Advt. No. 195
Broadcast Engineering Consultants India Limited is inviting applications for the following posts in All India Institute of Ayurveda, North Goa.
Post: Yoga Therapist, IT Engineer, Staff Nurse, Security officer, Pharmacist, Panchakarma Technician, Dresser, Biomedical Engineer, Civil Engineer, Electrical Engineer, Plumber, Electrician, Carpenter, Painter, Gardener, MTS, Data Entry Operator.
Total Vacancy: 35
Eligibility: VIII/ X / XII/ Graduate / ITI Diploma (Post-wise different).
Age-limit: Post-wise different.
Salary: Post-wise different
Application Fee: Rs. 885 (Rs. 531 for SC/ST/EWS/PH candidates).
Last Date of Application: 05/10/2022
……………………..
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ সংস্থা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড ফার্মাসিস্ট, স্টাফ নার্স, ডেটা এন্ট্রি অপারেটর, এমটিএস, পঞ্চকর্ম টেকনিশিয়ান, যোগা থেরাপিস্ট, গার্ডেনার, আইটি ইঞ্জিনিয়ার, ড্রেসার, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, কার্পেন্টার, পেইন্টার, সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সিকিউরিটি অফিসার ও মেডিক্যাল অফিসার পদে ৩৫ জন নিয়োগ করবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ, নর্থ গোয়া-তে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৫ অক্টোবর, ২০২২-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) ফার্মাসিস্ট: বিফার্মা / বিফার্মা (আয়ুর্বেদ) পাশ, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক অথবা ডিপ্লোমা ইন আয়ুর্বেদিক ফার্মাসি পাশ, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪৷ বেতন: ২৮,০০০ টাকা৷
(২) স্টাফ নার্স: বিএসসি নার্সিং / বিএসসি নার্সিং (আয়ুর্বেদ) পাশ, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক বা এমএসসি নার্সিং / এমএসসি নার্সিং (আয়ুর্বেদ) পাশ, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক বা ডিপ্লোমা ইন নার্সিং (জিএনএম / এএনএম আয়ুর্বেদ), সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪৷ বেতন: ৩৭,৫০০ টাকা৷
(৩) ডেটা এন্ট্রি অপারেটর: যে কোনো বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ, কম্পিউটার অ্যাপ্লিকেশনে ১ বছরের ডিপ্লোমা পাশ ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩৷ বেতন: সরকারি নিয়ম অনুযায়ী৷
(৪) এমটিএস: উচ্চমাধ্যমিক পাশ হতে হবে ও কম্পিউটার জ্ঞান থাকা আবশ্যক৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩৷ বেতন: সরকারি নিয়ম অনুযায়ী৷
(৫) পঞ্চকর্ম টেকনিশিয়ান: মাধ্যমিক পাশ ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক বা উচ্চমাধ্যমিক পাশ ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক, সঙ্গে ১ বছরের ডিপ্লোমা ইন পঞ্চকর্ম পাশ হতে হবে৷ বয়স: ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (পুরুষ ১, মহিলা ১)৷ বেতন: ২৮,০০০ টাকা৷
(৬) গার্ডেনার: অষ্টম শ্রেণি পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৷ বেতন: সরকারি নিয়ম অনুযায়ী৷
(৭) যোগা থেরাপিস্ট: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর-সহ যোগা বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ বেতন: ৫০,০০০ টাকা৷
(৮) আইটি ইঞ্জিনিয়ার: বিসিএস বা বিসিএ বা বিএসসি (কম্পিউটার) বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং / ইনফরমেশন টেকনোলজি বিষয়ে প্রথম শ্রেণিতে ডিপ্লোমা পাশ হতে হবে, সঙ্গে এএমসি সম্পর্কিত কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক অথবা এমসিএস বা এমসিএ বা এমএসসি (কম্পিউটার) বা এমএসসি (আইটি) বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং / ইনফরমেশন টেকনোলজি বিষয়ে বিই / বিটেক পাশ হতে হবে, সঙ্গে এএমসি সম্পর্কিত কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ বেতন: ৫০,০০০ টাকা৷
(৯) ড্রেসার: মাধ্যমিক পাশ হতে হবে এবং ড্রেসিং ও ফার্স এইড বিষয়ে সেন্ট জন অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন প্রদত্ত সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ বেতন: ২০,০০০ টাকা৷
(১০) বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার: বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় বিই / বিটেক বা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ হসপিটালে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ বয়স: ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ বেতন: ৭০,০০০ টাকা৷
(১১) প্লাম্বার: সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ বেতন: সরকারি নিয়ম অনুযায়ী৷
(১২) ইলেকট্রিশিয়ান: সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ বেতন: সরকারি নিয়ম অনুযায়ী৷
(১৩) কার্পেন্টার: সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ বেতন: সরকারি নিয়ম অনুযায়ী৷
(১৪) পেইন্টার: সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ বেতন: সরকারি নিয়ম অনুযায়ী৷
(১৫) সিভিল ইঞ্জিনিয়ার: সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় বিই / বিটেক পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক বা সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ হসপিটালে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ বয়স: ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ বেতন: ৩৫,৪০০ টাকা৷
(১৬) ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় বিই / বিটেক পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ হসপিটালে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ বয়স: ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ বেতন: ৩৫,৪০০ টাকা৷
(১৭) সিকিউরিটি অফিসার: প্রাক্তন সমরকর্মী হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ৫০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ বেতন: ৩৫,০০০ টাকা৷
(১৮) মেডিক্যাল অফিসার: এমডি / এমএস (আয়ু) পাশ হতে হবে৷ বয়স: ৫০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬ (কায়াচিকিৎসা ১, স্ত্রীরোগ ও প্রসূতি ১, পঞ্চকর্ম ১, কৌমারভৃত্য ১, শালাক্য ১, শল্যতন্ত্র ১)৷ বেতন: ৭৫,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.becil.com ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর রঙিন পাসপোর্ট ছবি, সই, জন্ম প্রমাণপত্র / মাধ্যমিক সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়) জেপিজি/পিডিএফ ফরম্যাটে ১০০ কেবি সাইজের মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি ৮৮৫ টাকা (তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের বেলায় ৫৩১ টাকা) অনলাইনে জমা করতে হবে৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট আউট নিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: টেস্ট / লিখিত পরীক্ষা / স্কিল টেস্ট / ইন্টারভিউ-এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: www.becil.com
Official Notification: Click Here