Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

BANK OF BARODA RECRUITS 346 PERSONNEL / ব্যাঙ্ক অফ বরোদায় ৩৪৬

Bank of Baroda invites online applications for the following posts.

Post:  Sr. Relationship Manager, e- Wealth Relationship Manager, Group Sales Head (Virtual RM Sales Head), Operations Head-Wealth.

Total vacancy: 346. Sr. Relationship Manager: 320, e- Wealth Relationship Manager: 24, Group Sales Head (Virtual RM Sales Head): 1, Operations Head-Wealth: 1.

Eligibility:  post wise different.

Age: post wise different.

Salary: post wise different.

Last date for online application : 20th October, 2022.

………………………….

ব্যাঙ্ক অফ বরোদা সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার, ই-ওয়েলথ রিলেশনশিপ ম্যানেজার, গ্রুপ সেলস হেড, অপারেশনস হেড – ওয়েলথ পদে ৩৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ প্রাথমিকভাবে ৫ বছরের চুক্তিতে এই নিয়োগ হবে যা পরে কাজের দক্ষতার উপর বিবেচনা করে আরো বাড়তে পারে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২০ অক্টোবর, ২০২২ এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার:  যেকোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ ম্যানেজমেন্ট বিষয়ে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা পাশ হলে এবং এনআইএসএম / আইআরডিএ সার্টিফিকেট থাকলে ভালো হয়৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ অক্টোবর, ২০২২ অনুযায়ী ২৪ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩২০ (জেনাঃ ১৩২, তঃজাঃ ৪৭, তঃউঃজাঃ ২৪, ওবিসি ৮৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩১)৷

(২) ই-ওয়েলথ রিলেশনশিপ ম্যানেজার:  যেকোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ ম্যানেজমেন্ট বিষয়ে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা পাশ হলে এবং এনআইএসএম / আইআরডিএ সার্টিফিকেট থাকলে ভালো হয়৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে দেড় বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ অক্টোবর, ২০২২ অনুযায়ী ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৪ (জেনাঃ ১২, তঃজাঃ ৩,তঃউঃজাঃ ১,ওবিসি ৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷

(৩) গ্রুপ সেলস হেড (ভার্চুয়াল আরএম সেলস হেড):  যেকোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ ম্যানেজমেন্ট বিষয়ে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা পাশ হলে ভালো হয়৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ অক্টোবর, ২০২২ অনুযায়ী ৩১ থেকে ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷

(৪) অপারেশনস-হেড (ওয়েলথ):  যেকোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ এমবিএ পাশ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ অক্টোবর, ২০২২ অনুযায়ী ৩৫ থেকে ৫০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷

উপরে উল্লিখিত সব পদের বেলায় জেনারেল ও আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে যোগ্যতা কমপক্ষে ৬০ শতাংশ (তপশিলি সম্প্রদায় / ওবিসি / শারীরিক প্রতিবন্ধীদের ৫৫ শতাংশ) থাকতে হবে৷ উল্লিখিত সব পদের বেলায় ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (ওবিসি হলে ১৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ হলে ১৫ বছর) বয়সের ছাড় পাবেন৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.bankofbaroda.co.in/Careers.html ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্ত পূরণের সময় নির্দিষ্ট স্থানে প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি (২০ থেকে ২০০ কেবি), সাদা কাগজে কালো কালিতে করা প্রার্থীর সই (১০ থেকে ২০০ কেবি) জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৬০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী / মহিলা প্রার্থীদের বেলায় ১০০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ জিএসটি ও ট্রান্সজাকশন চার্জ অতিরিক্ত৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official website: https://www.bankofbaroda.in/

Get details: Click Here

 

 

Share it :