Advertisement No. 04 (YP)/2022/ HRD
Bureau of Indian Standards (BIS) is inviting applications for the following posts on contractual basis.
Post: Young Professionals
Total Vacancy: 46
Eligibility: BE/B.Tech/Diploma in relevant Engineering streams, Graduation in any discipline (post-wise different)
Salary: Rs. 70,000
Last Date of Application: 15th July, 2022
………………………………………………….
কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস ইয়ং প্রফেশনালস পদে ৪৬ জন কর্মী নিয়োগ করবে দুই বছরের চুক্তির ভিত্তিতে৷ বয়স হতে হবে ১ জুন, ২০২২ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে৷ প্রতি মাসে এককালীন বেতন হবে ৭০,০০০ টাকা৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১৫ জুলাই, ২০২২-এর মধ্যে৷
ডিপার্টমেন্ট অনুযায়ী যোগ্যতা: (১) ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন ডিপার্টমেন্ট: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ যে কোনও শাখায় গ্র্যাজুয়েট হতে হবে বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ উচ্চতর যোগ্যতা ও সংশ্লিষ্ট বিষয়ক জ্ঞান থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ২২৷
(২) রিসার্চ অ্যানালিসিস: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ যে কোনও শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ উচ্চতর যোগ্যতা / গবেষণার অভিজ্ঞতা / প্রকাশিত গবেষণাপত্র থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ২০৷
(৩) স্ট্যান্ডার্ডাইজেশন ডিপার্টমেন্ট: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং শাখায় বিটেক/বিই বা মাস্টার ডিগ্রি থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ উচ্চতর যোগ্যতা / গবেষণার অভিজ্ঞতা / প্রকাশিত গবেষণাপত্র থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ৪৷
উল্লিখিত সব পদের বেলায় কমপক্ষে ৭৫ শতাংশ নম্বর সহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ হতে হবে৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.bis.gov.com ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে শর্ট-লিস্ট করা প্রার্থীদের প্র্যাকটিক্যাল, লিখিত ও টেকনিক্যাল পরীক্ষা এবং ইন্টারভিউ-এর জন্য ডাকা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: www.bis.gov.in
Official Notification: click here