Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

BECIL HIRING 26 ASSISTANTS / বেসিলে ২৬ অ্যাসিস্ট্যান্ট

Vacancy Advertisement No. 113

BECIL invites applications for the following post for deployment in Government Hospital / Delhi / NCR.

Post: Operation Theatre Assistant

Total vacancy: 26

Eligibility: A) B.Sc. OR 10+2 with Science with five years’ experience in the following areas: i) O.T. ii) ICU iii) CSSD iv) Manifold Room. Preference will be given to candidates with Certificate/Diploma course in O.T. Techniques from recognized Hospital/Institutions. B) Work experience shall be considered, if candidate has worked in private or public sector/Hospital of at least 500 beds.

Monthly Remuneration: Rs. 20,202.

Last Date of Online Application: 12th February, 2022.

………………………………………………………………………………..

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট পদে ২৬ জন নিয়োগ করবে৷ চুক্তির ভিত্তিতে দিল্লি ও তার সংলগ্ণ অঞ্চলের সরকারি হাসপাতালগুলিতে নিয়োগ করা হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১২ ফেব্রুয়ারি, ২০২২-এর মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে বিএসসি পাশ বা বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে, সঙ্গে সরকারি বা বেসরকারি সংস্থায় বা ৫০০ বেডযুক্ত হাসপাতালে ওটি, আইসিইউ, সিএসএসডি ও ম্যানিফোলড রুমে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ ওটি টেকনিকসে সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স পাশ করা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ শূন্যপদ: ২৬৷ এককালীন বেতন: প্রতি মাসে ২০,২০২ টাকা৷

আবেদন  পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.becil.com  বা https://becilregistration.com ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর রঙিন পাসপোর্ট ছবি, সই, জন্ম প্রমাণপত্র / মাধ্যমিক সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়) জেপিজি/পিডিএফ ফর্ম্যাটে ১০০ কেবি সাইজের মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি ৭৫০ টাকা (তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের বেলায় ৪৫০ টাকা) অনলাইনে জমা করতে হবে৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি:  প্রার্থী বাছাই করা হবে পরীক্ষা বা ইন্টারভিউ-এর মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Website: www.becil.com

Official Notification:

https://www.becil.com/uploads/vacancy/e3d59ed6b17450bc3637dfbf6d86ca99.pdf

Share it :