Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

BECIL IS HIRING 86 DATA ENTRY OPERATOR / বেসিলে ৮৬ ডেটা এন্ট্রি অপারেটর

Advt. No. 139

Online applications are invited for the following post.

Post: Data Entry Operator.

Total vacancy: 86

Eligibility:  Graduate in any discipline and should have knowledge of Typing, Minimum Speed should be 35 wpm in English or 30 wpm in Hindi.

Salary:  21,184/- per month.

Last Date of Online Application: 22nd May, 2022.

……………………………..

ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড ৮৬ জন ‘ডেটা এন্ট্রি অপারেটর’ নিয়োগ করবে৷ চুক্তির ভিত্তিতে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের বিভিন্ন দপ্তরের জন্য এই নিয়োগ হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২২ মে, ২০২২ এর মধ্যে৷ শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে ও ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩৫টি শব্দ বা হিন্দি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷শূন্যপদ: ৮৬৷ এককালীন বেতন: প্রতি মাসে ২১,১৮৪ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.becil.com বা https://becilregistration.com ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইনে আবেদন করার আগে প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে নেবেন৷ প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৭৫০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী / আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের জন্য ৪৫০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন৷ পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট দেখুন৷

Official websitehttps://www.becil.com/

Get detailsClick Here

 

Share it :