Vacancy No. 214
BECIL invites online applications for recruitment/empanelment of following manpower purely on outsource basis for deployment in a AIIMS, Delhi.
Post: Multi-Tasking Staff, Medical Lab Technologist.
Total vacancy: 40. Multi-Tasking Staff: 20, Medical Lab Technologist: 20.
Eligibility: post wise different.
Age: post wise different.
Salary: post wise different.
Last Date of Online Application : 6th November, 2022.
………………………………..
কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীন ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড ‘মাল্টি টাস্কিং স্টাফ’ ও ‘মেডিক্যাল ল্যাব টেকনোলজিস্ট’ পদে ৪০ জন ছেলেমেয়ে নেবে৷ দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এর দপ্তরে চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৬ নভেম্বর, ২০২২ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) মাল্টি টাস্কিং স্টাফ:মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ বয়স: ৬ নভেম্বর, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২০ (পুরুষ ১৫, মহিলা ৫)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৬,৬১৪ টাকা৷
(২) মেডিক্যাল ল্যাব টেকনোলজিস্ট: মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি / মেডিক্যাল ল্যাবরেটরি সায়েন্সেস (ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি / বায়োকেমিস্ট্রি) বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ বয়স: ৬ নভেম্বর, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২০৷ এককালীন বেতন: প্রতি মাসে ২১,৯৭০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.becil.com ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা প্রয়োজন৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট মাপের ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৮৮৫ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী / আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের বেলায় ৫৩১ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ একাধিক পদে দরখাস্ত করতে হলে অতিরিক্ত পদের বেলায় ৫৯০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী / আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের বেলায় ৩৫৪ টাকা) অতিরিক্ত জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://www.becil.com/vacancies
Get details: Click Here





