Advt. No. 01 of 2021
Online applications are invited from the citizens of India for recruitment to different category of posts under Birsingha Development Authority Recruitment.
Post: Assistant Engineer (Civil), Sub-Assistant Engineer (Civil), Surveyor, Draftsman.
Eligibility: Post Wise Different.
Age (As on 01.01.2021): (1) Assistant Engineer (Civil): 18-36 Years.
(2) Sub-Assistant Engineer (Civil) : 18-36 Years.
(3) Surveyor: 18-39 Years.
(4) Draftsman: 18-39 Years.
Total Vacancy: 7.
Salary: Post Wise Different.
Online application closing date: 10 February 2021.
Website: www.mscwb.org
…………………………………………………………………………………………………..
বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটিতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল), সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার(সিভিল, সার্ভেয়র, ড্রাফটসম্যান, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক পদে ৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১১ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারী, ২০২১ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা : (১) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিগ্রি পাশ হতে হবে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বয়স : ১ জানুয়ারি ২০২১-এর হিসেবে ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে৷ বেতন : লেভেল ১৬ অনুযায়ী৷ (২) সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) : এআইসিটিই স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বয়স : ১ জানুয়ারি ২০২১-এর হিসেবে ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে৷ বেতন : লেভেল ১২ অনুযায়ী৷ (৩) সার্ভেয়র : উচ্চমাধমিক বা সমতূল পাশের পর সার্ভেতে সার্টিফিকেট/ডিপ্লোমা বা সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বয়স : ১ জানুয়ারি ২০২১-এর হিসেবে ১৮ থেকে ৩৯ বছরের মধ্যে৷ বেতন : লেভেল ৯ অনুযায়ী৷ (৪) ড্রাফটসম্যান : উচ্চমাধমিক বা সমতুল পাশের পর আর্কটেকচার/সিভিল ড্রাফটসম্যানশিপে ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বয়স : ১ জানুয়ারি ২০২১-এর হিসেবে ১৮ থেকে ৩৯ বছরের মধ্যে৷ বেতন : লেভেল ৯ অনুযায়ী৷
(৫) ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট:মাধমিক বা সমতুল পাশ হতে হবে৷ কম্পিউটার জানতে হবে৷ কম্পিউটারে ইংরেজি টাইপিং-এ প্রতি মিনিটে ২০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বয়স : ১ জানুয়ারি ২০২১-এর হিসেবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে৷ বেতন : লেভেল ৬ অনুযায়ী৷
(৬) লোয়ার ডিভিশন ক্লার্ক : মাধমিক বা সমতুল পাশ সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে৷ শূন্যপদ : ২ (জেনা: ১, ত:জা: ১)৷ বয়স : ১ জানুয়ারি ২০২১-এর হিসেবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে৷ বেতন : লেভেল ৬ অনুযায়ী৷
সব পদের বেলায় রাজ্যের ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপসিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি :দরখাস্ত করতে হবে অনলাইে www.mscwb.org ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীদের একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ২২০ টাকা (ত:জা:/ত:উ:জা/শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৭০ টাকা) সিস্টেম জেনারেটেড চালানের মাধ্যমে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের যেকোনো শাখায় জমা দিতে হবে৷ ফি জমা দেওয়ার শেষ তারিখ ১১ ফেব্রুয়ারি, ২০২১৷ ফি জমা দেওয়ার পর সম্পূর্ণ অ্যাপ্লিকেশন সাবমিট করার শেষ তারিখ ১২ ফেব্রুয়ারি, ২০২১৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Click Here To Download The Official Notification : Get Details