Recruitment Notice 01/2022
Bombay Engineer Group and Centre, Kirkee, Pune, invites applications for recruitment to the following posts.
Post: Storekeeper Gd-III, Civilian Trade Instructor, Cook, Lascar, MTS (Messenger), MTS (Watchman), MTS (Gardener), MTS (Safaiwala), MTS (Washerman), Barber.
Total Vacancy: 65
Civilian Trade Instructor – 22
Storekeeper Gd-III – 3
Cook – 9
Lascar – 4
MTS (Messenger) – 8
MTS (Watchman) – 7
MTS (Gardener) – 5
MTS (Safaiwala) – 2
MTS (Washerman) – 2
Barber – 1
Eligibility:
Storekeeper Grade-III – 12th Class pass or its equivalent from a recognized Board or University.
Civilian Trade Instructor – Matriculation pass or equivalent with Industrial Training Institute or National Certificate of Trade & Vocational Training in the concerned trade.
Cook – Matriculation pass or equivalent. Must have knowledge of Indian Cooking and proficiency in trade.
Lasker, MTS, Barber – Matriculation pass or equivalent from recognized Board.
Age limit: 18 to 25 years
Pay scale: Storekeeper Gd-III, Civilian Trade Instructor, Cook- Rs. 19900+ allowances, Other posts- Rs. 18000 + allowances.
Last Date of Receipt of Application: 28th January, 2022.
……………………………………………………………………………………….
কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ বম্বে ইঞ্জিনিয়ার গ্রুপ অ্যান্ড সেন্টার স্টোরকিপার, সিভিলিয়ান ট্রেড ইন্সট্রাক্টর, কুক, লস্কর, এমটিএস (মেসেঞ্জার), এমটিএস (ওয়াচম্যান), এমটিএস (গার্ডেনার), এমটিএস (সাফাইওয়ালা), এমটিএস (ওয়াশারম্যান), বার্বার পদে ৬৫ জন ডিফেন্স সিভিলিয়ান নিয়োগ করবে৷ বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে৷ ওবিসি প্রার্থীদের বেলায় ৩ বছর, তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের বেলায় ৫ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ১০ বছর (তপশিলি সম্প্রদায়ভুক্ত হলে অতিরিক্ত ৫ বছর ও ওবিসি হলে অতিরিক্ত ৩ বছর) বয়সের ছাড় পাবেন৷ দরখাস্ত পাঠাতে হবে ২৮ জানুয়ারি, ২০২২-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা : (১) সিভিলিয়ান ট্রেড ইন্সট্রাক্টর: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ রেজিমেন্টাল সার্ভেয়র, টেকনিক্যাল, ইলেকট্রিশিয়ান, ফিটার, ইঞ্জিন আর্টিফাইসার, ওয়েল্ডার, আর্টিসান (কন্সট্রাকশন), আর্টিসান (মেটালার্জি), আর্টিসান (উড ওয়ার্ক), পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, পিসিআর অ্যান্ড ডিএসভি ট্রেডে আইটিআই বা ন্যাশনাল সার্টিফিকেট অফ ট্রেড অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ২২ (জেনাঃ ১১, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ২টি পদ সংরক্ষিত৷ মূল বেতন: ১৯,৯০০ টাকা ও অন্যান্য সুবিধা৷
(২) স্টোরকিপার গ্রেড-III: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে, এমএস ওয়ার্ড সহ কম্পিউটার বিষয়ক জ্ঞান থাকলে ও স্টোরকিপার/স্টোর ম্যানেজমেন্ট বিষয়ে সার্টিফিকেট কোর্স করা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ৩ (অসংরক্ষিত)৷ এর মধ্যে ১টি পদ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত৷ মূল বেতন: ১৯,৯০০ টাকা ও অন্যান্য সুবিধা৷
(৩) কুক: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ভারতীয় রান্না ভালো জানতে হবে ও সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ৯ (জেনাঃ ৬, তঃজাঃ ১, ওবিসি ২)৷ এর মধ্যে ১টি পদ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত৷ মূল বেতন: ১৯,৯০০ টাকা ও অন্যান্য সুবিধা৷
