Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

BECIL HIRING 378 EMPLOYEES / ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডে ৩৭৮ অফিস অ্যাসিস্ট্যান্ট ও ডেটা এন্ট্রি অপারেটর

Vacancy Advertisement No. 131

Broadcast Engineering Consultants India Limited invites online applications for the following posts on contract basis.

Post: Office Assistant, Data Entry Operator

Total Vacancy: 378 (Office Assistant- 200, Data Entry Operator-178)

Eligibility: Office Assistant- Graduate, Data Entry Operator-12th/Graduate.

Consolidated Monthly Salary: As per Delhi Govt. rules.

Last Date of Online Application: 25th April, 2022

……………………………………………

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ সংস্থা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড অফিস অ্যাসিস্ট্যান্টডেটা এন্ট্রি অপারেটর পদে চুক্তির ভিত্তিতে ৩৭৮ জন নিয়োগ করবে ৷ নিয়োগ করা হবে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির অফিসে। নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতায় দিল্লি সরকারের নিয়মানুযায়ী বেতন পাওয়া যাবে। দরখাস্ত করতে হবে অনলাইনে ২৫ এপ্রিল, ২০২২-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) অফিস অ্যাসিস্ট্যান্ট: যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাশ প্রার্থীরা আবেদনের যোগ্য। বয়স: ২১ থেকে ৪৫ বছরের মধ্যে। শূন্যপদ: ২০০।

(২) ডেটা এন্ট্রি অপারেটর:  উচ্চমাধ্যমিক পাশ বা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাশ প্রার্থীরা আবেদনের যোগ্য। শূন্যপদ: ১৭৮।

আবেদন করার পদ্ধতি: আবেদন  পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.becil.com বা https://becilregistration.com ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর রঙিন পাসপোর্ট ছবি, সই, জন্ম প্রমাণপত্র / মাধ্যমিক সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়) জেপিজি/পিডিএফ ফরম্যাটে ১০০ কেবি সাইজের মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি ৭৫০ টাকা (তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের বেলায় ৪৫০ টাকা) অনলাইনে জমা করতে হবে। নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: অফিস অ্যাসিস্ট্যান্ট পদে প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট, টাইপিং টেস্ট ও ইন্টারভিউ-এর মাধ্যমে। ডেটা এন্ট্রি অপারেটর পদে প্রার্থী বাছাই করা হবে টাইপিং টেস্ট-এর মাধ্যমে। অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Website: www.becil.com

Official Notification: Click Here

 

Share it :