Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

BORDER ROAD ORGANISATION RECRUITS 354 / বর্ডার রোডস অর্গানাইজেশনে ৩৫৪ কর্মী

Advt. No. 02/2021

Border Road Organisation invites applications for the following posts.

Post: Multi skilled worker painter, Multi skilled worker mess waiter, Vehical Mechanic, Driver Mechanical Transport.

Total vacancy: 354.

Multi skilled worker painter 33, Multi skilled worker mess waiter 12, Vehical Mechanic 293, Driver Mechanical Transport 16.

Eligibility: post wise different.

Age limit: post wise different.

Salary:  post wise different.

Last Date of Online Application: 17 January, 2022.

………………………………………………………………………………..

কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা বর্ডার রোডস অর্গানাইজেশন মাল্টি স্কিলড ওয়ার্কার পেন্টার, মাল্টি স্কিলড ওয়ার্কার মেস ওয়েটার, ভেহিকেল মেকানিক, ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট পদে ৩৫৪ জন ছেলে নিয়োগ করবে৷ দরখাস্ত পাঠাতে হবে ১৭ জানুয়ারি, ২০২২-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) মাল্টি স্কিলড ওয়ার্কার পেন্টার: কোনো  স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ পেন্টার ট্রেডে আইটিআই সার্টিফিকেট / ইন্ডাস্ট্রিয়াল ট্রেড সার্টিফিকেট বা এনসিভিটি / এসসিভিটি সার্টিফিকেট পাশ হতে হবে৷ বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩৩ (তেঃজাঃ ৬, তঃউঃজাঃ ২, ওবিসি ২২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বেতনক্রম: ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷

(২) মাল্টি স্কিলড মেস ওয়েটার: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ প্রফিসিয়েন্সি টেস্টে পাশ হতে হবে৷ বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১২ (জেনাঃ ৭, তঃজাঃ ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷

(৩) ভেহিকেল মেকানিক: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ মোটর ভেহিকেল / ডিজেল / হিট ইঞ্জিন মেকানিকের সার্টিফিকেট থাকতে হবে বা কোনো ডিফেন্স ইনস্টিটিউট থেকে ডিফেন্স ট্রেড সার্টিফিকেট পাশ হতে হবে৷ বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৯৩ (জেনাঃ ১২১, তঃজাঃ ৫১, তঃউঃজাঃ ২৮, ওবিসি ৬৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২৯)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷

(৪) ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ মোটর ভেহিকেল / ডিজেল / হিট ইঞ্জিন মেকানিকের সার্টিফিকেট থাকতে হবে বা কোনো ডিফেন্স ইনস্টিটিউট থেকে ডিফেন্স ট্রেড সার্টিফিকেট পাশ হতে হবে৷ বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৬ (জেনাঃ ৮, তঃউঃজাঃ ৭, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷

উল্লিখিত সব পদের বেলায় ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন৷

রিজিয়ন অনুযায়ী ছেলেদের শারীরিক মাপজোক: (১) ওয়েস্টার্ন হিমালয়্যান রিজিয়ন: উচ্চতা হতে হবে কমপক্ষে ১৫৮ সেমি, বুকের ছাতি না ফুলিয়ে ৭৫ সেমি ও ফুলিয়ে ৮০ সেমি, ওজন ৪৭.৫ কেজি৷ (২) ইস্টার্ন হিমালয়্যান রিজিয়ন: উচ্চতা হতে হবে কমপক্ষে ১৫২ সেমি, বুকের ছাতি না ফুলিয়ে ৭৫ সেমি ও ফুলিয়ে ৮০ সেমি, ওজন ৪৭.৫ কেজি৷ (৩) ওয়েস্ট প্লেইন রিজিয়ন: উচ্চতা হতে হবে কমপক্ষে ১৬২.৫ সেমি, বুকের ছাতি না ফুলিয়ে ৭৬ সেমি ও ফুলিয়ে ৮১ সেমি, ওজন ৫০ কেজি৷ (৪) ইস্টার্ন প্লেইন রিজিয়ন: উচ্চতা হতে হবে কমপক্ষে ১৫৭ সেমি, বুকের ছাতি না ফুলিয়ে ৭৫ সেমি ও ফুলিয়ে ৮০ সেমি, ওজন ৫০ কেজি৷ (৫) সেন্ট্রাল রিজিয়ন: উচ্চতা হতে হবে কমপক্ষে ১৫৭ সেমি, বুকের ছাতি না ফুলিয়ে ৭৫ সেমি ও ফুলিয়ে ৮০ সেমি, ওজন ৫০ কেজি৷ (৬) সাদার্ন রিজিয়ন: উচ্চতা হতে হবে কমপক্ষে ১৫৭ সেমি, বুকের ছাতি না ফুলিয়ে ৭৫ সেমি ও ফুলিয়ে ৮০ সেমি, ওজন ৫০ কেজি৷ (৭) গোর্খা (ইন্ডিয়ান ডোমিসাইল): উচ্চতা হতে হবে কমপক্ষে ১৫২ সেমি, বুকের ছাতি না ফুলিয়ে ৭৫ সেমি ও ফুলিয়ে ৮০ সেমি, ওজন ৪৭.৫ কেজি৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.bro.gov.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্ত করতে হবে ক্যাপিটাল লেটারে এ-৪ মাপের ৭৫ জিএসএম কাগজে৷ প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায়  ও অ্যাডমিট কার্ডে প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি (৪ সেমি× ৫ সেমি) (কোনো গেজেটেড অফিসার কর্তৃক প্রত্যয়িত) আঠা দিয়ে লাগাতে হবে৷ প্রার্থীকে আরো ৮ কপি অনুরূপ ছবি সঙ্গে রাখতে হবে৷ দরখাস্তের ফি ৫০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়ের প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে আনুষঙ্গিক নথিপত্রের প্রত্যয়িত / স্বপ্রত্যয়িত প্রতিলিপি একটি মুখবন্ধ করা খামে ভরে ১৭ জানুয়ারি, ২০২২-এর মধ্যে এই ঠিকানায় পাঠাতে হবে – To Commandant, GREF  Center, Dighi Camp, Pune – 411015৷ প্রার্থীকে অবশ্যই খামের উপর লিখতে হবে – Application For The Post Of ………… Category UR / SC / ST / OBC / EWSs / ESM / CPL, Weightage Percentage In Essential Qualification …………৷ Advertisement No.-02/2021৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা ও প্র্যাকটিক্যাল / ট্রেড টেস্টের মাধ্যমে৷ শারীরিক সক্ষমতার পরীক্ষায় ১০ মিনিটের মধ্যে ১ মাইল দৌড় সম্পূর্ণ করতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official website: http://www.bro.gov.in/

Get details: Click Here

 

Share it :