Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

BANK OF BARODA RECRUITS 58 PERSONNEL

Advt. No. BOB/HRM/REC/ADVT/2025/13

Bank of Baroda invites online applications for the following posts.

Post:  Manager, Senior Manager,  Chief Manager.

Total vacancy: 58.

Eligibility:  post wise different.

Age: post wise different.

Pay Scale: post wise different.

Last date for online application : 9th October, 2025.

…………………………….

ব্যাঙ্ক অফ বরোদায় ৫৮

ব্যাঙ্ক অফ বরোদা চিফ ম্যানেজার, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার পদে ৫৮ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷নির্বাচিত প্রার্থীদের প্রথম ১ বছর প্রবেশন পিরিয়ডে থাকতে হবে৷দরখাস্ত করতে হবে অনলাইনে ৯ অক্টোবর, ২০২৫ এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) চিফ ম্যানেজার – ইনভেস্টর রিলেশন, এসএমজি / এস – ফোরগ্রেড / স্কেল:  কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ইকোনমিক্স / কমার্স বিষয়ে গ্র্যাজুয়ে টহ তে হবে৷সিএ / এমবিএ / ইপিজিএম বা সার্টিফায়েড জেনারেল ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ পাশ হওয়া প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৮ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১সেপ্টেম্বর, ২০২৫ অনুযায়ী ৩০ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১,০২,৩০০ টাকা থেকে ১,২০,৯৪০ টাকা৷

(২) ম্যানেজার – ট্রেড ফিন্যান্স অপারেশনস, এমএমজি / এস – টুগ্রেড / স্কেল:  কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷আইআইবিএফ প্রদত্ত ফোরেক্স সার্টিফিকেট থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷বয়স: ১ সেপ্টেম্বর, ২০২৫ অনুযায়ী ২৪ থেকে ৩৪ বছরের মধ্যে৷শূন্যপদ: ১৪ (তঃজাঃ ৫, তঃউঃজাঃ ৩, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪)৷বেতনক্রম: ৬৪,৮২০ টাকা থেকে ৯৩,৯৬০ টাকা৷

(৩) ম্যানেজার – ফোরেক্স অ্যাক্যুইজিশন অ্যান্ড রিলেশনশিপ, এমএমজি / এস – টুগ্রেড / স্কেল:  কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷সিডিসিএস / সিআইটিএফ সার্টিফিকেট থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷শিক্ষালাভে র পর সংশ্লিষ্টক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১সেপ্টেম্বর, ২০২৫ অনুযায়ী ২৬ থেকে ৩৬ বছরের মধ্যে৷শূন্যপদ: ৩৭ (জেনাঃ ১৪, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ৩, ওবিসি ৯, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৫)৷বেতনক্রম: ৬৪,৮২০ টাকা থেকে ৯৩,৯৬০টাকা৷

(৪) সিনিয়র ম্যানেজার – ফোরেক্স অ্যাক্যুইজিশন অ্যান্ড রিলেশনশিপ, এমএমজি / এস – থ্রিগ্রেড / স্কেল:  কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷সেলস / মার্কেটিং / ব্যাঙ্কিং / ফিন্যান্স / ট্রেডফিন্যান্স-এ ২ বছরের এমবিএ / পিজিডিএম পাশ হতে হবে৷আইআইবিএফ প্রদত্ত ফোরেক্স সার্টিফিকে টথাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷বয়স: ১ সেপ্টেম্বর, ২০২৫ অনুযায়ী ২৯ থেকে ৩৯ বছরের মধ্যে৷শূন্যপদ: ৫ (জেনাঃ ৩, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷বেতনক্রম: ৮৫,৯২০ টাকা থেকে ১,০৫,২৮০ টাকা৷

উল্লিখিত সব পদের বেলায় ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা  ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (ওবিসি হলে ১৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ হলে ১৫ বছর) বয়সের ছাড় পাবেন৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.bankofbaroda.in/Careers.htm  ওয়েবসাইটে৷এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷দরখাস্ত পূরণের সময় নির্দিষ্ট স্থানে প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি (২০ থেকে ৫০ কেবি), সাদা কাগজে কালো কালিতে করা প্রার্থীর সই (১০ থেকে ২০ কেবি) জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷দরখাস্তের ফি ৮৫০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিকপ্রতিবন্ধী / মহিলা প্রার্থীদের বেলায় ১৭৫ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷জিএসটি ও ট্রান্সজাকশন চার্জ অতিরিক্ত৷নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা ও গ্রুপ ডিসকাশন / ইন্টারভিউয়ের মাধ্যমে৷পশ্চিমবঙ্গের পরীক্ষাকেন্দ্র কলকাতা৷অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: https://bankofbaroda.bank.in/

Official Notification: Click here

Apply link: Click Here

Share it :

Leave a Reply