে ও কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা আবশ্যক৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ১৷ নিয়োগ হবে তালোজা-তে৷
(৮) জুনিয়র অফিসার (ইলেকট্রিক্যাল): ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে ও কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা আবশ্যক৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ১৷ নিয়োগ হবে তালোজা-তে৷
আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.balmerlawrie.com ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর ছবি, সই, বয়সের প্রমাণপত্র, মাধ্যমিক ও উচ্চমাধমিকের মার্কশিট ও পাশ সার্টিফিকেট, গ্র্যাজুয়েশন / ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের মার্কশিট ও পাশ সার্টিফিকেট, অভিজ্ঞতার প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে) ও অন্যান্য আনুষঙ্গিক নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি ৩০০ টাকা (ব্যাঙ্ক চার্জ অতিরিক্ত) অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত ও শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি লাগবে না৷ নির্দেশানুসারে দরখাস্ত পূরণ করে তা সাবমিট করার পর তার দুই কপি প্রিন্ট নিয়ে রাখতে হবে৷ অ্যাপ্লিকেশন ফর্মের একটি প্রিন্ট কপি ও যাবতীয় নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি একত্রে একটি খামে ভরে পাঠাতে হবে এই ঠিকানায় -Balmer Lawrie Recruitment, D-139 Okhla Industrial Area, Phase 1, New Delhi – 110020৷
প্রার্থী বাছাই পদ্ধতি: শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বাছাই করা প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে৷ পরীক্ষাকেন্দ্রগুলি হল- কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই, হায়দরাবাদ৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: https://balmerlawrie.com
Official Notification: Click Here