Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

BECIL RECRUITS 10 STAFFS IN NATRAX / কেন্দ্রীয় সংস্থায় ১০

Vacancy Advt. No.  240

Applications are invited by BECIL(RO), Bangalore Office for recruitment of manpower purely on contract basis for Deployment at National Automotive Test Tracks (NATRAX), NH-52, Old Agra-Mumbai Highway, Post Khandwa (Near Pithampur), District Dhar – 454774 Madhya Pradesh.

Post: Engineer – EV, Technician Laboratory, Technical Assistant – Vehicle Testing, Technical Assistant – Homologation Testing, Engineer (EVBattery Testing), Technician /Technical Assistant – EV Lab, Jr. Engineer – PWT/ CAE, Technical Assistant/ Jr. Engineer –Mech Maintenance, Executive Asst. –Secretarial work, Jr. Executive /Executive –Procurement &Stores.

Total vacancy: 10. Engineer – EV: 1, Technician Laboratory: 1, Technical Assistant – Vehicle Testing: 1, Technical Assistant – Homologation Testing: 1, Engineer (EVBattery Testing): 1, Technician /Technical Assistant – EV Lab: 1, Jr. Engineer – PWT/ CAE: 1, Technical Assistant/ Jr. Engineer –Mech Maintenance: 1, Executive Asst. –Secretarial work: 1, Jr. Executive /Executive –Procurement &Stores: 1.

Eligibility: post wise different.

Age Limit: post wise different.

Salary: post wise different.

Last Date for Submit Application via E-mail: 15th January, 2023

…………………….

ন্যাশনাল অটোমোটিভ টেস্ট ট্র্যাকসে ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান ল্যাবরেটরি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র এক্সিকিউটিভ / এক্সিকিউটিভ পদে ১০ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ চুক্তির ভিত্তিতে নিয়োগ করবে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসাল্ট্যান্টস ইন্ডিয়া লিমিটেড৷ দরখাস্ত ই-মেল করতে হবে ১৫ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে এই মেল আইডি-তে hr.bengaluru@becil.com৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) ইঞ্জিনিয়ার (ইভি): ইলেকট্রিক্যাল / মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই / বি.টেক পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৫ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ৩৪ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ৪২,০০০ টাকা থেকে ৪৬,০০০ টাকা৷

(২) টেকনিশিয়ান ল্যাবরেটরি: ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স ট্রেডে আইটিআই পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৫ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৮,০০০ টাকা৷

(৩) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট – ভেহিকেল টেস্টিং: মেকানিক্যাল / অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৫ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩০,০০০ টাকা৷

(৪) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট – হোমোলোগেশন টেস্টিং: মেকানিক্যাল  ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৫ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩০,০০০ টাকা৷

(৫) ইঞ্জিনিয়ার (ইভি – ব্যাটারি টেস্টিং): মেকানিক্যাল / ইলেকট্রনিক্স  ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই / বি.টেক পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৫ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ৩৪ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ৪২,০০০ টাকা থেকে ৪৬,০০০ টাকা৷

(৬) টেকনিশিয়ান / টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট – ইভি ল্যাব: ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স  ট্রেডে আইটিআই / ডিপ্লোমা পাশ হতে হবে৷ আইটিআই পাশ প্রার্থীদের বেলায় ৫ বছর ও ডিপ্লোমা পাশ প্রার্থীদের বেলায় ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৫ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৪,০০০ টাকা থেকে ২৮,০০০ টাকা৷

(৭) জুনিয়র ইঞ্জিনিয়ার – পিডব্লুটি / সিএই: মেকানিক্যাল / অটোমোবাইল  ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই পাশ হতে হবে ও ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৫ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩০,০০০ টাকা৷

(৮) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট / জুনিয়র ইঞ্জিনিয়ার – মেকানিক্যাল মেন্টেন্যান্স: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই / বি.টেক / ডিপ্লোমা পাশ হতে হবে৷ ডিপ্লোমা পাশ প্রার্থীদের বেলায় ৫ বছর ও বি.ই পাশ প্রার্থীদের বেলায় ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৫ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩০,০০০ টাকা থেকে ৩৬,০০০ টাকা৷

(৯) এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট – সেক্রেটারিয়াল ওয়ার্ক: যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ও সেক্রেটারিয়াল ওয়ার্কে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৫ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৮,০০০ টাকা৷

(১০) জুনিয়র এক্সিকিউটিভ / এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট – প্রোকিউরমেন্ট অ্যান্ড স্টোর: ইঞ্জিনিয়ারিং / কমার্স / সায়েন্স শাখায় গ্র্যাজুয়েট হতে হবে ও ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৫ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৫,০০০ টাকা৷

আবেদন : নিজের সম্পূর্ণ জীবনপঞ্জি এবং আনুষঙ্গিক নথিপত্র স্ক্যান করে মেল করে দিতে হবে৷ অতিরিক্ত  তথ্যের জন্য দেখুন www.becil.com ওয়েবসাইট৷

Official websitehttps://www.becil.com/vacancies

Get detailsClick Here

 

Share it :