(৪) লস্কর: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা ও ১ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ৫, ওবিসি ১)৷ এর মধ্যে ১টি পদ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত৷ মূল বেতন: ১৮,০০০ টাকা ও অন্যান্য সুবিধা৷
(৫) এমটিএস (মেসেঞ্জার): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা ও ১ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ৮ (জেনাঃ ৫, তঃজাঃ ১, ওবিসি ২)৷ এর মধ্যে ১টি পদ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত৷ মূল বেতন: ১৮,০০০ টাকা ও অন্যান্য সুবিধা৷
(৬) এমটিএস (ওয়াচম্যান) : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা ও ১ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ৭ (জেনাঃ ৫, তঃজাঃ ১, ওবিসি ১)৷ এর মধ্যে ১টি পদ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত৷ মূল বেতন: ১৮,০০০ টাকা ও অন্যান্য সুবিধা৷
(৭) এমটিএস (গার্ডেনার): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা ও ১ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ৪, ওবিসি ১)৷ এর মধ্যে ১টি পদ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত৷ মূল বেতন: ১৮,০০০ টাকা ও অন্যান্য সুবিধা৷
(৮) এমটিএস (সাফাইওয়ালা) : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা ও ১ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ এর মধ্যে ১টি পদ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত৷ মূল বেতন: ১৮,০০০ টাকা ও অন্যান্য সুবিধা৷
(৯) এমটিএস (ওয়াশারম্যান): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে দক্ষ হতে হবে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ এর মধ্যে ১টি পদ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত৷ মূল বেতন: ১৮,০০০ টাকা ও অন্যান্য সুবিধা৷
(১০) বার্বার: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ ১টি পদ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত৷ মূল বেতন: ১৮,০০০ টাকা ও অন্যান্য সুবিধা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে A4 সাইজের কাগজে www.bsakirkee.org ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট স্থানে প্রার্থীর সাম্প্রতিককালে তোলা স্বপ্রত্যয়িত পাসপোর্ট ছবি সেঁটে দিতে হবে৷ পূরণ করা দরখাস্তের সাথে মাধ্যমিক পাশ সার্টিফিকেট (জন্ম প্রমাণপত্র), শিক্ষাগত যোগ্যতার যাবতীয় সার্টিফিকেট, আধার কার্ড ও প্যান কার্ড, অভিজ্ঞতার শংসাপত্র (যদি প্রযোজ্য হয়), কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন কার্ড (যদি প্রযোজ্য হয়), শারীরিক প্রতিবন্ধকতার প্রমাণপত্র, স্বামীর ডেথ সার্টিফিকেট/ ডিভোর্স সার্টিফিকেট/ পুনর্বিবাহ না করা সম্পর্কিত নিজ বক্তব্য (মহিলাদের বেলায়)-এর স্ব-প্রত্যয়িত প্রতিলিপি এবং নিজের নাম ঠিকানা লেখা দুইটি খাম (২২ টাকার পোস্টাল স্ট্যাম্প সহ) একত্রে অন্য একটি খামে ভরে তার উপর “APPLICATION FOR THE POST OF ………………… in Category ……… (UR / OBC / SC / ST / EWS) (ESM /PWD) লিখে স্পিড পোস্ট/ রেজিস্টার্ড পোস্ট / অর্ডিনারি পোস্ট-এর মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায “To The Commandant– Bombay Engineer Group and Centre– Kirkee– Pune – 411003”৷
প্রার্থী বাছাই পদ্ধতি: শিক্ষাগত যোগ্যতা, লিখিত পরীক্ষা ও স্কিল টেস্ট / প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লিখিত ওয়েবসাইট দেখুন৷
Official Website: http://www.bsakirkee.org/
Official Notification: Click Here