Bengal Engineer Group and Centre, Roorkee invites applications for recruitment to the following posts.
Post: LDC, Storekeeper-III, Civilian Trade Instructor, Cook, Lascar, MTS (Watchman), MTS (Gardener), MTS (Safaiwala), Washerman, Barber.
Total Vacancy: 52
LDC – 4
Civilian Trade Instructor – 3
Storekeeper – 3
Cook – 19
Lascar – 2
MTS (Watchman) – 5
MTS (Gardener) – 5
MTS (Safaiwala) – 4
Washerman – 3
Barber – 4
Eligibility:
LDC – 12th Class pass or its equivalent, Typing proficiency.
Storekeeper Grade-III – 12th Class pass or its equivalent.
Civilian Trade Instructor – Matriculation pass or equivalent with Industrial Training Institute or National Certificate of Trade & Vocational Training in the concerned trade.
Cook – Matriculation pass or equivalent. Must have knowledge of Indian Cooking and proficiency in trade.
Lasker, MTS, Barber, Washerman – Matriculation pass or equivalent.
Age limit: 18 to 25 years
Pay scale: LDC, Storekeeper Gd-III, Civilian Trade Instructor, Cook- Rs. 19900+ allowances, Other posts- Rs. 18000 + allowances.
Last Date of Receipt of Application: 10th April, 2022.
……………………………………………………………………………………………………..
কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ বেঙ্গল ইঞ্জিনিয়ার গ্রুপ অ্যান্ড সেন্টার রুরকি এলডিসি, স্টোরকিপার-থ্রি, সিভিলিয়ান ট্রেড ইন্সট্রাক্টর, কুক, এমটিএস (ওয়াচম্যান), এমটিএস (গার্ডেনার), এমটিএস (সাফাইওয়ালা), লস্কর, এমটিএস (ওয়াশারম্যান), বার্বার পদে ৫২ জন ডিফেন্স সিভিলিয়ান নিয়োগ করবে৷ বয়স হতে হবে ১০ এপ্রিল, ২০২২-এর হিসেবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে৷ ওবিসি প্রার্থীদের বেলায় ৩ বছর, তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের বেলায় ৫ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ১০ বছর (তপশিলি সম্প্রদায়ভুক্ত হলে অতিরিক্ত ৫ বছর ও ওবিসি হলে অতিরিক্ত ৩ বছর) বয়সের ছাড় পাবেন৷ দরখাস্ত পাঠাতে হবে ১০ এপ্রিল, ২০২২-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা : (১) এলডিসি: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ প্রতি মিনিটে ইংরাজিতে ৩৫ টি শব্দ বা হিন্দিতে ৩৫ টি শব্দ টাইপ করার গতি থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ৪ (অসংরক্ষিত)৷ মূল বেতন: ১৯,৯০০ টাকা ও অন্যান্য সুবিধা৷
(২) স্টোরকিপার গ্রেড-III: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে, এমএস ওয়ার্ড সহ কম্পিউটার বিষয়ক জ্ঞান থাকলে ও স্টোরকিপার/স্টোর ম্যানেজমেন্ট বিষয়ে সার্টিফিকেট কোর্স করা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, ওবিসি ২)৷ মূল বেতন: ১৯,৯০০ টাকা ও অন্যান্য সুবিধা৷
(৩) সিভিল ট্রেড ইন্সট্রাক্টর: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ইলেকট্রিশিয়ান, ড্রাফটসম্যান ও প্রিন্টিং প্রেস অপারেটর ট্রেডে আইটিআই বা ন্যাশনাল সার্টিফিকেট অফ ট্রেড অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ৩ (তঃউঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ মূল বেতন: ১৯,৯০০ টাকা ও অন্যান্য সুবিধা৷
(৪) কুক: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ভারতীয় রান্না ভালো জানতে হবে ও সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ১৯ (জেনাঃ ১০, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ২টি পদ সংরক্ষিত৷ মূল বেতন: ১৯,৯০০ টাকা ও অন্যান্য সুবিধা৷
(৫) এমটিএস (ওয়াচম্যান) : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা ও ১ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ৩ তঃউঃজাঃ ১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ মূল বেতন: ১৮,০০০ টাকা ও অন্যান্য সুবিধা৷
(৬) এমটিএস (গার্ডেনার): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা ও ১ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ৪, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ২টি পদ সংরক্ষিত৷ মূল বেতন: ১৮,০০০ টাকা ও অন্যান্য সুবিধা৷
(৭) এমটিএস (সাফাইওয়ালা): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা ও ১ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ৩, ওবিসি ১)৷ এর মধ্যে ১টি পদ প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য সংরক্ষিত৷ মূল বেতন: ১৮,০০০ টাকা ও অন্যান্য সুবিধা৷
(৮) লস্কর: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা ও ১ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ২ (আর্থিকভাবে অনগ্রসর)৷ মূল বেতন: ১৮,০০০ টাকা ও অন্যান্য সুবিধা৷
(৯) ওয়াশারম্যান: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে দক্ষ হতে হবে৷ শূন্যপদ: ৩ (অসংরক্ষিত)৷ মূল বেতন: ১৮,০০০ টাকা ও অন্যান্য সুবিধা৷
(১০) বার্বার: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ২, ওবিসি ১, তঃজাঃ ১)৷ এর মধ্যে ১টি পদ প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য সংরক্ষিত৷ মূল বেতন: ১৮,০০০ টাকা ও অন্যান্য সুবিধা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে A4 সাইজের কাগজে নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট স্থানে প্রার্থীর সাম্প্রতিককালে তোলা স্ব-প্রত্যয়িত পাসপোর্ট ছবি সেঁটে দিতে হবে৷ পূরণ করা দরখাস্তের সাথে মাধ্যমিক পাশ সার্টিফিকেট (জন্ম প্রমাণপত্র), অন্যান্য শিক্ষাগত যোগ্যতার যাবতীয় সার্টিফিকেট, আধার কার্ড ও প্যান কার্ড, অভিজ্ঞতার শংসাপত্র (যদি প্রযোজ্য হয়), কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), শারীরিক প্রতিবন্ধকতার প্রমাণপত্র (যদি প্রযোজ্য হয়), স্বামীর ডেথ সার্টিফিকেট/ ডিভোর্স সার্টিফিকেট/ পুনর্বিবাহ না করা সম্পর্কিত নিজ বক্তব্য (মহিলাদের বেলায়)-এর স্ব-প্রত্যয়িত প্রতিলিপি এবং সাম্প্রতিককালে তোলা অতিরিক্ত দুটি স্ব-প্রত্যয়িত পাসপোর্ট ছবি ও নিজের নাম ঠিকানা লেখা দুইটি খাম (২২ টাকার পোস্টাল স্ট্যাম্প সহ) একত্রে অন্য একটি খামে ভরে তার উপর ‘APPLICATION FOR THE POST OF…………in Category… (UR/OBC/SC/ST/EWS) (ESM/PWD) লিখে স্পিড পোস্ট/ রেজিস্টার্ড পোস্ট-এর মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায়-To The Commandant– Bengal Engineer Group and Centre, Roorkee, Uttarakhand —247667’’৷
প্রার্থী বাছাই পদ্ধতি: শিক্ষাগত যোগ্যতা, লিখিত পরীক্ষা ও স্কিল টেস্ট / প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷
Proforma: Click Here