Advt. No. 181
Applications are invited for recruitment of following manpower purely on outsource basis for deployment in the office of All India Institute of Ayurveda, New Delhi.
Post: Medical Officer (Ayurveda), Senior Program Manager (Technical), Public Relation Officer, Junior Program Manager (Technical), Program Manager (Administrative), Yoga Therapist, Staff Nurse, Panchakarma Technician, Audiologist, Ophthalmic Technician/ Optometrist, OT Technician (Ophthalmic), Assistant Library Officer, Panchkarma Attendant.
Total vacancy: 54. Medical Officer (Ayurveda): 8, Senior Program Manager (Technical): 1, Public Relation Officer: 1, Junior Program Manager (Technical): 2, Program Manager (Administrative): 1, Yoga Therapist: 2, Staff Nurse: 12, Panchakarma Technician: 13, Audiologist: 1, Ophthalmic Technician/ Optometrist: 1, OT Technician (Ophthalmic): 1, Assistant Library Officer: 1, Panchkarma Attendant: 10.
Eligibility: post wise different.
Age: post wise different.
Salary: post wise different.
Last Date of Online Application : 31st August, 2022.
………………………………………………….
ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড পঞ্চকর্ম টেকনিশিয়ান, পঞ্চকর্ম অ্যাটেন্ড্যান্ট, স্টাফ নার্স, জুনিয়র প্রোগ্রাম ম্যানেজার (টেকনিক্যাল), প্রোগ্রাম ম্যানেজার (অ্যাডমিনিস্ট্রেটিভ), যোগা থেরাপিস্ট, অডিয়োলজিস্ট, অপথ্যালমিক টেকনিশিয়ান / অপ্টোমেট্রিস্ট, ওটি টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি অফিসার, মেডিক্যাল অফিসার (আয়ুর্বেদ), সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (টেকনিক্যাল), পাবলিক রিলেশন অফিসার পদে ৫৪ জন ছেলেমেয়েনিয়োগ করবে৷ নিউ দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ-এর দপ্তরে চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে৷ প্রার্থী বাছাই করবে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৩১ আগস্ট, ২০২২ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) পঞ্চকর্ম টেকনিশিয়ান: মাধ্যমিক বা সমতুল পাশ ও পঞ্চকর্ম টেকনিশিয়ানে ১ বছরের সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে৷ কোনো হাসপাতালে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১৩ (পুরুষ ৪, মহিলা ৮, শালক্য তন্ত্র – মহিলা ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৪,০০০ টাকা৷
(২) পঞ্চকর্ম অ্যাটেন্ড্যান্ট: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ পঞ্চকর্ম থেরাপিস্ট / ম্যাসিওর হিসেবে ৬ মাসের সার্টিফিকেট ও ৬ মাস কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১০ (পুরুষ ৫, মহিলা ৫)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৬,০০০ টাকা৷
(৩) স্টাফ নার্স: বি.এসসি নার্সিং পাশের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বা এম.এসসি নার্সিং পাশের পর ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বা নার্সিংয়ে ডিপ্লোমা পাশের পর ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১২৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩৭,৫০০ টাকা৷
(৪) জুনিয়র প্রোগ্রাম ম্যানেজার (টেকনিক্যাল): যে কোনো শাখায় গ্র্যাজুয়েট (আয়ুশে গ্র্যাজুয়েশন অগ্রগণ্য) ও এমবিএ / এমপিএইচ পাশ হতে হবে৷ ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২৷ এককালীন বেতন: প্রতি মাসে ৫০,০০০ টাকা৷
(৫) প্রোগ্রাম ম্যানেজার (অ্যাডমিনিস্ট্রেটিভ): যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ও এমবিএ / পিজিডিএম পাশ হতে হবে৷ ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ৫০,০০০ টাকা৷
(৬) যোগা থেরাপিস্ট: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ এম.এ (যোগা) / এম.এসসি (যোগা) পাশ হতে হবে৷ ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২৷ এককালীন বেতন: প্রতি মাসে ৫০,০০০ টাকা৷
(৭) অডিয়োলজিস্ট : অডিয়োলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিতে ৪ বছরের গ্র্যাজুয়েট হতে হবে৷ কোনো হাসপাতালে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ২১,৭৫৬ টাকা৷
(৮) অপথ্যালমিক টেকনিশিয়ান / অপ্টোমেট্রিস্ট: অপথ্যালমিক টেকনোলজিতে বি.এসসি পাশের পর ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ ও অপ্টোমেট্রিতে ডিপ্লোমা পাশের পর ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ২১,৭৫৬টাকা৷
(৯) ওটি টেকনিশিয়ান (অপথ্যালমিক): অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্সে বি.এসসি পাশ বা বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশের পর ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ ওটি টেকনিশিয়ানে সার্টিফিকেট / ডিপ্লোমা পাশ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ২১,৭৫৬ টাকা৷
(১০) অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি অফিসার: এম.লিব পাশ হতে হবে৷ অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি অফিসার পদে কোনো সংস্থায় ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার ও লাইব্রেরি সফটওয়্যারের ভালো কাজ জানতে হবে৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩০,০০০ টাকা৷
(১১) মেডিক্যাল অফিসার (আয়ুর্বেদ): সংশ্লিষ্ট বিষয়ে এমডি আয়ুর্বেদ পাশ হতে হবে৷ বয়স: ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৬ (স্ত্রীরোগ ও প্রসুতি তন্ত্র ১, কৌমারভৃত্য ১, পঞ্চকর্ম ২, কায়াচিকিৎসা ২)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৭৫,০০০ টাকা৷
(১২) মেডিক্যাল অফিসার (আয়ুর্বেদ): সংশ্লিষ্ট বিষয়ে এমডি আয়ুর্বেদ পাশ হতে হবে সঙ্গে ১ বছরের ওপিডি ও ক্লিনিক্যাল অভিজ্ঞতা থাকতে হবে৷ ক্যান্সার কেয়ারে অভিজ্ঞতা, সংশ্লিষ্ট বিষয়ে পিএইচ.ডি পাশ ও কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷ বয়স: ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২৷ এককালীন বেতন: প্রতি মাসে ৭৫,০০০ টাকা৷
(১৩) সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (টেকনিক্যাল): যে কোনো শাখায় গ্র্যাজুয়েট (আয়ুশে গ্র্যাজুয়েশন অগ্রগণ্য) ও এমবিএ / এমপিএইচ পাশ হতে হবে৷ ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ৭৫,০০০ টাকা৷
(১৪) পাবলিক রিলেশন অফিসার: আয়ুর্বেদ বা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট বা এমবিএ / এমপিএইচ পাশ হতে হবে৷ জার্নালিজম / পাবলিক রিলেশন বিষয়ে পিজি ডিপ্লোমা পাশ হতে হবে৷ ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ৭০,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.becil.com ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা প্রয়োজন৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি, সই ও অন্যান্য আনুষঙ্গিক নথিপত্র প্রতিটি ১০০ কেবি সাইজের মধ্যে জেপিজি / পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৭৫০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / আর্থিকভাবে অনগ্রসর / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৪৫০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন৷ পরে এর প্রয়োজন হবে৷ এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর ১৮১৷অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://www.becil.com/careers
Get details: Click Here