Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

BECIL HIRING 36 EMPLOYEES / বেসিলে ৩৬ স্বাস্থ্যকর্মী

Advt. No. 158

Broadcast Engineering Consultants India Limited is inviting applications for the following posts on contractual basis.

Post: Staff Nurse, Operation Theatre Nurse, Technical Officer (Ayu), Mid-Wife, Ward Attendant, Audiovisual Graphics, Dental Hygienist.

Total Vacancy: 36

Eligibility: Class-VIII/Diploma/Degree/MD in relevant streams

Salary: Post-wise different

Application Fee: Rs. 750 (Rs. 450 for SC/ST/EWS/ESM/PH candidates).

Last Date of Application: 10th July, 2022

……………………………………………..

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ সংস্থা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড ওয়ার্ড অ্যাটেনডেন্ট, স্টাফ নার্স, অপারেশন থিয়েটার নার্স, মিড-ওয়াইফ, ডেন্টাল হাইজিনিস্ট, অডিওভিজ্যুয়াল গ্রাফিক্স ও টেকনিক্যাল অফিসার (আয়ু) পদে ৩৬ জন নিয়োগ করবে ছয় মাসের চুক্তির ভিত্তিতে৷ নিয়োগ করা হবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ, দিল্লি-তে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১০ জুলাই, ২০২২-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) ওয়ার্ড অ্যাটেনডেন্ট: অষ্টম শ্রেণি পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৯৷ বেতন: দিল্লি সরকার নির্ধারিত বেতন পাওয়া যাবে৷

(২) স্টাফ নার্স: ডিপ্লোমা ইন নার্সিং (জিএনএম) পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা বিএসসি নার্সিং পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা এমএসসি নার্সিং পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২০৷ বেতন: ৩৭,৫০০ টাকা৷

(৩) অপারেশন থিয়েটার নার্স: ডিপ্লোমা ইন নার্সিং (জিএনএম) পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা বিএসসি নার্সিং পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা এমএসসি নার্সিং পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩৷ বেতন: ৩৭,৫০০ টাকা৷

(৪) মিড-ওয়াইফ: ডিপ্লোমা ইন নার্সিং (জিএনএম) পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা বিএসসি নার্সিং পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা এমএসসি নার্সিং পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ বেতন: ৩৭,৫০০ টাকা৷

(৫) ডেন্টাল হাইজিনিস্ট: বায়োলজি সহ উচ্চমাধ্যমিক/ইন্টারমিডিয়েট পাশ ও ডিপ্লোমা ইন ডেন্টাল হাইজিন পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক ও স্টেট ডেন্টাল কাউন্সিল / ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা নথিভুক্ত হতে হবে৷ বয়স: ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ বেতন: ৩০,০০০ টাকা৷

(৬) অডিওভিজ্যুয়াল গ্রাফিক্স: উচ্চমাধ্যমিক সহ ইলেকট্রনিক মেকানিকস, ইনফরমেশন টেকনোলোজি অ্যান্ড ইলেকট্রনিকস সিস্টেম মেইনটেন্যান্স, ইনস্ট্রুমেন্টস মেকানিকস বিষয়ে ২ বছরের আইটিআই ডিপ্লোমা পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ বেতন: ২০,০০০ টাকা৷

(৭) টেকনিক্যাল অফিসার (আয়ু): এমডি (আয়ুর্বেদ) পাশ হতে হবে ও এম এস অফিস ব্যবহারে দক্ষ হতে হবে৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ বেতন: ৫০,০০০ টাকা৷

উল্লিখিত সব পদের বেলায় সংশ্লিষ্ট ক্ষেত্রে কর্মরত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.becil.com ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর রঙিন পাসপোর্ট ছবি, সই, জন্ম প্রমাণপত্র / মাধ্যমিক সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়) জেপিজি/পিডিএফ ফরম্যাটে ১০০ কেবি সাইজের মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি ৭৫০ টাকা (তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের বেলায় ৪৫০ টাকা) অনলাইনে জমা করতে হবে৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট আউট নিতে হবে৷ সেই প্রিন্ট কপি ও জরুরী নথিপত্রের স্ব-প্রত্যয়িত প্রতিলিপি পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে একটি মাত্র পিডিএফ ফাইলে একত্রিত করে ফাইলের নামকরণ করতে হবে এইভাবে- “Your Application ID + Your Name৷ এরপর পিডিএফ ফাইলটি মেল করতে হবে“Advt. No. 158 and Post applied for __________” সাবজেক্ট লিখে hrsection@becil.com ই-মেল আইডিতে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: টেস্ট / লিখিত পরীক্ষা / ইন্টারভিউ-এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Website: www.becil.com

Official Notification: click here

Share it :