Advt. No. 1/2022
Birla Industrial & Technological Museum, Kolkata invites applications for the following posts.
Post: Office Assistant (Grade-III), Education Assistant ‘A’, Exhibition Assistant ‘A’, Technician ‘A’ (Fitting), Technician ‘A’ (Carpentry), Technician ‘A’ (Electrical).
Total Vacancy: 7
Eligibility: 10th with ITI, HS, B.Sc., B.A.
Age limit: Office Assistant (Grade-III)- 25 years, Other posts- 35 years (as on 31.01.2022)
Total Emolument: Post wise & recruitment centre wise different.
Application Fee: Rs. 200 (Women/PWD/ESM candidates are exempted)
Last Date of Online Application: 31st January, 2022.
………………………………………………………………………………………..
কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ সংস্থা বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম, কলকাতায় অফিস অ্যাসিস্ট্যান্ট, এডুকেশন অ্যাসিস্ট্যান্ট ‘এ’, এক্সিবিশন অ্যাসিস্ট্যান্ট ‘এ’, টেকনিশিয়ান ‘এ’ পদে ৭ জন কর্মী নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৩১ জানুয়ারি, ২০২২-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড III : উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ১০ মিনিট সময়কালে প্রতি মিনিটে ইংরাজিতে ৩৫টি শব্দ বা হিন্দিতে ৩৫টি শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে৷ বয়স: ৩১শে জানুয়ারি, ২০২২-এর হিসেবে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (আর্থিকভাবে অনগ্রসর ১, ওবিসি ১)৷ নিয়োগ হবে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম, কলকাতা ও নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টার, শিলিগুড়ি-তে৷ মোট বেতন: বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম- ৩৩,২৩৮ টাকা, নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টার- ৩০,৮৪৮ টাকা৷
(২) এডুকেশন অ্যাসিস্ট্যান্ট ‘এ’: ফিজিক্স বা কেমিস্ট্রি সহ সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ ইংরাজি ভাষা বলতে, লিখতে ও পড়তে জানতে হবে৷ স্থানীয় ভাষা জানলে অগ্রাধিকার মিলবে৷ বয়স: ৩১শে জানুয়ারি, ২০২২-এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (আর্থিকভাবে অনগ্রসর)৷ নিয়োগ হবে নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টার, শিলিগুড়ি-তে৷ মোট বেতন: ৪৫,৮৮৬ টাকা৷
(৩) এক্সিবিশন অ্যাসিস্ট্যান্ট ‘এ’: ভিস্যুয়াল আর্টস / ফাইন আর্টস / কমার্শিয়াল আর্টস বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ বয়স: ৩১শে জানুয়ারি, ২০২২-এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ নিয়োগ হবে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম, কলকাতা-তে৷ মোট বেতন: ৫০,৮৫২ টাকা৷
(৪) টেকনিশিয়ান ‘এ’ (ফিটিং): মাধ্যমিক বা সমতুল পাশ ও সংশ্লিষ্ট শাখায় আইটিআই সার্টিফিকেট পাশ হতে হবে৷ দুই বছরের সার্টিফিকেট কোর্স পাশ করা থাকলে এক বছর কাজের অভিজ্ঞতা ও এক বছরের সার্টিফিকেট কোর্স পাশ করা থাকলে দুই বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ৩১শে জানুয়ারি, ২০২২-এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (আর্থিকভাবে অনগ্রসর)৷ নিয়োগ হবে দিঘা সায়েন্স সেন্টার অ্যান্ড ন্যাশনাল সায়েন্স ক্যাম্প, দিঘা-তে৷ মোট বেতন: ২৯,০৪৮ টাকা৷
(৫) টেকনিশিয়ান ‘এ’ (কারপেন্ট্রি): মাধ্যমিক বা সমতুল পাশ ও সংশ্লিষ্ট শাখায় আইটিআই সার্টিফিকেট পাশ হতে হবে৷ দুই বছরের সার্টিফিকেট কোর্স পাশ করা থাকলে এক বছর কাজের অভিজ্ঞতা ও এক বছরের সার্টিফিকেট কোর্স পাশ করা থাকলে দুই বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ৩১শে জানুয়ারি, ২০২২-এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (আর্থিকভাবে অনগ্রসর)৷ নিয়োগ হবে ডিসট্রিক্ট সায়েন্স সেন্টার, পুরুলিয়া-তে৷ মোট বেতন: ২৯,০৪৮ টাকা৷
(৬) টেকনিশিয়ান ‘এ’ (ইলেকট্রিক্যাল): মাধ্যমিক বা সমতুল পাশ ও সংশ্লিষ্ট শাখায় আইটিআই সার্টিফিকেট পাশ হতে হবে৷ দুই বছরের সার্টিফিকেট কোর্স পাশ করা থাকলে এক বছর কাজের অভিজ্ঞতা ও এক বছরের সার্টিফিকেট কোর্স পাশ করা থাকলে দুই বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ৩১শে জানুয়ারি, ২০২২-এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (আর্থিকভাবে অনগ্রসর)৷ নিয়োগ হবে নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টার, শিলিগুড়ি-তে৷ মোট বেতন: ৩০,৮৪৮ টাকা৷
আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.bitm.gov.inrecruitment ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্ত ফি ২০০ টাকা অনলাইনে জমা দিতে হবে ২ ফেব্রুয়ারি, ২০২২-এর মধ্যে৷ মহিলা, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের দরখাস্ত ফি দিতে হবে না৷ দরখাস্ত পূরণের সময় যাবতীয় আনুষঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি (২০০ কেবি সাইজের মধ্যে) পিডিএফ ফরম্যাটে এবং সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি (১০০ কেবি সাইজের মধ্যে) ও সই (১০০ কেবি সাইজের মধ্যে) জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশনের এক কপি প্রিন্ট নিয়ে রাখতে হবে, পরে প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লিখিত ওয়েবসাইট দেখুন৷
Official Website: www.bitm.gov.in/recruitment
Official Notification: Click Here