Advt. No. BECIL/HR/AIIMS-BHOPAL/Advt.2022/122
Broadcast Engineering Consultants India Limited invites online applications for the following posts on contract basis for deployment in Office of All India Institute of Medical Sciences, Bhopal.
Post: Technical Assistant/ Technician (Anesthesia / Operation Theater), Lab Attendant Gr. II, Medical Record Technician, Cashier, Radio-graphic Technician Grade-I, Senior Mechanic (A/C &R).
Total vacancy: 86. Technical Assistant/ Technician (Anesthesia / Operation Theater): 41, Lab Attendant Gr. II: 3, Medical Record Technician: 34, Cashier: 6, Radio-graphic Technician Grade-I: 1, Senior Mechanic (A/C &R): 1.
Eligibility: post wise different.
Age: post wise different.
Salary: post wise different.
Last Date of Online Application: 11th March, 2022.
……………………………………………………………………………………
কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ মিনিরত্ন কোম্পানি ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডের মাধ্যমে ভোপালের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের দপ্তরে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট / টেকনিশিয়ান, ল্যাব অ্যাটেন্ড্যান্ট, মেডিক্যাল রেকর্ড টেকনিশিয়ান, ক্যাশিয়ার রেডিয়োগ্রাফিক টেকনিশিয়ান, সিনিয়র মেকানিক পদে চুক্তির ভিত্তিতে ৮৬ জন ছেলেমেয়েনিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১১ মার্চ, ২০২২ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট / টেকনিশিয়ান (অ্যানাস্থেশিয়া / অপারেশন থিয়েটার): ও.টি টেকনিকে বি.এসসি পাশ সঙ্গে সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা অথবা বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর ও.টি টেকনিকে ডিপ্লোমা পাশ সঙ্গে সংশ্লিষ্ট কাজে ৮ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪১৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩৩,৪৫০ টাকা৷
(২) ল্যাব অ্যাটেন্ড্যান্ট গ্রেড টু: বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা পাশ সঙ্গে সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৯,৯০০ টাকা৷
(৩) মেডিক্যাল রেকর্ড টেকনিশিয়ান: মেডিক্যাল রেকর্ডসে বি.এসসি পাশ অথবা বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর মেডিক্যাল রেকর্ডে ৬ মাসের ডিপ্লোমা / সার্টিফিকেট কোর্স পাশ সঙ্গে সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ কম্পিউটার জানতে হবে৷ কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩৫টি শব্দ বা হিন্দি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩৪৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৩,৫৫০ টাকা৷
(৪) ক্যাশিয়ার: বি.কম পাশ হতে হবে৷ কোনো সরকারি সংস্থায় অ্যাকাউন্টিংয়ের কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ কম্পিউটার জানতে হবে৷ বয়স: ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৩,৫৫০ টাকা৷
(৫) রেডিয়োগ্রাফিক টেকনিশিয়ান গ্রেড ১: রেডিয়োগ্রাফিতে বি.এসসি (অনার্স) পাশ হতে হবে অথবা রেডিয়োগ্রাফিতে ২ বছরের ডিপ্লোমা পাশ সঙ্গে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানলে ভালো হয়৷ বয়স: ২১ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩৩,৪৫০ টাকা৷
(৬) সিনিয়র মেকানিক (এসি অ্যান্ড আর): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ এয়ার কন্ডিশন অ্যান্ড রেফ্রিজারেটর ট্রেডে আইটিআই / ডিপ্লোমা পাশ হতে হবে৷ ৮ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ১৮ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৩,৫৫০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.becil.com ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৭৫০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী / আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের বেলায় ৪৫০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://www.becil.com/
Get details: Click Here