Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

BDL RECRUITS 212 PERSONNEL

Advt No. BDL/C-HR (TA & CP) /2025-3

Bharat Dynamix Limited invites online applications for the following posts.

Post: Trainee Engineer, Trainee Officer, Trainee Diploma Assistant, Trainee Assistant.

Total vacancy: 212.

Eligibility: post wise different.

Age Limit: post wise different.

Salary: post wise different.

Last Date of Online Application: 10th August, 2025 till 4 pm.

………………………………………………………………………….

ভারত ডায়নামিক্স লিমিটেডে ২১২

কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ভারত ডায়নামিক্স লিমিটেড ট্রেনি ইঞ্জিয়িার, ট্রেনি অফিসার, ট্রেনি ডিপ্লোমা অ্যাসিস্ট্যান্ট, ট্রেনি অ্যাসিস্ট্যান্ট পদে ২১২ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ বয়স: ১০ আগস্ট, ২০২৫ এর হিসেবে ২৮ বছরের মধ্যে (ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ প্রাথমিকভাবে ১ বছরের চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে যা পরে কাজের দক্ষতার উপর বিবেচনা করে ৪ বছর পর্যন্ত বাড়তে পারে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১০ আগস্ট, ২০২৫ বিকেল ৪টার মধ্যে৷

যোগ্যতা:  কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর-সহ (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) সংশ্লিষ্ট শাখায় বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ অথবা সিএ / সিএমএ পাশ বা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর-সহ (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) এমবিএ বা ফিন্যান্স বিষয়ে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ অথবা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর-সহ (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) এমবিএ পাশ বা এইচআর / পিএম্যান্ডআইআর / পার্সোনেল ম্যানেজমেন্ট / ইন্ডাস্ট্রিয়াল রিলেশন / সোশ্যাল সায়েন্স / সোশ্যাল ওয়েলফেয়ার / সোশ্যাল ওয়ার্ক বিষয়ে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ অথবা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর-সহ (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) এমবিএ পাশ বা মার্কেটিং / সেলস অ্যান্ড মার্কেটিং বিষয়ে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ অথবা সংশ্লিষ্ট শাখায় ৩ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ অথবা কমার্স / বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ফিন্যান্সে স্পেশালাইজেশন নিয়ে) বিষয়ে ডিগ্রি পাশ সঙ্গে ৬ মাসের কম্পিউটার কোর্স করে থাকতে হবে অথবা সিএ ইন্টার / আইসিডব্লুএ ইন্টার / সিএস পাশ হতে হবে অথবা সায়েন্স / ইকোনমিক্স বিষয়ে ডিগ্রি পাশ ও ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টে ১ বছরের ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে সঙ্গে ৬ মাসের কম্পিউটার কোর্স করে থাকতে হবে৷ অথবা সোশ্যাল ওয়েলফেয়ার / বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন / পিএম অ্যান্ড আইআর / পার্সোনেল ম্যানেজমেন্ট / এইচআর / সোশ্যাল সায়েন্স বিষয়ে ডিগ্রি পাশ সঙ্গে ৬ মাসের কম্পিউটার কোর্স করে থাকতে হবে অথবা যে কোনো বিষয়ে ডিগ্রি পাশ ও পিএম / পিএম অ্যান্ড আইআর / সোশ্যাল ওয়ার্ক / টি অ্যান্ড ডেভেলপমেন্ট / এইচআর / লেবার ল বিষয়ে ১ বছরের ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে সঙ্গে ৬ মাসের কম্পিউটার কোর্স করে থাকতে হবে৷(পদ অনুযায়ী বিভিন্ন)।

 আবেদন  : দরখাস্ত করতে হবে অনলাইনে https://bdl-india.in ওয়েবসাইটে৷ দরখাস্তের ফি ৩০০ টাকা অনলাইনে এসবিআই ই-পে সিস্টেমের মাধ্যমে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷

Official Website: https://bdl-india.in/recruitments

Official Notification: Click Here

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (২৩ /৭ /২০২৫)

Share it :

Leave a Reply