Vacancy Advertisement No. 81
Brodcast Engeenering Consultants India Ltd. invites online applications for the following posts.
Post: Handyman / Loader, Data Entry Operator, Supervisor, Sr. Supervisor
Total vacancy: 103.
Eligibility: post wise different.
Age limit: post wise different.
Salary: Various
Last Date of Online Application: 7 October, 2021
…………………………………..
কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড হ্যান্ডিম্যান / লোডার, ডেটা এন্ট্রি অপারেটর, সুপারভাইজার, সিনিয়র সুপারভাইজার পদে ১০৩ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ এএআই কার্গো লজিস্টিকস অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস কোম্পানি লিমিটেডে চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৭ অক্টোবর, ২০২১ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) হ্যান্ডিম্যান / লোডার: অষ্টম শ্রেণি পাশ হতে হবে৷ হিন্দি ও স্থানীয় ভাষা জানতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ ইংরেজি জানা থাকলে ভালো হয়৷ বয়স: ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: রায়পুর ১৭, গুয়াহাটি ৪০, ডিব্রুগড় ৫, শিলচর ৫৷
(২) ডেটা এন্ট্রি অপারেটর: গ্র্যাজুয়েট হতে হবে৷ কার্গো শিল্পে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: গুয়াহাটি ৫, ডিব্রুগড় ১, শিলচর ১৷
(৩) সুপারভাইজার: গ্র্যাজুয়েট হতে হবে৷ কার্গো শিল্পে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: রায়পুর ৮, গুয়াহাটি ১০, ডিব্রুগড় ১, শিলচর ১৷
(৪) সিনিয়র সুপারভাইজার: গ্র্যাজুয়েট হতে হবে৷ কার্গো শিল্পে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: রায়পুর ২, গুয়াহাটি ৫, ডিব্রুগড় ১, শিলচর ১৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনেwww.becil.com বাhttps://becilregistration.com ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৭৫০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৪৫০ টাকা)৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://www.becil.com/vacancies
Get details:
https://www.becil.com/uploads/vacancy/dc16b4a3c65ab4be9fa87b53dcf42fda.pdf