Advt. No. 171
Applications are invited for recruitment of following manpower purely on contract basis for deployment in the office of All India Institute of Ayurveda, (AIIA) New Delhi by BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED.
Post: Fireman.
Total vacancy: 3.
Eligibility: SSC passed from recognized Board plus Fireman’s Training Course from State Fire Training Centre. 5 years working experience. Candidate should have a sound knowledge of Fire Fighting Techniques and should be smart intelligence with a sound physique.
Age: under 30 years.
Salary: As per Delhi Government Minimum Wage Rate for Skilled Category.
Last Date of Online Application : 11th August, 2022.
…………………………..
ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড ৩ জন ‘ফায়ারম্যান’ নিয়োগ করবে৷ নতুন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদের দপ্তরে চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে৷ প্রার্থী বাছাই করবে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১১ আগস্ট, ২০২২ এর মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ স্টেট ফায়ার ট্রেনিং সেন্টার থেকে ফায়ারম্যান’স ট্রেনিং কোর্স করে থাকতে হবে৷ ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং ফায়ার ফাইটিং টেকনিক সম্পর্কে জ্ঞান থাকতে হবে৷ বয়স: ৩০ বছরের নীচে৷ শূন্যপদ : ৩৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.becil.com ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা প্রয়োজন৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি, সই ও অন্যান্য আনুষঙ্গিক নথিপত্র প্রতিটি ১০০ কেবি সাইজের মধ্যে জেপিজি / পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৭৫০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / আর্থিকভাবে অনগ্রসর / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৪৫০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন৷ পরে এর প্রয়োজন হবে৷ এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর ১৭১৷অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://www.becil.com/careers
Get details: Click Here