Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

BHARAT ELECTRONICS LTD. RECRUITS 84 ENGINEERS/ ভারত ইলেকট্রনিক্সে ৮৪ ইঞ্জিনিয়ার

Bharat Electronics Limited invites online applications for the following posts.

Post: Trainee Engineer I, Project Engineer I.

Total vacancy: 84.

Eligibility: post wise different.

Age limit: post wise different.

Salary:  post wise different.

Last Date of Submit Application: 31 December, 2021.

……………………………………………………………………….

কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ট্রেনি ইঞ্জিনিয়ার ও প্রোজেক্ট ইঞ্জিনিয়ার পদে ৮৪ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত পাঠাতে হবে ৩১ ডিসেম্বর, ২০২১ এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) ট্রেনি ইঞ্জিনিয়ার -I (ইলেকট্রনিক্স),  পোস্ট কোড TEEL:  প্রথম শ্রেণির নম্বর-সহ ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ই অ্যান্ড টি / টেলিকমিউনিকেশনে বি.ই / বি.টেক / বি.এসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের পাশ নম্বর থাকলে আবেদনের যোগ্য৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ৩১ ডিসেম্বর, ২০২১ এর হিসেবে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৯৷ এককালীন বেতনক্রম: নিয়োগ হবে ১ বছরের চুক্তিতে যা সর্বাধিক ৩ বছর পর্যন্ত বাড়তে পারে৷ প্রথম বছর প্রতি মাসে ২৫,০০০ টাকা, দ্বিতীয় বছর প্রতি মাসে ২৮,০০০ টাকা, তৃতীয় বছর প্রতি মাসে ৩১,০০০ টাকা বেতন পাওয়া যাবে৷

(২) ট্রেনি ইঞ্জিনিয়ার-I (মেকানিক্যাল),  পোস্ট কোড TEME:  প্রথম শ্রেণির নম্বর-সহ মেকানিক্যাল শাখায় বি.ই / বি.টেক / বি.এসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের পাশ নম্বর থাকলে আবেদনের যোগ্য৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ৩১ ডিসেম্বর, ২০২১ এর হিসেবে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১১৷ এককালীন বেতনক্রম: নিয়োগ হবে ১ বছরের চুক্তিতে যা সর্বাধিক ৩ বছর পর্যন্ত বাড়তে পারে৷ প্রথম বছর প্রতি মাসে ২৫,০০০ টাকা, দ্বিতীয় বছর প্রতি মাসে ২৮,০০০ টাকা, তৃতীয় বছর প্রতি মাসে ৩১,০০০ টাকা বেতন পাওয়া যাবে৷

(৩) ট্রেনি ইঞ্জিনিয়ার-I (কম্পিউটার সায়েন্স), পোস্ট কোড TECS:  প্রথম শ্রেণির নম্বর-সহ কম্পিউটার সায়েন্স শাখায় বি.ই / বি.টেক / বি.এসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের পাশ নম্বর থাকলে আবেদনের যোগ্য৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ৩১ ডিসেম্বর, ২০২১ এর হিসেবে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩৷ এককালীন বেতনক্রম: নিয়োগ হবে ১ বছরের চুক্তিতে যা সর্বাধিক ৩ বছর পর্যন্ত বাড়তে পারে৷ প্রথম বছর প্রতি মাসে ২৫,০০০ টাকা, দ্বিতীয় বছর প্রতি মাসে ২৮,০০০ টাকা, তৃতীয় বছর প্রতি মাসে ৩১,০০০ টাকা বেতন পাওয়া যাবে৷

(৪) প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-I (ইলেকট্রনিক্স), পোস্ট কোড PEEL: প্রথম শ্রেণির নম্বর-সহ ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ই অ্যান্ড টি / টেলিকমিউনিকেশনে বি.ই / বি.টেক / বি.এসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের পাশ নম্বর থাকলে আবেদনের যোগ্য৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ৩১ ডিসেম্বর, ২০২১ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩৬৷ এককালীন বেতনক্রম: নিয়োগ হবে ২ বছরের চুক্তিতে যা সর্বাধিক ৪ বছর পর্যন্ত বাড়তে পারে৷ প্রথম বছর প্রতি মাসে ৩৫,০০০ টাকা, দ্বিতীয় বছর প্রতি মাসে ৪০,০০০ টাকা, তৃতীয় বছর প্রতি মাসে ৪৫,০০০ টাকা, চতুর্থ বছর প্রতি মাসে ৫০,০০০ টাকা বেতন পাওয়া যাবে৷

