Vacancy Advt. No. 240
Applications are invited by BECIL(RO), Bangalore Office for recruitment of manpower purely on contract basis for Deployment at National Automotive Test Tracks (NATRAX), NH-52, Old Agra-Mumbai Highway, Post Khandwa (Near Pithampur), District Dhar – 454774 Madhya Pradesh.
Post: Engineer – EV, Technician Laboratory, Technical Assistant – Vehicle Testing, Technical Assistant – Homologation Testing, Engineer (EVBattery Testing), Technician /Technical Assistant – EV Lab, Jr. Engineer – PWT/ CAE, Technical Assistant/ Jr. Engineer –Mech Maintenance, Executive Asst. –Secretarial work, Jr. Executive /Executive –Procurement &Stores.
Total vacancy: 10. Engineer – EV: 1, Technician Laboratory: 1, Technical Assistant – Vehicle Testing: 1, Technical Assistant – Homologation Testing: 1, Engineer (EVBattery Testing): 1, Technician /Technical Assistant – EV Lab: 1, Jr. Engineer – PWT/ CAE: 1, Technical Assistant/ Jr. Engineer –Mech Maintenance: 1, Executive Asst. –Secretarial work: 1, Jr. Executive /Executive –Procurement &Stores: 1.
Eligibility: post wise different.
Age Limit: post wise different.
Salary: post wise different.
Last Date for Submit Application via E-mail: 15th January, 2023
…………………….
ন্যাশনাল অটোমোটিভ টেস্ট ট্র্যাকসে ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান ল্যাবরেটরি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র এক্সিকিউটিভ / এক্সিকিউটিভ পদে ১০ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ চুক্তির ভিত্তিতে নিয়োগ করবে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসাল্ট্যান্টস ইন্ডিয়া লিমিটেড৷ দরখাস্ত ই-মেল করতে হবে ১৫ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে এই মেল আইডি-তে hr.bengaluru@becil.com৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) ইঞ্জিনিয়ার (ইভি): ইলেকট্রিক্যাল / মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই / বি.টেক পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৫ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ৩৪ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ৪২,০০০ টাকা থেকে ৪৬,০০০ টাকা৷
(২) টেকনিশিয়ান ল্যাবরেটরি: ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স ট্রেডে আইটিআই পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৫ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৮,০০০ টাকা৷
(৩) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট – ভেহিকেল টেস্টিং: মেকানিক্যাল / অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৫ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩০,০০০ টাকা৷
(৪) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট – হোমোলোগেশন টেস্টিং: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৫ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩০,০০০ টাকা৷
(৫) ইঞ্জিনিয়ার (ইভি – ব্যাটারি টেস্টিং): মেকানিক্যাল / ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই / বি.টেক পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৫ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ৩৪ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ৪২,০০০ টাকা থেকে ৪৬,০০০ টাকা৷
(৬) টেকনিশিয়ান / টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট – ইভি ল্যাব: ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স ট্রেডে আইটিআই / ডিপ্লোমা পাশ হতে হবে৷ আইটিআই পাশ প্রার্থীদের বেলায় ৫ বছর ও ডিপ্লোমা পাশ প্রার্থীদের বেলায় ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৫ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৪,০০০ টাকা থেকে ২৮,০০০ টাকা৷
(৭) জুনিয়র ইঞ্জিনিয়ার – পিডব্লুটি / সিএই: মেকানিক্যাল / অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই পাশ হতে হবে ও ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৫ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩০,০০০ টাকা৷
(৮) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট / জুনিয়র ইঞ্জিনিয়ার – মেকানিক্যাল মেন্টেন্যান্স: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই / বি.টেক / ডিপ্লোমা পাশ হতে হবে৷ ডিপ্লোমা পাশ প্রার্থীদের বেলায় ৫ বছর ও বি.ই পাশ প্রার্থীদের বেলায় ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৫ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩০,০০০ টাকা থেকে ৩৬,০০০ টাকা৷
(৯) এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট – সেক্রেটারিয়াল ওয়ার্ক: যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ও সেক্রেটারিয়াল ওয়ার্কে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৫ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৮,০০০ টাকা৷
(১০) জুনিয়র এক্সিকিউটিভ / এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট – প্রোকিউরমেন্ট অ্যান্ড স্টোর: ইঞ্জিনিয়ারিং / কমার্স / সায়েন্স শাখায় গ্র্যাজুয়েট হতে হবে ও ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৫ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৫,০০০ টাকা৷
আবেদন : নিজের সম্পূর্ণ জীবনপঞ্জি এবং আনুষঙ্গিক নথিপত্র স্ক্যান করে মেল করে দিতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন www.becil.com ওয়েবসাইট৷
Official website: https://www.becil.com/vacancies
Get details: Click Here





