Advt. no. S/FEF/2021-22
Online applications are invited for the following temporary posts to work in Bose Institute Project entitled “Improvement and broad-scale implementation of different biotechnology-oriented programmes for the socio-economic upliftmentof Scheduled Tribe community of West Bengal”.
Post: Project Associate II, Administrative Assistant, Project Assistant, Master Trainer.
Total vacancy: 8. Project Associate II 1, Administrative Assistant 1, Project Assistant 2, Master Trainer 4.
Eligibility: post wise different.
Age limit: post wise different.
Salary: post wise different.
Last Date of Online Application: 24 November, 2021 till 5 pm
………………………………………………………………….
কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা বোস ইনস্টিটিউট প্রোজেক্ট অ্যাসোসিয়েট টু, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট, মাস্টার ট্রেনার পদে ৮ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷“Improvement and broad-scale implementation of different biotechnology-oriented programmes for the socio-economic upliftmentof Scheduled Tribe community of West Bengal” প্রোজেক্টে চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে৷ প্রথম ১ বছরের চুক্তিতে নিয়োগ হবে, পরে তা ২৯ মার্চ, ২০২৪ পর্যন্ত বাড়তে পারে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২৮ নভেম্বর, ২০২১ বিকেল ৫টার মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) প্রোজেক্ট অ্যাসোসিয়েট টু: এম.এসসি পাশ সঙ্গে বায়োলজি বিষয়ে গবেষণার কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ কমিউনিকেশন / প্রেজেন্টেশন ও ইংরেজি ভাষায় দক্ষতা থাকলে ভালো হয়৷ বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ বেতন: প্রতি মাসে ৩৫,০০০ টাকা ও বাড়ি ভাড়া বাবদ ভাতা পাওয়া যাবে৷
(২) অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট: বি.এসসি / বি.কম পাশ হতে হবে৷ বেসিক কম্পিউটার নলেজ ও অ্যাকাউন্টিংয়ের কাজ জানা থাকলে ভালো হয়৷ বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ বেতন: প্রতি মাসে ১৮,০০০ টাকা ও বাড়ি ভাড়া বাবদ ভাতা পাওয়া যাবে৷
(৩) প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট: বি.এসসি পাশ হতে হবে৷ দু’চাকার যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷ রুরাল ডেভেলপমেন্ট ও স্মল স্কেল রিসার্চ স্টাডিজের কাজ জানা থাকলে ভালো হয়৷ বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৷ বেতন: প্রতি মাসে ২০,০০০ টাকা ও বাড়ি ভাড়া বাবদ ভাতা পাওয়া যাবে৷
(৪) মাস্টার ট্রেনার: মাধ্যমিক পাশ হতে হবে৷ ভোকেশনাল ট্রেনিংয়ের সার্টিফিকেট থাকতে হবে৷ দু’চাকার যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷ রুরাল ডেভেলপমেন্টের কাজে অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪৷ বেতন: দৈনিক ৭১০ টাকা (মাসে ২৬ দিন কাজ করতে হবে)৷
সব পদের বেলায় ওবিসি ও তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনেwww.jcbose.ac.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ২ কপি প্রিন্টআউট করে নেবেন৷ ১ কপি নিজের কাছে রেখে দেবেন, অপর কপিটির সঙ্গে পাসপোর্ট মাপের রঙিন ছবি ও আনুষঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি একটি মুখবন্ধ করা খামে ভরে ১ ডিসেম্বর, ২০২১ এর মধ্যে এই ঠিকানায় পাঠাতে হবে -To The Registrar (Officiating), Bose Institute, Block: EN-80, Sector-V, Bidhannagar, Kolkata – 700091৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: http://www.jcbose.ac.in/
Get details: http://www.jcbose.ac.in/uploads/ADVT/21/p_4.pdf