(৫) প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-I  (মেকানিক্যাল),  পোস্ট কোড PEME: প্রথম শ্রেণির নম্বর-সহ মেকানিক্যাল শাখায় বি.ই / বি.টেক / বি.এসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের পাশ নম্বর থাকলে আবেদনের যোগ্য৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ৩১ ডিসেম্বর, ২০২১ এর হিসেবে ২৮বছরের মধ্যে৷ শূন্যপদ: ৮৷ এককালীন বেতনক্রম: নিয়োগ হবে ২ বছরের চুক্তিতে যা সর্বাধিক ৪ বছর পর্যন্ত বাড়তে পারে৷ প্রথম বছর প্রতি মাসে ৩৫,০০০ টাকা, দ্বিতীয় বছর প্রতি মাসে ৪০,০০০ টাকা, তৃতীয় বছর প্রতি মাসে ৪৫,০০০ টাকা, চতুর্থ বছর প্রতি মাসে ৫০,০০০ টাকা বেতন পাওয়া যাবে৷

(৬) প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-I  (কম্পিউটার সায়েন্স),  পোস্ট কোড PECS:  প্রথম শ্রেণির নম্বর-সহ কম্পিউটার সায়েন্স শাখায় বি.ই / বি.টেক / বি.এসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের পাশ নম্বর থাকলে আবেদনের যোগ্য৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ৩১ ডিসেম্বর, ২০২১ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬৷ এককালীন বেতনক্রম: নিয়োগ হবে ২ বছরের চুক্তিতে যা সর্বাধিক ৪ বছর পর্যন্ত বাড়তে পারে৷ প্রথম বছর প্রতি মাসে ৩৫,০০০ টাকা, দ্বিতীয় বছর প্রতি মাসে ৪০,০০০ টাকা, তৃতীয় বছর প্রতি মাসে ৪৫,০০০ টাকা, চতুর্থ বছর প্রতি মাসে ৫০,০০০ টাকা বেতন পাওয়া যাবে৷

(৭) প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-I  (ইলেকট্রিক্যাল),  পোস্ট কোড PELE:  প্রথম শ্রেণির নম্বর-সহ ইলেকট্রিক্যাল শাখায় বি.ই / বি.টেক / বি.এসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের পাশ নম্বর থাকলে আবেদনের যোগ্য৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ৩১ ডিসেম্বর, ২০২১ এর হিসেবে ২৮বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ এককালীন বেতনক্রম: নিয়োগ হবে ২ বছরের চুক্তিতে যা সর্বাধিক ৪ বছর পর্যন্ত বাড়তে পারে৷ প্রথম বছর প্রতি মাসে ৩৫,০০০ টাকা, দ্বিতীয় বছর প্রতি মাসে ৪০,০০০ টাকা, তৃতীয় বছর প্রতি মাসে ৪৫,০০০ টাকা, চতুর্থ বছর প্রতি মাসে ৫০,০০০ টাকা বেতন পাওয়া যাবে৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.bel-india.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায়  প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে৷ দরখাস্তের ফি ট্রেনি ইঞ্জিনিয়ার পদের বেলায় ২০০ টাকা ও প্রোজেক্ট ইঞ্জিনিয়ার পদের বেলায় ৫০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ/ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না) অনলাইনে জমা দিতে হবে৷ ফি জমা দেবার পর তার রসিদ প্রিন্টআউট করে নেবেন৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে তার সঙ্গে নিম্নলিখিত নথিগুলি জমা দিতে হবে – বয়সের প্রমাণপত্র, সকল শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও শংসাপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে), অভিজ্ঞতার শংসাপত্র, ২ কপি পাসপোর্ট মাপের ছবি, ফি জমা দেবার রিসিট৷ নথিপত্র সহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে স্পিডপোস্টের মাধ্যমে এই ঠিকানায় পাঠাতে হবে – Dy. General Manager (HR), Bharat Electronics Limited, I.E. Nacharam, Hyderabad – 500076৷ প্রার্থী বাছাই পদ্ধতি : প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৭৫ নম্বর), অভিজ্ঞতা (১০ নম্বর),  ভিডিয়ো বেসড ইন্টারভিউয়ের (১৫ নম্বর) মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official website: www.bel-india.in

Get details: Click Here

Share it :